You are viewing a single comment's thread from:

RE: I really enjoy going to the madrasa through the small road next to the crop fields.

in Steem For Bangladeshlast month

ভাই, আপনার এই পোস্টটা পড়ে মনটা একেবারে গ্রামের সেই ছোট্ট পথটার দিকে টেনে নিল। মনে হলো, যেন আমি নিজেই আপনার সাথে সেই ফসলের মাঠের পাশ দিয়ে হাঁটছি। ছবিগুলোও দারুণ হয়েছে, আপনার ছেলের তোলা ,সত্যি বলতে কী, ওর চোখ দিয়ে প্রকৃতি যেন আরও সুন্দর দেখাচ্ছে।আমার নিজের গ্রামের কথা খুব মনে পড়ে গেল, আমরাও ছোটবেলায় shortcut পথ ধরে স্কুল যেতাম, মাঝে মাঝে কাদা পানি হয়ে গেলে ফিরতে হতো বড় রাস্তা দিয়ে ,আপনার কথাগুলো পড়ে সেই সব স্মৃতি একে একে মনে ভেসে উঠল।
সবচেয়ে ভালো লেগেছে যেটা, আপনি সাধারণ একটা দিনের কথা এত আপনভাবে, মনের গহীন থেকে শেয়ার করেছেন ,যেন এটা শুধু লেখা নয়, একটা অনুভূতির গল্প। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, এবং এই রকম সুন্দর মুহূর্তগুলো আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার তাওফিক দিন। অনেক ভালোবাসা ও দোয়া রইল ভাই।

Sort:  
 last month (edited)

অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটিতে মনোযোগ দেওয়ার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য, আসলেই ফসলের জমির পাশ দিয়ে এরকম ছোট রাস্তা দিয়ে যেতে অনেক বেশি ভালো লাগে, গ্রামের এই অপর উদ্দেশ্য গুলো আমাদেরকে অনেক বেশি আনন্দিত করে, জমিতে ফসল না থাকার কারণে এই ছোট রাস্তা দিয়ে সহজেই যা আশা করা যায়, আপনার মন্তব্য দেখে খুব ভালো লাগলো, ভালো থাকবেন সবসময়।


SPOT-LIGHT TEAM: Your post has been voted on from the steemcurator07 account.

Thank you for your valuable efforts! Keep posting high-quality content for a chance to receive more support from our curation team.

1000006091.png