কিভাবে আপনার পোস্ট steem-atlas ম্যাপে যুক্ত করবেন?
প্রিয় বাংলাদেশী স্টেমিয়ান বন্ধুগন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি steem atlas সম্পর্কে ধারণা দিতে। আমরা চাই আপনিও steem atlas ম্যাপে আপনার পছন্দের জায়গা গুলোকে স্থান দিন। Steemit প্ল্যাটফর্মের সৌন্দর্য বৃদ্ধিতে আপনিও অবদান রাখুন। তাই আজকের আলোচ্য বিষয় হবে steem atlas নিয়ে। কিভাবে আপনারা steem atlas এ আপনার পোস্ট সংযুক্ত করবেন তা খুব সহজেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করবো।
ইতোমধ্যে আপনারা হয়তো সবাই অবগত আছেন যে steemit জার্নালিস্ট @pennsif কর্তৃক steem atlas প্রজেক্ট চালু করেছেন। এটা খুবই আকর্ষণীয় এবং কৌতূহলের ব্যাপার যে আপনার পোস্ট গুলো এই ম্যাপের মাধ্যমে দেখতে পারা। আপনি যদি steem atlas সম্পর্কে খুব স্পষ্ট ভাবে জানতে চান তাহলে অবশ্যই মনোযোগ দিয়ে নিচের পোস্টটি পড়ুন।
[NEW PROJECT] The Illuminated Atlas of the Steem-Powered World
এটা আপনাকে steem atlas প্রকল্প সম্পর্কে ধারণা দেবে। যাই হোক আপনি এখানে আর্ন করতে পারবেন পুরাতন পোস্ট থেকেও। আপনি steem atlas এ তিন পদ্ধতিতে আর্নিং করতে পারবেন। কিভাবে আর্ন করবেন সেটা সম্পর্কে বুঝতে হলে আপনাকে নিচের পোস্টে মনোযোগ দিতে হবে।
[STEEM ATLAS UPDATE @ 27 Jan '25] Three Ways to Earn from Old Posts
এখন আমি আপনাদের মাঝে নতুন পোস্ট শেয়ার করার পদ্ধতি গুলো আলোচনা করতে চাই। যা আপনাকে খুব সহজেই steem atlas এ পোস্ট সংযুক্ত করা শেখাবে। নিচের ধারাবাহিক আলোচনায় মনোযোগ দিন।
প্রথম পর্যায়ে আপনাকে এই লিংকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনি steem atlas এর আকর্ষণীয় ম্যাপ দেখতে পাবেন। এরপর আপনি নিচের স্ক্রিনশট এর মত একটি ম্যাপ দেখতে পাবেন। বাংলাদেশকে খোঁজার জন্য আপাতত আপনার স্ক্রীন জুম করুন। এশিয়া মহাদেশের দক্ষিণাঞ্চলে যান এটা ভারতের মানচিত্রের নিচেই আচ্ছাদিত রয়েছে।
এরপর আপনি আপনার পছন্দের জায়গা খোজার জন্য মানচিত্র আরো জুম করতে থাকুন। প্রথমে বিভাগ,তারপর জেলা তারপর উপজেলা তারপর আপনার এলাকার যেকোন স্থানের লোকেশন এখানে দেখতে পাবেন। আপনি কোন স্থান সম্পর্কে আপনার পোস্ট করেছেন সেই স্থান খুঁজে বের করুন। যেমন ধরে নিন আমি শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সম্পর্কে একটি পোস্ট করবো। এটা খুঁজে পেতে আমাকে EMBED PIN অপশনে যেতে হবে।
এরপর বাংলাদেশের মানচিত্র জুম করতে হবে। জুম করতে করতে এটার লোকেশন খুঁজে বের করতে হবে। যেহেতু এটা মিরপুর ২ নং সেক্টরে অবস্থিত তাই আমাকে মিরপুর ২ নং সেক্টর পর্যন্ত জুম করতে হবে। জুম করা হলে আপনি শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একটি ম্যাপ দৃশ্য লক্ষ্য করছেন। নিচের স্ক্রিনশট এ স্টেডিয়ামের স্পষ্ট লোকেশন দেখা যাচ্ছে।
EMBED PIN থেকে আপনার পিন কপি করার জন্য উপরের স্ক্রিনশট মনোযোগ দিয়ে খেয়াল করুন। আপনি পিন ডিস্ক্রিপশন বক্সে যে টাইটেল উল্লেখ করবেন সেটাই মানচিত্রে আপনার পোস্টের টাইটেল হিসেবে দেখাবে। অর্থাৎ ডিসক্রিপশন বক্সে যা লিখবেন সেটাই My New Pin এ শো করবে। এরপর আপনাকে Copy Pin Cod এ ক্লিক করতে হবে। Copy Pin Code এ ক্লিক করার পর সেই লিংকটি আপনার পোস্টের নিচে পেস্ট করতে হবে।
![]() |
---|
উপরের স্ক্রিনশট এ যে কোড লক্ষ্য করছেন এটাই মূলত শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের atlas কোড। এরপর আপনি আপনার পোস্টটি পাবলিশ করুন। খুব সহজেই আপনার পোস্টটি এখন steem atlas ম্যাপে সংযুক্ত হয়েছে। প্রমাণ স্বরূপ নিচের স্ক্রিনশট দেখুন।
লক্ষ্য করুন এখানে একটি পিন যুক্ত হয়েছে। আপনি চাইলে এখন চিহ্নিত পিন এ ক্লিক করে আপনার পোস্ট steem atlas ম্যাপে দেখতে পারবেন। নিচের স্ক্রিনশট দেখুন আমার পোস্টটি ইতোমধ্যে steem atlas ম্যাপে শো করেছে।
এভাবেই আপনি আপনার পোস্ট steem atlas ম্যাপে যুক্ত করতে পারবেন।
Note : পোস্ট করার আগে আপনাকে অবশ্যই steem atlas curator টিমের গাইডলাইন পোস্টটি পড়ার অনুরোধ রইলো। নিচের কিউরেটর গাইডলাইন পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন।
STEEM ATLAS : Curation Guidelines for February 2025
অনেক ধন্যবাদ আপনাকে। পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য। Steem atlas সম্পর্কে জানতে আপনি আমার সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না। যোগাযোগ; Solaymann#6464 ধন্যবাদ।
আমি কয়েকজন ইউজারের আবেদন পত্র দেখেছিলাম তবে এ বিষয়ে আমি তেমন কোন অবগত ছিলাম না তবে এই পোস্টটির মাধ্যমে steem atlas সম্পর্কে জানতে পারলাম।ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন গুরুত্বপূর্ণ তথ্যের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ একটি সুন্দর মন্তব্যের জন্য।
Congratulations! This post has been voted through steemcurator09 We support quality posts, good comments anywhere and any tags.