কৃষকদের আলু তোলার সুন্দর মুহূর্ত
হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছেন। এখন আলু তোলার সময় চলছে। এই সময় জ্যোতি আলু এবং চন্দ্রমুখী আলু তুলছে কৃষকরা মাঠ থেকে। আশা করি সেই মুহূর্তগুলি আপনারা উপভোগ করবেন।
এখন বাংলায় ফাল্গুন মাসের শেষের সপ্তাহ। এই সময় জ্যোতি আলু ও চন্দ্রমুখী আলু কৃষকরা মাঠ থেকে তুলে নেয়। তার কারণ এই আলুগুলি তিন মাসের ফলন পাওয়া যায়। এখন থেকে তিন মাস আগে এই আলু কৃষকরা মাঠে চাষ করেছিলো।এই আলুগুলি তোলা আগে পোখরাজ আলু খাচ্ছিলাম। পোখরাজ আলুগুলি দেড় মাসের ফলন এই গুলি খেতে অতটা সুস্বাদু হয় না। জ্যোতি আলু ও চন্দ্রমুখী খেতে অনেক বেশি সুস্বাদু। আজ আমি সকালে পালসিট স্টেশনে যাচ্ছিলাম। তখন দেখি কৃষকরা আলু তুলছিলো।তারা লাঙ্গল দিয়ে আলু তুলছিলো। আর দুইজন সেই আলু সংগ্রহ করে বস্তা বন্দি করেছিলো।আমি সেই মুহূর্ত ক্যামেরা বন্দি করেছিলাম। এখন আমি সেই মুহূর্ত গুলি শেয়ার করছি।
ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy
ক্যামেরা : রেডমি নোট ১০ প্রো ম্যাক্স
Regards @simaroy