Guideline Post || How to Improve Your Post Quality || কিভাবে আপনার পোস্টের কোয়ালিটি ইম্প্রোভ করবেন || Steem For BangladeshsteemCreated with Sketch.

in Steem For Bangladesh2 years ago (edited)

Introducing (3).png

ENG

Greetings,Steem For Bangladesh community people hope everyone is doing well. New and old users face problem while writing quality posts. They often don't understand how creating their posts will help readers understand and get better support. So in today's guideline post I will share with you about how to write a quality post.


1.Write a post of minimum 300 words:


The longer your post length, the more reliable your post will be. According to the rules, a post of minimum 300 words will mark as a quality post. But that does not mean that one line has to be written repeatedly to complete 300 words. Repeated words will increase the length of your post but it will be considered invalid. Each of your words should be written in such a way that it is easy for the readers to understand. So that the reader can easily understand what you want to say by in your post.

  • Read more and more good quality posts of other user's.

  • You can write posts on the subject that you are good at.


2.Try to have a minimum of four images in your post:


Your photo will enhance the beauty of your post. Therefore, any type of image cannot be used in the post. You must use your original photo. Make sure your images are post related. You have to share related images on the topic you write on the post. Try to match each paragraph of your post with the image. Therefore, before writing a post, you must think in advance. What you will post about, how many pictures you want to use , Which image will go with which paragraph should be planned in advance.

  • Posts should have more text than images.
  • Make sure the pictures clearly match the sentences in your paragraph.

3.Use proper Mark-Down style:


Even if you upload wordy blog with beautiful pictures, your post will not be of high quality unless you use the right markdown style in the post. The right markdown style will make your post look more attractive. You need to know well which part of the post should use Markdown style. Posts should be justified, so that readers can see and read the post easily. For your convenience, I am linking to two posts below that will help you learn how to use mark down style correctly.


4.Check your grammar and spelling:


Correct grammar and spelling of your post is very important for any type of reader to understand. When posting, be ensure that readers must understand and enjoy reading your posts. Try to make the post user friendly. If the reader can't understand anything after reading your blog, then your blog is a failure. So check each line carefully before posting. Nowadays, there are many tools that can easily check the grammar and spelling of a post. Below I am sharing with you two tools that can help you to check the grammar and spelling of your posts.


5.Be creative


According to the steemcurator01, content is the king. Yes, it is true. Your content will help you to achieve in steemit faster. So try to be creative with hard work and dedication. Try to find out what kind of posts get more engagement, what kind of posts readers like to read. The more creative you are, the faster your posts will reach others. So content should be given the most importance.

Some tips for new users:

  1. Being a member of #club5050 , #club75 , , #club100 and holding club status.

  2. Use the proper tags.

  3. Try to be active as much as possible.

  4. Commenting on other users' posts and supporting them by properly using voting power.

  5. Trying to make a good impression and friendship with users.

  6. Do not do any kind of plagiarism. Do not attempt to copy anyone's content.

  7. Participate in all Steemit team projects.


I hope I have been able to explain everything to you. Try to post regularly. Don't be disappointed if you don't get support in your posts. Those who succeed here spent time, talent and hard work behind them. If they can succeed, you can too. Believe in yourself, work hard .I hope you will be among the top users of Steemit one day.

Thanks You



Introducing (3).png


BNG

হ্যালো স্টিমিট বাংলাদেশ কমিউনিটির বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন। নতুন এবং পুরাতন মেম্বারসরা কোয়ালিটি পোস্ট করতে গিয়ে অনেক সমস্যায় পড়েন। তারা অনেক সময় বুঝতে পারেন না কিভাবে তাদের পোস্টগুলো তৈরি করলে পাঠকদের বুঝতে সুবিধা হবে এবং ভালো সাপোর্ট পাওয়া যাবে। তাই আজকেরে গাইডলাইন পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি কোয়ালিটি পোস্ট লিখতে হবে ।


সর্বনিম্ন 300 ওয়ার্ড এর পোস্ট লেখা


আপনার পোস্টার ল্যান্থ যত বড় হবে আপনার পোস্টটি ততবেশি রিলায়েবল হবে। রুলস অনুযায়ী সর্বনিম্ন 300 ওয়ার্ডস এর পোস্টকে আমরা কোয়ালিটি পোস্ট বলে থাকি। কিন্তু তার মানে এই নয় যে একটি লাইন কে বারবার লিখে ৩০০০ ওয়ার্ড কমপ্লিট করতে হবে। রিপিটেড ওয়ার্ডস আপনার পোষ্টের ল্যান্থ বৃদ্ধি করলেও সেটি অকার্যকর হিসেবে গণ্য হবে। আপনার প্রতিটি ওয়ার্ডস এমনভাবে লিখতে হবে যেন সেটি পাঠকদের বুঝতে সুবিধা হয়। আপনি কি বলতে চাইছেন সেটি যেন পাঠক আপনার পোস্ট পড়ে খুব সহজে বুঝতে পারে ।

