You are viewing a single comment's thread from:

RE: The Diary Game: 22.06.2025- First experience of drug administration in cattle.

in Steem For Bangladesh29 days ago

আপনার লেখাটি পড়ে সত্যিই আমার মনটা ভালো হয়ে গেল। গ্রাম্য পরিবেশের এই সরলতা, প্রকৃতির নিবিড় সান্নিধ্য আর মানুষের পরিশ্রম—সবকিছু যেন এক সুন্দর ছায়ার মতো ফুটে উঠেছে আপনার ডায়েরি পোস্টে। বিশেষ করে কবুতর পালন, ছাগলকে ওষুধ খাওয়ানোর দৃশ্য এবং কচু পাতায় জমে থাকা জলের স্মৃতিচারণ এই সবই যেন আমাদের শৈশবের সেই সহজ, সরল সময়ে আমাদেরকে নিয়ে যায়। গ্রামের মানুষের জীবনের প্রতিটি কাজেই থাকে যত্ন, ভালোবাসা এবং দায়িত্ববোধ তা আপনার লেখার মাধ্যমে স্পষ্টভাবে তুলে ধরেছেন।

আপনার পুষ্টিহীন বেদানা গাছের বিষয়টিও খুব বাস্তব একটি সমস্যা, যা অনেকেই সম্মুখীন হয়ে থাকে। আপনি যেভাবে এটি খেয়াল করেছেন এবং অনুভব করেছেন, তা থেকে বোঝা যায় আপনি প্রকৃতি এবং গাছপালা গভীরভাবে ভালোবাসেন। নদীর পাড়ে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার যে অনুভূতি, তা সত্যিই প্রশংসার যোগ্য। তবে আমাদের জন্য দুর্ভাগ্য আমাদের এখানে কোন নদী নেই এই নদীর পাড়ে বসে বিকেল বেলা, এই মুহূর্তটা উপভোগ করার মত অনুভূতি আমরা কখনোই উপলব্ধি করতে পারবো না আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দৈনন্দিন জীবনের কার্যক্রম আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।