গতকালের সারাদিনের কার্যপ্রনালি
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে গতকাল সারাদিন যেভাবে সময় কাটিয়াছিলাম আপনাদের সামনে আজ তুলে ধরছি। গতকাল আমি মেমারির বড় সবজি বাজার পরিদর্শন করেছিলাম। এখন বিস্তারিত বলছি।
গতকাল রাত ৩ টার সময় ওঠে আমাদের বাগানের তোলা সবজি গুলি নিয়ে আমার বাবা এবং আমি সাইকেল নিয়ে পালসিট স্টেশনে পৌঁছায়।তারপর স্টেশনে সাইকেল গ্যারাজে সাইকেল রেখে ট্রেনের জন্য অপেক্ষা করে ট্রেনে মেমারি পৌঁছায়। তারপর মেমারি থেকে মেমারি বিরাট বড় সবজি বাজারে পৌঁছায়। তারপর আমরা সবজি বিক্রি করে কিছু সবজি মেমারি বাজার থেকে কিনে আবার মেমারি স্টেশনে পৌঁছায়। তারপর ট্রেনে চেপে আমরা রসুলপুর স্টেশনে নেমে রসুলপুর মাছের বাজার পরিদর্শন করি। আমি ৫০০ গ্রাম চিংড়ি মাছ কিনেছিলাম।
রসুলপুর মাছের বাজার পরিদর্শন করার পর আমি রসুলপুর স্টেশন পৌঁছায়। তারপর ট্রেনে করে পালসিট স্টেশন পৌঁছায়। সাইকেল গেরাজ থেকে সাইকেল নিয়ে বাড়ি পৌঁছায়। তারপর বাড়িতে এসে সকালের খাবার খেয়েছিলাম। সকালের খাবার হিসাবে আলু ভর্তা, পুটি মাছ ভাজি, পুটি মাছ ঝোল খেয়েছিলাম। তারপর আমি কুল খেয়েছিলাম। তারপর বাবার কাজে কিছু সময় সহযোগিতা করেছিলাম।
আমি সোশ্যাল মিডিয়ায় কিছু সময় কাটানোর পর আমি দুপুরের রান্না করেছিলাম। আমি বেগুন পুড়িয়েছিলাম। এমনকি মাছ ভাজি এবং ভাতের সাথে মিষ্টি আলু সেদ্ধ করেছিলাম। তারপর বেগুন ভর্তা এবং মিষ্টি ভর্তা তৈরি করে সন্ধ্যার সময় দুপুরের খাবার খেয়েছিলাম। এভাবেই গতকাল সারাদিন কেটেগেছিলো। আশা করি সবাই অনেক উপভোগ করবেন।
ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy
ক্যামেরা : রেডমি নোট ১০ প্রো ম্যাক্স
Regards @simaroy
https://x.com/simaroy100/status/1885956797866950923