  • সেজন্য আপনি অন্যদের ভালো কোয়ালিটি পোস্টগুলো বেশি বেশি পড়তে পারেন ।
  • যে বিষয় উপর আপনি পারদর্শী ওই বিষয়ের উপর পোস্ট লিখতে পারেন ।

পোস্টে সর্বনিম্ন চারটি ছবি রাখার চেষ্টা করা।


আপনার পোষ্টের সৌন্দর্য বৃদ্ধি করবে আপনার ছবি। তাই বলে যেকোনো ধরনের ছবি পোস্টে ব্যবহার করা যাবে না। অবশ্যই নিজের অরিজিনাল ছবি ব্যবহার করতে হবে। খেয়াল রাখতে হবে আপনার ছবিগুলো যেন পোস্ট রিলেটেড হয়। আপনি যে টপিকের উপর পোস্ট লিখবেন আপনাকে সেই রিলেটেড ছবি শেয়ার করতে হবে। চেষ্টা করবেন আপনার পোস্টে লেখা প্রতিটি প্যারাগ্রাফ এর সাথে যেন ছবির যথেষ্ট মিল পাওয়া যায়। তাই পোস্ট লেখার পূর্বে আগে থেকে ভেবে নিতে হবে । আপনি কি নিয়ে পোস্ট করবেন, কিভাবে সাজাবেন,পোস্টে কয়টি ছবি ব্যবহার করবেন ,কোন প্যারাগ্রাফ এ কোন ছবিটি রাখবেন তা আগে থেকে ভেবে প্ল্যানিং করতে হবে ।

  • পোস্টে ছবির চেয়ে টেক্সট বেশি রাখতে হবে।
  • আপনার প্যারাগ্রাফে লেখা বাক্যগুলোর সাথে ছবির যেন স্পষ্ট মিল পাওয়া যায়।

পোষ্টের মার্কডাউন স্টাইল ঠিক রাখা।


আপনি বেশি শব্দের আর্টিকেল এবং সুন্দর ছবি আপলোড করার পরও আপনার পোস্টটি কোয়ালিটিফুল হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি পোষ্টের মার্কডাউন স্টাইল ঠিক রাখবেন। সঠিক মার্কডাউন স্টাইল আপনার পোস্টকে দেখতে অনেক বেশি আকর্ষণীয় করে তুলবে। পোষ্টের কোন অংশে কেমন মার্কডাউন স্টাইল ইউজ করা করা উচিত সেটি আপনাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে । পোস্ট জাস্টিফাই করতে হবে,যাতে পাঠকদের পোস্ট দেখতে এবং পড়তে সুবিধা হয়। আপনাদের সুবিধার্থে আমি নিচের দুইটি পোস্টের লিঙ্ক দিচ্ছি যেগুলো দেখে আপনারা মার্ক ডাউন স্টাইল সঠিকভাবে ব্যবহার করা সম্পর্কে জানতে পারবেন।


পোষ্টের গ্রামার এবং স্পেলিং ঠিক রাখা।


যেকোনো ধরনের পাঠক যাতে ভালোভাবে বুঝতে পারে সেজন্য আপনার পোষ্টের গ্রামার এবং স্পেলিং ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ । পোস্ট করার সময় হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পাঠকরা আপনার পোস্টগুলো পড়ে বিষয়বস্তু বুঝতে পারে এবং আনন্দ পায় । পোস্ট ইউজার ফ্রেন্ডলি করার চেষ্টা করতে হবে । আপনার ব্লগ পড়ে যদি পাঠক কিছু বুঝতেই না পারে তাহলে আপনার ব্লগটি ব্যর্থ । তাই পোস্ট করার পূর্বে প্রতিটি লাইন ভালোভাবে চেক করে নিতে হবে। বর্তমানে অনেক ফ্রী টুল রয়েছে যেগুলো দিয়ে পোস্ট এর গ্রামার এবং স্পেলিং খুব সহজে চেক করা যায় । নিচে আমি দুইটি টুলস আপনাদের সাথে শেয়ার করছি যেগুলোর সাহায্যে আপনাদের পোস্টগুলোর গ্রামার এবং স্পেলিং চেক করে নিতে পারবেন।


