Story at school #2: Escaping class after Tiffin's break and sleeping in the hostel.
আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভাল আছেন। আজ আমি প্রথমবারের মতো Teachers & Students কমিউনিটির Story at School কনটেস্টে অংশ নিচ্ছি। যেহেতু এটি আমার প্রথম অংশগ্রহণ, তাই আমি এখানে মজার একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি। সেটি হচ্ছে কিভাবে আমি ক্লাস ফাঁকি দিয়ে হোস্টেলে ঘুমাতাম। ধন্যবাদ, @miftahulrizky ভাইকে যিনি এত সুন্দর একটি কনটেস্টের আয়োজন করেছেন।
![school-8980534_1280.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQma9ejFfxdr9FgsTacUtwEah3kFhRFD2Pb8BDorpLx8mzM/school-8980534_1280.jpg)
আমি তখন ক্লাস নাইনে পড়তাম। নতুন একটি স্কুলে ভর্তি হয়েছি। আমি তাদের জন্য নতুন, তারা আমার জন্য নতুন। আমি স্কুলের ছাত্রাবাসে থাকতাম। তা ছিল স্কুলের পাশেই। আমাদের টিফিন ব্রেকের আগে পাঁচটি ক্লাস হত। টিফিনের পর হত তিনটি। টিফিন টাইমে আমরা ছাত্রাবাসে খাওয়া-দাওয়া করতাম। তারপর আবার এসে ক্লাস করতাম।
আমার গুরুত্বপূর্ণ সাবজেক্টের বেশিরভাগ ক্লাসই টিফিনের আগে হয়ে যেত। টিফিনের পর গুরুত্বপূর্ণ সাবজেক্ট বলতে কেবল ইংরেজি ক্লাসটি ছিল। সেটাও আবার টিফিনের ঠিক পরের পিরিয়ডে হতো। কয়েক মাস যাওয়ার পর আমি বেশিরভাগ সময় টিফিনের পর আর ক্লাসে আসতাম না। ছাত্রাবাসে ঘুমাতাম। কখনো ইংরেজি ক্লাসটি করতাম, কখনো করতাম না। কিভাবে যেন আমাদের ইংরেজি শিক্ষক বিষয়টি টের পেয়ে যায়। হয়ত আমার কোন হিংসুটে সহপাঠি তাকে বলে দেয়। একদিন আমি ঘুমিয়ে ছিলাম। কেউ একজন আমাকে ডাকলো। আমি চোখ মেলে দেখি আমাদের ইংরেজি শিক্ষক আমার সামনে দাঁড়িয়ে আছে। ক্লাস থেকে হোস্টেলে আসার জন্য এক মিনিটও সময় লাগেনা। তাই তিনি হুট করেই চলে এসেছিলেন। যাইহোক, সেদিন তিনি আমাকে কিছু বললেন না। আমি তড়িঘড়ি করে ক্লাসে ছুটে যাই।
এরপর কিছুদিন আমি টিফিনের পর শুধুমাত্র ইংরেজি ক্লাস করতাম। তারপর আবার হোস্টেলে এসে ঘুমাতাম। এর অবশ্য একটি কারণ আছে। আমি কারণটি আগামী কোন পর্বে উল্লেখ করব। যাইহোক, এরপর একদিন হুট করেই ইংরেজি ক্লাস বাদ দিয়ে আবার হোস্টেলে ঘুমালাম। এরকম দু-এক দিন পর ইংরেজি শিক্ষক আবার আমাকে হোস্টেলে ঘুমন্ত অবস্থায় পায়। সেদিন তিনি আমাকে বেত্রাঘাত করেন। অবশ্য তা ছিল বেশ আদুরে, ব্যথা দেওয়ার উদ্দেশ্যে নয়। শুধুমাত্র শাসন করার জন্য। সেদিন আমি দৌড়ে ক্লাসে চলে আসি। কিন্তু আগের মত আবার সেই একই ঘটনা। কিছুদিন ইংরেজি ক্লাস করে তারপর আবার হোস্টেলে এসে ঘুমাতাম। স্যারও আমাকে ঘুম থেকে ডেকে নিয়ে যেত। এভাবেই চলছিল।
এরপর আসে আমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা। পরীক্ষায় দেখা যায় আমি পাশ করেছি। সাধারণত আমাদের স্কুলে পাস করতে পারাটাই একটি বড় বিষয় ছিল। কারণ স্যারদের বিশ্বাস ছিল, যারা পরীক্ষা পাস করতে পারবে তারা বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। যার কারনে পরবর্তী সময় আমাদের সেই ইংরেজি শিক্ষক আমার প্রতি কিছুটা সদয় ছিলেন। এরপর তিনি নিজে না এসে আমার কোন সহপাঠীকে পাঠাতেন আমাকে ঘুম থেকে ডেকে নিয়ে যাওয়ার জন্য।
কিভাবে যেন বিষয়টি প্রকাশ হয়ে যায়। আমি টিফিনের পর ক্লাস না করে হোস্টেলে ঘুমাতাম। বেশ কয়েকজন শিক্ষক এ বিষয়টি খেয়াল করে। এ নিয়ে তারা ইন্টার্নাল আলোচনা করে। একদিন আমাদের শ্রেণী শিক্ষক আমাকে ডেকে নেয় এবং বলে, "তুই কিছুদিন এভাবেই প্রতিটি ক্লাস কর। অন্যথায় তোকে নিয়ে আমরা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব।" যাইহোক তার এই কথা শুনে আমি কিছুটা ভয় পেয়ে যাই এবং পুরো বছরই সবগুলো ক্লাস করি।
আমি @impersonal, @kibreay001, এবং @fabiha কে আমন্ত্রণ জানাই কনটেস্টে অংশ নেয়ার জন্য।
আপনার স্কুলের ঘটনা পড়তে খুব মজা লাগলো। আপনি কেন শুধু ইংরেজি পিরিয়ডে ক্লাসে থাকতেন সেই বিষয়টা বুঝতে পারলাম। বাকি ক্লাস গুলো কেন থাকতেন না জনার কৌতুহল রইলো।
সেগুলো এতটা জরুরী ছিলো না। কিন্তু ঘুম জরুরী ছিল। 😂
#steemexclusive
@ myteacher
no
no
Haha, you wasted your study time just to sleep, hopefully laziness will no longer accompany you when you are an adult. Work, work, work.
Haha. Not like that. It was a plan. I will explain it in next week's contest, which I mentioned here.