Better life with steem. The diary game. 15/2/2025. Some work and busy day.
আজকে সকাল ৭ টা ৪০ মিনিটের দিকে আমি ঘুম থেকে জেগে উঠি। ঘুম থেকে জেগে উঠেই প্রথমে প্রতিদিনের মতো আমি আমার দাঁত ব্রাশ করি। তারপর হাত মুখ ধুই। হাত মুখ ধুয়ে কিছুক্ষণ হাঁটাচলা করি। হাঁটাচলা করে আমি সকালের খাবার খাই। সকালের খাবার খেয়ে আমি আমার সংসারের কাজ করার জন্য বাড়ি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বের হয়ে পড়ি। শুরুতেই আমি আমার মরিচের জমিতে চলে আসলাম। মরিচের জমিতে এসে মরিচের জমিগুলো ঘুরে ঘুরে দেখলাম। মরিচের জমি গুলো দেখা শেষ হলে এরপর আমি ভুট্টার জমিতে গেলাম। ভুট্টার গাছগুলোতে অনেক পোকার আক্রমণ হয়েছে। সেজন্য ভুট্টার জমিতে বিষ প্রয়োগ করার জন্য চলে আসলাম।
ভুট্টার জমিতে এসে একটা বালতির মধ্যে বিষগুলো পানির সাথে মিশিয়ে নিলাম তারপর পরিমাণ মতো বিষের ট্যাংকির মধ্যে পানি নিয়ে তার মধ্যে বিষগুলো ঢেলে নিলাম। তারপর জমিতে ছিটানো শুরু করলাম। প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট সময় লাগলো বিষ ছিটিয়ে দিতে। ভুট্টার গাছ অনেক উঁচু হওয়ায় গামছা দিয়ে মুখ ভালো করে বেঁধে বিষগুলো প্রয়োগ করলাম। পোকা মারার বিষ খুবই শক্ত বিষ। এগুলো মানুষের নাকের সংস্পর্শে আসলে মানুষ আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই সাবধানতা অবলম্বন করে এই কীটনাশক গুলো প্রয়োগ করিতে হয়। বিষ ছিটিয়ে দেওয়ার পর আবারো আমার মরিচের জমিতে আসলাম।
পুনরায় মরিচের জমি গুলো ভালো করে দেখে নিলাম। মরিচের জমিতে কোন প্রকার আক্রমণ হয়েছে কিনা সেটা খুব ভালো করে দেখতে হয়। আল্লাহর অশেষ রহমতে মরিচের চারা গুলো এখন পর্যন্ত খুব ভালো ও সুস্থ আছে। আর কিছুদিনের মধ্যেই জমি থেকে পুনরায় মরিচ উত্তোলন করব। উত্তোলন ১০ থেকে ১৫ দিনের মধ্যে করতে হয়। তা না হলে মরিচগুলো শক্ত হয়ে যায়। মরিচের জমিগুলো দেখা শেষ করে আমি বাড়ির দিকে রওনা শুরু করলাম। বাড়িতে এসে প্রথমে সাবান দিয়ে হাতমুখ ভালো করে দিয়ে নিলাম। তারপর গোসল করলাম। গোসল করে আমি দুপুরের খাবার খেলাম।
বাড়ি থেকে বের হয়ে একটু অপেক্ষা বাধ্য হয়ে আমি জামালপুর শহরে চলে আসলাম। আজকে সরকারি ব্যাংকগুলো বন্ধ থাকায় বুথ থেকে টাকা উত্তোলন করতে হলো। ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের বুথে গিয়ে প্রয়োজনীয় কিছু টাকা উত্তোলন করলাম। তারপর পুনরায় অটো রিক্সার মাধ্যমে আমি আমাদের বাজারে চলে আসলাম। হাজারে এসে মরিচ ক্রয় করার কাজে মোটামুটি ব্যস্ত হলাম।
বাজারে বিকেল থেকেই মরিচ উঠতে শুরু করে। আজকে মরিচ সাদা কালারের মরিচগুলো ষোল থেকে ১৭ টাকা কেজিতে ক্রয় করা হচ্ছে। সন্ধ্যার পর পর্যন্ত আমাদের বাজারে মরিচ আসতে থাকে। মেমরিচগুলোকে ক্রয় করা মধ্যে অনেকটাই ব্যস্ত হয়ে পড়লাম। মরিচ বসা থেকে ঢেলে মরিচের সাথে মরিচের পাতা এবং অন্যান্য আগাছা গুলো পরিষ্কার করলাম।
মরিচের বস্তাগুলো সুন্দর করে করে ট্রাকের মধ্যে উঠানোর প্রস্তুতি শুরু করা হলো। প্রত্যেকটা বস্তার ওজন বস্তার গায়ে লিখে দেওয়া হল। তারপর টাকের মধ্যে উঠিয়ে দিয়ে আমরা আমাদের হিসাবে বসে পড়লাম। অনেকক্ষণ যাবৎ হিসাবগুলো শেষ করে বাড়ির দিকে চলে আসলাম। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে রাতের খাবার খেয়ে নিলাম। এই ছিল আজকে আমার সারা দিন। সকলের সুস্বাস্থ্য ও হৃদয়ে কামনা করে আজকের মত এখানে শেষ করলাম সকলকে পুনরায় সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