সৃজনশীল হতে হবে


কিউরেটরদের ভাষ্যমতে কনটেন্ট ইজ দ্যা কিং।হ্যাঁ ,এটাই সত্য । আপনার কন্টেন্টই আপনাকে যেকোনো এচিভমেন্ট দ্রুত অর্জন করতে সাহায্য করবে । তাই পরিশ্রম এবং ডেডিকেশনের সাথে সৃজনশীল হওয়ার চেষ্টা করুন । কোন ধরণের পোস্টের এঙ্গেজমেন্ট বেশি,পাঠকরা কেমন পোস্ট পড়তে পছন্দ করে সেটি খোঁজে বের করার চেষ্টা করুন । আপনি যতো বেশি ক্রিয়েটিভ হবেন আপনার পোস্ট ততো দ্রুত অন্যদের কাছে পৌছে যাবে । তাই কন্টেন্টকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ।

নতুন ইউজারদের জন্য কিছু টিপস:

১. যেকোনো ক্লাবের মেম্বার হওয়া এবং ক্লাব স্টাটাস হোল্ড করা ।

২. সঠিক ট্যাগের ব্যবহার করা ।

৩. যতোবেশি সম্ভব একটিভ থাকার চেষ্টা করা ।

৪. অন্য ইউজারদের পোস্টে কমেন্ট করা এবং ভোটিং পাওয়ারের সঠিকভাবে ব্যবহার করে অন্য ইউজারদের সাপোর্ট দেওয়া ।

৫. ইউজারদের সাথে ভালো ইম্প্রেশন রাখা এবং বন্ধুত্ব রাখার চেষ্টা করা ।

৬. কোনো ধরনের প্লাগারিজম না করা । কারো কন্টেন্ট কপি করার চেষ্টা না করা ।

৭. স্টিমিট টিমের সকল প্রজেক্টে অংশগ্রহণ করা ।

আশা করি আমি প্রতিটি বিষয় আপনাদের ভালোভাবে বুঝাতে পেরেছি । প্রতিনিয়ত পোস্ট করার চেষ্টা করবেন । পোস্টে সাপোর্ট না পেলে হতাশ হবেন না । যারা এইখানে সফল হতে পেরেছে তাদের পেছনে সময় ,মেধা এবং পরিশ্রম রয়েছে । তারা যদি সফল হতে পারে আপনিও পারবেন । নিজের উপর বিশ্বাস রাখুন, পরিশ্রম করুন আশা করি আপনিও একদিন স্টিমিটের টপ ইউজারদের সারিতে থাকবেন ।

ধন্যবাদ



Best Regard,

@msharif | ADMIN - FOUNDER
@ripon0630 | ADMIN - FOUNDER

Have a question? Please contact us via Discord https://discord.gg/26WZjFWz

DELEGATION

We are invite everyone to receiving delegations who wants to support the community.It's will be helpful to grow up.If you are interested in becoming a delegator of Steem4Bangladesh you can give any delegation you like :

Easy Links to delegate @steem4bangladesh quickly

50100200300400500
1000200030004000500010000

welcome to steem for bangaldesh.png

Sort:  
 last year 

How to become a member of #club5050, #club75, #club100?

সুন্দর একটি ইনফরমেশন শেয়ার করছেন ধন্যবাদ আপনাকে আশা করি আরো দিবেন

 2 years ago 

অসাধারণ গাইডলাইন দিয়েছেন ভাই। আমি আপনার লেখাগুলো পড়ে অনেক কিছু শিখতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ ভাই

 2 years ago 

খুব সুন্দর ভাবে গুছিয়ে উপদেশ গুলো দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই পোস্ট থেকে অনেক কিছু শেখার আছে। এত্ত সুন্দর ভাবে গুছিয়ে কথা গুলো লিখেছেন বুঝতেও অনেক সহজ হয়েছে।

 2 years ago 

চমৎকার! আমি বুঝতে পেরেছি, এতো সুন্দর লিখেছেন ভাইজান!💚💚

Hi, @ripon0630,

Thank you for your contribution to the Steem ecosystem.

Your post was picked for curation by @msharif.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

 2 years ago 

অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। এর ফলে নতুনদের অনেক উপকার হবে।

 2 years ago 

এই পোস্টে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখেছেন, এতে করে নতুনদের জন্য খুবই উপকার হবে, ধন্যবাদ আপনাকে এইরকম একটি দরকারি টপিক নিয়ে লেখার জন্য 🥰

 2 years ago 

অনেক সুন্দর একটি পোষ্ট করেছেন। এটি আমাদের মত সকল নতুন সদস্যদের অনেক কাজে লাগবে। এই পোস্ট থেকে নতুনরা অনেক কিছু শিখতে পারবে। আমিও এই পোস্ট থেকে অনেক কিছু শিখলাম। ধন্যবাদ আপনাকে।