Betterlife // The Diarygame 15-02-2025 // A very nice day

in Steem For Bangladesh4 days ago

Assalamu Alaikum Wa Rahmatullah

Hello Everyone. I am @alomgir121 from Bangladesh .

**Thumbnail image

IMG_20250215_103002.jpg

🔰The diary game 🔰

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি @alomgir121 আজ আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে এবং শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। প্রিয় বন্ধুরা আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমার মোবাইলটা হাতে নিয়ে,ডাটা কানেকশন অন করে ইস্টিমিট এর নোটিফিকেশন চেক করি।তারপরে বাহিরে গিয়ে আমার হাঁস, মুরগি, কবুতর ও কোয়েল পাখি গুলোকে খাবার খেতে দেই।তারপরে গরু ও ছাগলকে বাইরে বের করে বাধি।আজকে আর মুরগির ডিম গুলো উঠাতে পারিনি কারণ সময়সল্পতা ছিল এবং কখনো মুরগি ডিম পাড়ছিল সেজন্য আর ডিম গুলো নিতে পারেনি।তারপরে আমি দাত ব্রাশ কোরে গোসল শেরে কাপর পাল্টিয়ে সকালের নাস্তা করতে বসি।নাস্তা করার সময় আমার পোশা বিড়াল টা খাবারের জন্য আমার সামনে ঘুর ঘুর করছিলো।তখোন বিড়াল টাকে খাবার খেতে দেই।বিড়াল টা খাবার খেয়ে আরাম কোরে ছাদের এক পাশে বসে।

IMG_20250215_102950.jpg

এরপরে আমি নাস্তা শেষ কোরে দোকানের উদ্দেশ্যে রওনা হোই।আমি দোকানে গিে আব্বুকে ব্ড়িতে পাঠিে দেই।তারপর আমি বেচাকেনা শুরু করি।বেচাকেনার এক পর্যায়ে আমি একটু চা পান করার জন্য পাশের একটা চায়ের দোকানেক যাই।

IMG_20250215_113617.jpg

চা পান করা শেষে দোকানে ফিরে আসি,তারপরে কিছু মালের স্যাম্পল নিয়ে মার্কেটিং এর উদ্দেশ্যে বের হই। আমার দোকানে নতুন কিছু ইলেকট্রিক মাল তুলেছি, তাই শেষ গুলো প্রচার করার জন্য বের হওয়া। এরপরে আমাদের বাজারে বেশ কিছু ইলেকট্রিকের দোকান আছে সেগুলোতে স্যাম্পল দেখালাম। এবং আমার ভিজিটিং কার্ড দিয়ে আসলাম ও তাদের ভিজিটিং কার্ড সংগ্রহ করে নিয়ে আসলাম।

IMG_20250215_120809.jpg

যাদেরকে এই স্যাম্পল দেখিয়াছি সবাই মাল পছন্দ করেছেন এবং আশ্বস্ত করেছেন তারা পরের বাড় আমাদের থেকে মাল নিবে। তারপরে আমি দোকানে ফিরে আশি।এরপরে কিছু কাষ্টমারের কাছে মাল বিক্রি করি। এরপরে যোহবের আযান হোলে নামাজ আদায় কোরতে মোসজিদে যাই।

IMG_20250215_134825.jpg

নামাজ শেষে দুপুরের খাবারের জন্য বাড়িতে রওনা দেই।যাবার সময় একটা ইস্পর্সের দোকানে যাই। কারন আমার ভাগিনা ব্যাডমিন্টন ব্যাটের রগ ছিড়ে ফেলে সেটা বাধানোর জন্য।

IMG_20250215_142528.jpg

IMG_20250215_142522.jpg

সেখান থেকে বাড়িতে চোলে আসি।তারপরে আমার খামারের মুরগি গুলোর ডিম তুলি।কারন আজ সকালে তাড়াহুড়া কোরে চোলে আসি তাই ডিম তুলতে পারিনি।

IMG_20250215_094324.jpg

তারপরে আমার ইনকিউবেটর মেশিনটা খুলে চেক করি, যে কোনো বাচ্চা ফুটেছে কিন সেগুলো দেখার জন্য।দেখলাম যে কয়েকটা বাচ্চা ফুটেছে।দেখলাম এর ভিতর একটা বাচ্চা কিছুক্ষণ আগে মারা গিয়েছে।একটু কষ্ট লাগলো কারণ সবচেয়ে বড় যে বাচ্চাটা সেটাই মারা গেছে।

IMG_20250215_144352.jpg

তারপরে খাবার নিয়ে দ্রুতো দোকানে চোলে আশি এবং দুপুরের খাবার খাই। তারপরে একটু বিশ্রাম করি।এর ভিতোরে একটা পার্টি আসে তখোন তাকে মালের টাকা পরিশোধ করি।এভাবেই একসময় বিকেলে গরিয়ে সন্ধ্যা হয়ে যায়। তারপরে দোকানে হিসাব করে,দোকান বন্ধ করে চলে যাই বড়ির উদ্দেশ্যে।প্রিয় বন্ধুরা আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। আশা করি সবার কাছে ভালো লেগেছে। দেখা হবে আবার কোন নতুন ব্লগ নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।

Sort:  
 4 days ago 

He woke up early in the morning. The chickens were fed to the goats and cats. Bought some electrical items to sell in the shop. Nice to read a diary game written on a beautiful day.

thank you so much my dear friend.

 4 days ago 

Welcome.