Betterlife // The Diarygame 15-03-2025 // A very nice day
সালামুআলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই । আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি @alomgir121 আজ আপনাদের মাঝে নতুন আরো একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি,আশা করি সবার কাছে ভালো লাগবে। এবং শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন ধন্যবাদ।প্রতিদিনের মতো আজকে সকালে ঘুম থেকে উঠে বাহিরে যাই।তারপরে আমার কবুতর গুলোকে খাবার খেতে দেই।এরপরে দাত ব্রাশ কোরে,
গোসল কোরে দোকানে চোলে আসি।এরপরে দোকানে গিয়ে আল্লাহর নাম নিয়ে বেচাকেনা শুরু করি। আজকে মোটামুটি বেচাকেনা একটু কমি ছিলো,রমজানের শুরুর দিকে বেচাকেনা এমোনি থাকে। তাই বসে বসে মোবাইল চালাচ্ছিলাম, তো এভাবেই বেলা গড়িয়ে দুপুর হোয়ে যায়।এরপরে যোহরের আজান হয়,তখোন আমি নামায আদায় করতে মসজিদে যাই।এরপরে আবার দোকানে এসে বসি।তারপরে কিছু কাস্টোমারের কাছে মাল বিক্রি করি।যেহেতু রমজান মাস তাই আমি আছরের নামায আদায় কোরে, দোকানের সারাদিনের হিসেব কোরে দোকান বন্ধো কোরে বাড়ির উদ্দেশ্য রওনা দেই।নামাজ পোরে আসার সময় দেখলাম মসজিদের সামনে এক লোক পেয়ারা বিক্রি করছে তখোন তার থেকে পেয়ারা নেয়ার জন্য দাম জিজ্ঞেস করলাম।
এরপরে আমি বাড়িতে এসে ফ্রেশ হোয়ে মসজিদে যাই ইফতারি করার জন্য।আমাদের মসজিদে গ্রামের ছোট বড় সবাই এক সাথে ইফতারি করি।তো আমি মসজিদে গিয়ে দেখি যে ইফতারি সাজানোর কাজে সবাই ব্যস্ত,একেক জন একেক আইটেম প্লেটে সাজাচ্ছিল।
আমাদের গ্রামের একটা বিসয় আমার কাছে খুবি ভালো লাগে যেটা হোচ্ছে, ধনি গরিব, ছোট, বড় সবাই মসজিদে এক সাথে ইফতারি করে।কোনো রোজাদার পুরুষ বাড়িতে ইফতারি করেন না।আর আমদের গ্রামের লোকজন একেক দিন একেক জন রোজাদার দের কে ইফতারির আয়োজন কোরে থাকে।তো সবাই এক সাথে বোসে ইফতারি করা টা আসলেই অনেক সয়াবের ব্যাপার।তারপরে আমরা সবাই ইফতারি সামনে নিয়ে বসি।এরপরে ইমাম সাহেব এসে মোনাজাত শুরু করেন।তারপরে দোয়া করা শেষ হোলে ইমাম সাহেব সবাইকে ইফতারি করার কথা বলেন এবং সবাই ইফতারি করা শুরু করে।ইফতারি করা শেষ হোলে সবাই মাগরিবের নামাজ আদায় কোরে বাড়িতে চোলে আশি।বাড়িতে আসার পরে সরবত ও কিছু ফল খেলাম। তারপরে বিশ্রাম নেয়ার জন্য একটু শুলাম। তখোন আমার স্ত্রী একটা গাছ পাকা বেল নিয়ে আসে আমার জন্য তখোন আমি সেটা খাই। নিজেদের গাছের পাকা বেল খাওয়ার মজাটাই টাই অন্য রকম ছিলো।
তারপরে তারাবির নামাজনপোরে এসে আমার ইনকিবিউটর মেশিন টা চেক করি যে কোনো বাচ্চা ফুটলো কিনা।এরপরে ফ্রেশ হোয়ে ঘুমাতে চোলে যাই।
প্রিয় বন্ধুরা আজকে ব্লগ টি এ পর্যন্ত ছিল।আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। দেখা হবে আবার নতুন কোন ব্লগে।সে পর্যন্ত সবাই ভাল থাকুন,সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
That's a beautiful day you have passed. Wish your good day. God bless you.
thank you very much.