অস্ট্রেলিয়া আজকে ৬২ রানে জিতেছেsteemCreated with Sketch.

in STEEM FOR TRADITIONN2 years ago

আজকে অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের ক্রিকেট ম্যাচ ছিল। আজকের খেলায় দিতে পাকিস্তান প্রথমে ফিল্ডিং নিয়েছিল। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করে ৩৬৭ রান করেছিলো। জবাবে পাকিস্তান ব্যাটিং করে ৩০৫ রানে উঠে গিয়েছে। এডাম জাম্পা সার্টিফিকেট নিয়েছিল। ডেভিড ওয়ার্নার ১৬৩ রান করেছে ১২৪ বলে৷ তিনি ১৪ চার এবং ৯ ছক্কা মেরেছেন। প্রথম উইকেটে ডেভিড ওয়ার্নার এবং মিসেল মার্স মিলে ২৫৯ রান করেছিল। প্রথম উইকেটে মিসেল মার্র ১২১ রান ১০৯ বলে ১০ চা ৯ টি ছক্কা মেরে আউট হয়েছিলো। পাকিস্তান প্রথমের দিকে ভালোই খেলেছিল কিন্তু পরের দিকে আর খেলতে পারিনি। হয়তো থাকলে ম্যাচটি জিততে পারতো৷ টার্গেট অনেক বড় হয়ে গিয়েছিল তাই হয়তো হেরে গেছে। টার্গেট ৩০০ রানের মধ্যে থাকলে হয়তো পাকিস্তান আজকে ম্যাচটি জিততো। খেলায় হার-জিত থাকবে কেউ একজন জিতবেই।

1000002774.jpg

Sort:  

Follow me and like my content too... Let's grow together 🇮🇳🤞