পর্তুলিকা ফুলের কিছু ফোটোগ্রাফি

in Beauty of Creativity2 days ago

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে পর্তুলিকা ফুলের ফোটোগ্রাফি শেয়ার করবো। ফুল সৌন্দর্য এর প্রতীক। যেকোনো ফুলের কিছু ইউনিক বৈশিষ্ট্য থাকে। আশা করি আজকের ফুলের ছবি সবাই উপভোগ করবেন।

IMG-20250923-WA0009.jpg

IMG-20250923-WA0009.jpg

সাধারণত পর্তুলিকা ফুল সারাবছরই ফুটে থাকে। এই ফুল গুলি সাধারণত দুই ধরণের হয়ে থাকে আমার জানা মতে। গোলাপি পর্তুলিকা ফুল এবং লাল পর্তুলিকা ফুল। বর্ষাকালে বেশি ফুটে থাকে। তবে আমরা এই ফুল টপে সারাবছরই রোপন করে থাকি। এই ফুলগুলি টাইম ফুল নামেও পরিচিত। কারণ সকালবেলা একটা বিশেষ সময়ে ফোটে যেকারণে এই ফুল টাইম ফুল নামে অধিক পরিচিত। এছাড়াও এই ফুলগুলি দেখতেও অপূর্ব লাগে। থোকায় থোকায় এই ফুল এক সঙ্গে অনেকগুলি ফোটে দেখতেও অসাধারণ লাগে। আশা করি সবাই এই ফুলগুলি চেনেন। বেশ কিছু সপ্তাহ আগে আমি একটা জেঠুর বাড়ির বাগান পরিদর্শন করি। তখন এই ফুলগুলি দেখে আমি আমার ফোন ক্যামেরা দিয়ে বেশ কিছু ছবি তুলেছিলাম আশা করি সবাই অনেক উপভোগ করবেন। আমিও বেশ উপভোগ করেছিলাম।

IMG-20250923-WA0000.jpg

IMG-20250923-WA0001.jpg

IMG-20250923-WA0002.jpg

IMG-20250923-WA0003.jpg

IMG-20250923-WA0005.jpg

IMG-20250923-WA0008.jpg

ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy

Regards @simaroy

Sort:  
 2 days ago 

The portulaca flowers are very beautiful to look at and you have captured their photos very beautifully. Each photography is very beautiful and this flower is also seen in our area. People plant it on the roofs of their houses. It is very interesting and sweet to see. Thank you for sharing the photos of these beautiful flowers.