Better life with steem.. the diary game..18/10/2023. Simple day..
বিসমিল্লাহির রাহমানির রাহিম। সকলকে সালাম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। |
---|
আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালই আছি। আজ ১৮ই অক্টোবর ২০২৩ রোজ বুধবার দিনটি কিভাবে কাটল তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।
আজকে সকাল ছয়টা ৪০ মিনিটে আমি ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই প্রতিদিনের মতো প্রথমে আমি আমার দাঁত ব্রাশ করি। তারপর হাতমুখ ধুয়ে নেই। তারপর আমি গোসল করি। গোসল করার পর অফিসে যাওয়ার জন্য আমি তৈরি হই। ৭ টা ১০ মিনিটে আমি আমার রুম থেকে অফিসের উদ্দেশ্যে বের হয়ে যাই।
বাসা থেকে বের হয়ে হেঁটে হেঁটে অফিসের উদ্দেশ্যে আসতে শুরু করলাম। রাস্তা আজকেও অনেক ফাঁকা। তিন থেকে চার মিনিট হেঁটে আমি যে হোটেলে খাবার খায় সেখানে চলে গেলাম। তারপর সেখানে গিয়ে হাত ধুয়ে নিলাম। তারপর প্রতিদিনের মতোই রুটি দিয়ে সকালের খাবার খেলাম। তারপর সেখান থেকে অফিসের মধ্যে প্রবেশ করলাম।
সকাল ৭ টা ৩০ মিনিটে আমি অফিসের মধ্যে প্রবেশ করি। অফিস টাইম সকাল আটটায় হওয়ায় অফিস অনেক ফাঁকা। বেশিরভাগ লোক ৭:৫০ থেকে ৮:১০ এর মধ্যে অফিসের মধ্যে প্রবেশ করে। আমি অফিসের মধ্যে প্রবেশ করে প্রতিদিনের মতো আমার মেশিনটা পরিষ্কার করে নিলাম। তারপর আমি আমার কাজে মনোযোগী হলাম।
কাজ করতে আর কাছে যে পরিমান সুতা ছিল তা শেষ হয়ে গেল। সেজন্য সুতা আনার জন্য উইন্ডিং সেকশনে চলে গেলাম। ছবিতে যে মেশিন দেখতে পারছেন এটাই উইন্ডিং মেশিন। এখানে অনেক কালারের সুতা রয়েছে। যার যে কালারের সুতা প্রয়োজন তা এখান থেকেই উইন্ডিং করা হয়ে থাকে।
বেলা 11 টার দিকে আমাদের অফিসের মধ্যে একজন বিদেশী বায়ার প্রবেশ করেছেন। সেজন্য অফিসটা খুবই পরিপাটি করে সাজানো হয়েছে। আমরাও আমাদের মেশিনের আশপাশের পরিবেশ টা কে গুছিয়ে রেখে কাজ করতে থাকলাম। এভাবে কাজ করতে করতে বেলা একটা বেজে গেল। তারপর আমি দুপুরের খাবার খেতে অফিসের বাইরে চলে আসলাম।
দুপুর ২ টার দিকে পুনরায় অফিসের মধ্যে প্রবেশ করলাম। একটা থেকে দুইটা পর্যন্ত অফিসের মধ্যে বৈদ্যুতিক লাইন বন্ধ করা থাকে। সেজন্য ফ্লোরের মধ্যে অনেক অন্ধকার দেখা যায়। অন্ধকারের সাথে গরমও লাগে। সেজন্য বাড়তি সময়ে অফিসের বাহিরে একটু ঘোরাঘুরি করা হয়।
বিকাল ৪:৩০ মিনিটে আমাদের অফিসের মধ্যে আসরের নামাজ অনুষ্ঠিত হয়। ৪:৩০ এ অজু করে আসরের নামাজ পড়ার জন্য আমি আমাদের অফিসের ছাদে চলে যাই। ছাদে নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে। তাই আমাদের অফিসের সকল নামাজের নামাজ আদায় করার জন্য এখানেই চলে আসে।
সন্ধ্যা ৭ টার সময় আমাদের অফিস ছুটি হয়ে গেল। অফিস থেকে বের হয়ে আমি হোটেলের দিকে চলে আসলাম। হোটেলের সামনে আমার সহকর্মী মোঃ আনোয়ার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তার সাথে কিছুক্ষণ গল্প করলাম। তারপর আনোয়ার ভাই তার বাসার উদ্দেশ্যে চলে আসলো । আমি হোটেলের মধ্যে প্রবেশ করে ৭ঃ৩০ মিনিটের দিকে খাবার খেয়ে নিলাম। তারপর আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা শুরু করলাম। বাসায় এসে হাতমুখ ধুয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম। এই ছিল আজকে আমার সারা দিন।
আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। |
---|
Hi, Greetings, Good to see you Here:)
Thank you for read My post and suggestion..