ফটোগ্রাফি : রঙ্গন ফুলের ফটোগ্রাফি।

in Beauty of Creativity16 days ago

হ্যালো বন্ধুরা

কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মত আজও আপনাদের সামনে এসে হাজির হলাম। তবে আজকে সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আপনারা জানেন আমি ফটোগ্রাফি পছন্দ করি। সেজন্য আমি সবসময় ফটোগ্রাফিতে নতুন কিছু করার চেষ্টা করি। নতুন কিছু দেখলে ফটোগ্রাফী করতে ভীষণ ভালো লাগে। আজ আমি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছি। আশা করি আপনারা আমার ফটোগ্রাফি পছন্দ করবেন।

আমাদের সবারে খুব পরিচিত একটি ফুলের নাম হলো রঙ্গন ফুল। রহমান ফুল আমার নিজের কাছে এত বেশি ভালো লাগে যা আপনাদের বলে বোঝাতে পারবো না। বর্তমানে রঙ্গন ফুলের অসংখ্য জাত রয়েছে যেগুলো দেখতে অনেক বেশী সুন্দর। রঙ্গলকুল বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গেলে দেখি। দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। যার কারণে চেষ্টা করি কোথাও রঙ্গন ফুল দেখলে ফটোগ্রাফি করার জন্য। মঙ্গলপুর অনেক বড় আকারের হওয়ার কারণে দেখতে ভীষণ ভালো লাগে আমার কাছে। আমাদের বাংলাদেশের রঙ্গনপুরের জনপ্রিয়তা অনেক বেশি। গ্রামের অনেক বাড়িতেই এই ফুলগাছ রয়েছে যা বাড়ির সৌন্দর্য অনেকগুন বাড়িয়ে দেয়। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে।

20231208_115002.jpg

20231208_115005.jpg

20231208_115007.jpg

20231208_115011.jpg

20231208_115013.jpg

device : Redme note 9
লোকেশন


পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনবাংলাদেশ

IMG-20220603-WA0000.jpg


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 16 days ago 

Screenshot_2025-03-18-10-25-41-48_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-03-18-10-23-36-78_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg