You are viewing a single comment's thread from:

RE: The Diary Game || Attending Lecture and Traveling || 12/07/2025

in STEEM FOR BETTERLIFE16 days ago

আপনার পোস্টটি পড়ে মনে হলো যেন এক সুন্দর ও অর্থবহ দিনের সাথে আমিও হাঁটলাম। সকালে ক্লাসে যোগ দেওয়ার যে অভিজ্ঞতা আপনি শেয়ার করেছেন, সেটা আমার নিজের ছাত্রজীবনের কথা মনে করিয়ে দিল। শিক্ষককে মনোযোগ দিয়ে শোনা, গুরুত্বপূর্ণ তথ্য নোট করা—সবকিছুই এত সুন্দরভাবে তুলে ধরেছেন যে সত্যিই অনুপ্রাণিত হলাম।

আর এরপরের ভ্রমণের অংশটা ছিল একেবারে প্রশান্তিময়। ক্লাসের ব্যস্ততা শেষে একটু প্রকৃতির সান্নিধ্যে যাওয়ার যে অনুভূতি, সেটা আপনি একদম হৃদয় থেকে লিখেছেন। সেই রাস্তা, পরিবেশ, মানুষের চলাচল—সবকিছু যেন চোখের সামনে ভেসে উঠলো।

আপনার দিনটা শুধু কাজ আর ঘোরার মধ্যে সীমাবদ্ধ ছিল না, ছিল শেখা, উপলব্ধি আর নিজের মতো করে সময় কাটানোর একটা দারুণ অভিজ্ঞতা। এমন আন্তরিক ও সহজভাবে লেখা পোস্ট সবসময় মন ছুঁয়ে যায়।

ভবিষ্যতে এমন আরও দিনলিপি পড়ার অপেক্ষায় রইলাম। আপনার জন্য রইল অনেক শুভকামনা!

Sort:  

Thank you for sharing quality content on Steemit.
You have been supported by the Team 02:

Captura de pantalla 2025-06-30 202646.png

Curated by: @pelon53