ডাক্তার দেখানোর জন্য হসপিটালে যাওয়ার সময়ের কিছু গল্প।

in Steem For Bangladesh2 days ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
Steem For Bangladesh সম্প্রদায়ের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন

বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন এটাই কামনা করি। আমিও আল্লাহর রহমত ও আপনাদের সকলের ভালোবাসায় ভালো আছি।কিছুদিন ধরে আমার শরীরটা অনেক খারাপ লাগতেছিল তাই আমি ফেনী উপসম হাসপাতালে ডাক্তার দেখাতে যায়। ডাক্তার দেখাতে যাওয়ার সময়ের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সবার মাঝে তুলে ধরলাম।

LMC_20250308_133108_🌈Color boost by Riyan  (1).jpg

হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হয় বাড়ি থেকে বের হয়ে গেলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর একটি গাড়ি পেলে আমি আর আমার হাজব্যান্ড একসাথে গাড়ি করে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। ১০ মিনিটের মধ্যে আমরা বাজারে চলে আসি বাজারে এসে ফেনীতে যাওয়ার জন্য আবার সিএনজিতে উঠতে হবে তাই স্টানের দিকে যায়।

IMG20250308132125.jpg

সিএনজি জন্য দাঁড়িয়ে দুই পাশের মার্কেটগুলো কিছুক্ষণ তাকিয়ে দেখি ঈদ উপলক্ষে এম মার্কেট গুলোকে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে দেখে মনে হচ্ছে যেন একটি বিয়ে বাড়ি। চারপাশে বিভিন্ন রকমের লাল নীল বাতি দিয়ে মার্কেটগুলোকে অনেক সুন্দর করে চলেছে যা দেখে আমার অনেক ভালো লাগলো।কিছুক্ষণ পরে পেলে আমরা ফেনীর উদ্দেশ্যে রওনা দিই।

1000011508.jpg

কিছুক্ষণ যাওয়ার পরে আমি রাস্তার পাশে তাকিয়ে তাকিয়ে সবকিছু দেখতে ছিলাম তখন দেখি যে একটা ব্রিজের উপর দিয়ে সিএনজিটা যাচ্ছিল এসে তাকিয়ে দেখি খুবই সুন্দর একটি ছোট নদী। নদীটির দুই পাশ শুকিয়ে মাঝখানে অল্প একটু পানি আছে যা দেখতে বেশ সুন্দর দেখাচ্ছিল। আমি কিছুক্ষণ তাকিয়ে থেকে এর একটি ফটোগ্রাফি করে ফেলি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

LMC_20250308_133108_🌈Color boost by Riyan  (1).jpg

২০ মিনিটের মধ্যে আমরা ফেনী চলে আসি। এখানে এসে আমরা একটি ওভার ব্রিজের নিচে দাঁড়ায়। রাস্তা দিয়ে দেখতে আমার অনেক ভালো লাগলো উপর দিয়ে অনেক গাড়ি যাচ্ছিল আমরা তার নিচে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা একটি রিকশনে হাসপাতালে যাওয়ার জন্য। রিক্সায় ওঠার পাঁচ মিনিটের মধ্যে আমরা হাসপাতালে সামনে চলে আসি।

1000011509.jpg

রিক্সাওয়ালাকে টাকা দিয়ে আমরা হাসপাতালের ভিতরে গিয়ে দেখি এখন পর্যন্ত কেউ আসে নাই আমরা সবার প্রথমে গিয়েছি। ডাক্তার আসবে তিনটার সময় তাই আমরা এখানে প্রায় ২০ মিনিট অপেক্ষা করি।ডাক্তার এলে আমরা ডাক্তার দেখিয়ে আবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই।

LMC_20250308_140501_🌈Color boost by Riyan  (1).jpg

ডাক্তার দেখাতে দেখাতে আমাদের চারটা বেজে যায়। আমরা হাসপাতাল থেকে বেরিয়ে আবারও একটা রিকশা নিয়ে বাসস্ট্যান্ডে চলে আসি। এরপর বাড়ি আসার জন্য আমরা একটি বাসে উঠে বসে পড়ি কিছুক্ষণের মধ্যে আমরা বাড়িতে চলে আসি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন।

LMC_20250308_160328_🌈Color boost by Riyan  (1).jpg

আজকের জন্য বিদায়। Allah Hafez
Sort:  
We support Nature , Agriculture & Gardening related posts so you are invited. Welcome to our community links is here. and also here is our discord link

Support @ pennsif and @ pennsif.witness for the growth of this platform. Vote for @ pennsif.witness here

Add a subheading(1).png

আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি নিবন্ধন আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 yesterday 

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a nice article with us. Hope you stay active and keep engaging with everyone. If need any help then join our discord https://discord.gg/ksmVErs5.



DescriptionInformation
Plagiarism Free
AI contentHuman
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Community beneficiaries
Voting CSI00
Period2025-03-14
ResultClub100