Betterlife // The Diarygame 14-11-2024 // A very nice day
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই।আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।আমি @alomgir121 আজ আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন ধন্যবাদ।প্রিয় বন্ধুরা আমি প্রতিদিন এর মত আজকে সকাল সকাল ঘুম থেকে উঠি।তারপরে বাহিরে যাই।তারপরে আমার হাঁস-মুরগি এবং কোয়েল পাখি ও কবুতর গুলোকে খাবার ও পানি দেই।তারপরে দাঁত ব্রাশ করি,সে সময় দাঁত ব্রাশ করার সময় খেয়াল করে দেখলাম যে আমাদের বাগানের একটি গাছে কলা পেকে গেছে। তাই সেটাকে পড়ার জন্য বাগানে গেলাম।তারপর গাছটাকে মাছ বরাবর কেটে, কলাটাকে নামিয়ে সেখান থেকে কলার ফানা টাকে কাটি এবং বাসায় নিয়ে আসি।তারপরে দেখলাম যে সেই কলার ফানার ভিতরে একটা কলা গাছের মধ্যে থেকে পেকে গেছে। তাই তাড়াতাড়ি করে কেটে ফেলাটাই ভালো হোয়েছে। নাহোলে পাখি নস্টো কোরে ফেলত।
তো তারপরে আমি গাছ থেকে কলার ফানা নামানোর পরে আমি গাছটাকে গোরা থেকে কেটে ফেলি। কারণ এই গাছটা রেখে লাভ নেই কারণ কলা গাছ বছরে একবারি ফল দেয় এজন্য।তারপরে গোসল করে ফ্রেশ হয়ে ঘরে গিয়ে জামা কাপড় চেঞ্জ করি।তারপরে সকালের নাস্তা সেরে দোকান উদ্দেশ্যে বের হোয়ে পরি।তারপর দোকানে গিয়ে আল্লাহর নাম নিয়ে বেচাকেনা শুরু করে। আজকে তেমন একটা বেচাকেনা ছিল না। মোটামুটি ফ্রি ছিলাম সারাদিন, তাই বসে বসে এস্টিমেট এর কিছু পোস্ট দেখছিলাম এবং আপ ভোট দিচ্ছিলাম।
এরপর দেখতে দেখতে দুপুর হয়ে যায়। তখন আমি দুপুরের খাবারটা সেরে নেই। এরপরে দোকানে বসে একটু বিশ্রাম করি।এর মাঝে কয়েকজন কাস্টমার আসে তাদের কাসে বেশ কিছু মাল বিক্রি করি তাদের কাছে।এরপর বিকেল হয়ে আসলে তখন একটু বাইরে হাটাহাটি করে এবং এক কাপ চা বানিয়ে খাই আর বিকেলের ঠান্ডা আবহাওয়া টা উপভোগ করি।
দেখতে দেখতে যখন বিকেল গড়িয়ে সন্ধান হয়ে যায়। তখন আমি বেশ কিছু কাস্টমারের কাছ থেকে টাকা কালেকশন করি এবং দোকানে সারা দিনের বেচা কেনার হিসাব কিতাব শেষ করে দোকান বন্ধ করে বাসায় চলে আসি। তারপর বাসায় এসে আমার কোয়েল পাখি ফার্মে থেকে ডিম গুলো কালেক্ট করি এবং তাদেরকে খাবার দেই। এর পরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রাতের খাবার সেরে নেই।তারপরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি এরপরে ঘুমাতে চলে আসি। প্রিয় বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্ত ছিল। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।
It's great to see your home keeping different animals, it's great to see bananas when they ripen, it's great to see your daily activities, thank you so much for sharing this beautiful post with us.