জল রং দিয়ে সুন্দর একটি ফুলবাগান অঙ্কন ।
বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি।অংকন করাটা আমার একটি শখের কাজ। অবসর সময়ে আমি সুন্দর করে তোলার জন্য অংকন করে থাকি কারণ অবসর সময় কাটানোটা খুবই একা লাগে তাই যখনই অবসর সময় একা বসে থাকি তখনই আমি বেশিরভাগ অংকন করে থাকি। আমি বিভিন্ন রকম অঙ্কন করতে ভালোবাসি কারণ একেক রকমের অংকন করতে একেক রকম ভালো লাগে বিশেষ করে প্রকৃতির সৌন্দর্য কে অংকনের মাধ্যমে ফুটিয়ে তুলতে বেশি পছন্দ করি তাই আজকে আপনাদের সবার মাঝে খুবই সুন্দর একটি ফুলবাগানের অংকন নিয়ে এসেছি। ফুলবাগান দেখতে এমনিতে ভালো লাগে তাই আমি চেষ্টা করেছি একটি ফুলবাগানের অংকন তৈরি করার। জল রং এর মাধ্যমে যেকোনো ছবি অঙ্কন করা হলে এটি দেখতে এমনিতেই ভালো লাগে।
জল রং
তুলি
পানি
পেন্সিল
ধাপ -১
ফুলের বাগান অংকন করার জন্য প্রথমে আমি একটি সাদা কাগজ নিয়ে নিলাম।
ধাপ -২
এবার সাদা কাগজের মাঝ বরাবর ছোট করে একটি বাগান তৈরি করার জন্য ঘর অঙ্কন করে নিলাম ও ঘরের উপরের অংশ আকাশি রং দিয়ে রং করে দিলাম।
ধাপ -৩
এবার আকাশী রঙের নিচে আমি হালকা গোলাপি রঙ দিয়ে দুইটি রং কে এক ছাট করে মিলিয়ে দিলাম।
ধাপ -৪
ফুলের বাগান তৈরি করার জন্য আকাশি রং ও গোলাপি রঙের নিচে আমি গাড় সবুজ রং দিয়ে তিনটি রংকে একসাথে করে মিলিয়ে নিলাম যেন দেখতে মনে হয় একটি সবুজ মাঠ।
ধাপ -৫
এবার আমি সবুজ রঙের ভিতরে প্রথমে লাল রং দিয়ে ছোট ছোট অনেকগুলো ফুল অঙ্কন করে দিলাম ও লাল রঙের ফুল গুলোর ফাঁকে ফাঁকে হলুদ রঙ দিয়ে আরো কিছু ফুল অঙ্কন করে দিলাম।
অংকন করার ফুলগুলো নিচে কালো রং দিয়ে ফুলের ডাটা তৈরি করে দিলাম। আকাশটা আরো সুন্দর করার জন্য তার ভিতরে একটি সূর্য ও কিছু পাখি অঙ্কন করে দিলাম
তো বন্ধুরা, আমি আপনাদের মাঝে আমার সব রকমের অংকন শেয়ার করতে ভালোবাসি । তাই আমি যে কোন অংকন করলেই আপনাদের সবার মাঝে নিয়ে আসি। আশা করি আজকের ফুল বাগানের অংকন টি আপনাদের সবার ভালো লাগবে।