গ্রামের অপূর্ব মাছ ধরার দৃশ্য
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে গতকালের মাছ ধরার কিছু অপূর্ব দৃশ্য তুলে ধরবো। এছাড়াও গ্রামের কিছু বাস্তব চালচিত্র তুলে ধরবো। আশা করি সবাই অনেক উপভোগ করবেন।
গতকাল আমি এবং আমার বাবা আমাদের বাড়ির সামনের ক্যানালে মাছ ধরতে গেছিলাম। আমার বাবার নিজে হাতে বোনা জালের দ্বারা মাছ ধরেছিলো। আমি সেই মাছ সংগ্রহ করছিলাম। যখন আমরা মাছ ধরতে ধরতে ক্যানেল বেশ দূরে একটা ব্রিজের কাছে পৌঁছেছিলাম। সেখানে প্রচুর ছোট ছোট ছেলেমেয়ে হাত দিয়ে মাছ ধরছিল। সেই অপরূপ দৃশ্য আমি ক্যামেরা বন্দি করেছিলাম।
আমরা মাছ ধরতে ধরতে তাল বাগানের কাছে পৌঁছেছিলাম। সেখানে যেয়ে এক খেপনে দুইটা বোয়াল মাছ ও একটা বিরাট বড় তেলাপিয়া মাছ পেয়েছিলাম। গতকাল ৪ টা বোয়াল মাছ, একটা তিলাপিয়া, প্রচুর পুটি মাছ, খোলসে মাছ এবং বেশ কিছু টাকি মাছ পেয়েছিলাম। সত্যি মাছ ধরা, সংগ্রহ করা এমনকি মাছ ধরা দেখাও বেশ উপভোগ্য।
একজন দুইটা মহিষ নিয়ে গ্রামের মেঠো পথ দিয়ে যাচ্ছিলো। আমি সেই দৃশ্য উপভোগ করার সাথে সাথে আমি সেই দৃশ্য ক্যামেরা বন্দি করেছিলাম। আমি সেলফি ফোটোগ্রাফিও নিয়েছিলাম।
আশা করি সবাই ফোটোগ্রাফি গুলি অনেক উপভোগ করবেন।
ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy
ক্যামেরা : রেডমি নোট ১০ প্রো ম্যাক্স
Regards @simaroy
your X promotion post link is missing . it is mandatory to get support
Sincerely many thanks friend
https://x.com/simaroy100/status/1888911367358353439