Betterlife // The Diarygame 14-02-2025 // A very nice day
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি @alomgir121 আজ আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে এবং শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। প্রিয় বন্ধুরা আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে বাহিরে যাই। তারপরে আমার হাঁস, মুরগি, কবুতর ও কোয়েল পাখি গুলোকে খাবার খেতে দেই।তারপরে গরু ও ছাগলকে বাইরে বের করে বাধি।এরপরে হাসঁ, মুরগি ঘর থেকে ডিমগুলো কালেক্ট করি।
তারপরে দাতব্রাশ কোরে, গোসল কোরে তৈরি হয়ে নেই।এরপরে সকালের নাস্তা শেরে দোকানের উদ্দেশ্যে রওনা হোই।এরপরে দোকানে গিয়ে পৌছাই, এরপরে আজ এক কাস্টমারকে ব্যাটারি দিতে হবে, তাই ব্যাটারি গুলো কে বাহিরে বেড় কোরে কার্টুন থেকে বাহির কোরি।
তারপরে ব্যাটারি গুলোতে এসিড পানি ভরার প্রস্তুতি নেই। ব্যাটারিতে এসিড পানি ঢালার সময় অনেক সাবধানতা অবলম্ব করতে হয়।কারন এই পানি জদি গায়ে লাগে তাহোলে জালাপোরা করে ও কাপরে লাগলে কাপর পুরে যায়।তো সে জন্য আমি সাবধানতার সাথে ব্যাটারি গুলোতে পানি ঢালি।
এসিড ব্যাটারিতে ঢালার আগে ঠাণ্ডাই ছিলো, কিন্তু জখোনি ব্যাটারিতে ঢাললাম সাথে সাথে গরম হওয়া শুরু করলো।তো আমি ব্যাটারি গুলোকে ঠান্ডা করার জন্য বাহিরেই রেখে দিলাম।এর মাঝে এক জন কাষ্টমার আসে, তখোন উনার কাছে বেশ কিছু মাল বিক্রি করি।
তারপরে আমি দোকান বন্ধো করার প্রস্তুতি নিতে থাকি। কারন আজ শুক্রবার, তাই জুম্মার নামাজ আদায় করতে জেতে হবে।সেজন্য আমি ব্যাটারি গুলোকে বাহির থেকে দোকানে রেখে, সব মাল গুিয়ে দোকান বন্ধো কোরে দেই।
তারপরে বাইকে কোরে বাড়িতে এসে আমার ফার্মের কিছু কাজ ছিলো সেগুল সারি এবং মুরগির বাসা থেকে ডিম কালেকশন করি।
তারপরে তাড়াহুড়া কোরে গোসল সেরে ফেলি।এরপরে নামাজ আদায় কোরতে মোসজিদে চোলে যাই।নামাজ শেষে মিলাদ অনুষ্ঠিত হয়।এবং তাবারক হিসেবে সবাইকে জিলাপি দেয়।
তারপরে আমি বাড়িতে চোলে আশি ও দুপুরের খাবার খোতে বসি।খাবার খাওয়া শেষ হলে একটু বিশ্রাম করি। তারপর আসরের আজান হলে শোয়া থেকে উঠে বাহিরে গিয়ে ফ্রেশ হয়ে আমি দোকানে চলে আসি।তারপরে দোকানে গিয়ে দোকান খুলে ব্যাটারি গুলোকে ডেলিভারি দেই। তারপরে আমরা একটু চা পান করি, এরপরে একজন কাষ্টমার আসে বিল পরিশোধ কোরতে, তখোন তার থেকে বিল নিয়ে দোকান বন্ধো কোরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই।বাড়িতে আশার সময় কিছু নাস্তা কুনে নেই।তারপরে বাড়িতে এসে সবাই একসাথে নাস্তা করি।প্রিয়ো বন্ধুরা আজকের ব্লগ টি এই পর্যন্তই ছিলো। আশা করি সবার ভালো লেগেছে। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আল্লহ হাফেজ।
thank you very much sir.