খারাপ সঙ্গের মাধ্যমে ভালো মানুষও খারাপ হয়ে যায়।।

in Beauty of Creativity4 days ago

people-7393197_1280.webp

Source

ছোটবেলা থেকেই আমাদের একটা বিষয় শেখানো হয় যে, সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। তবে ছোটবেলা থেকেই এই ব্যাপারটা আমাদেরকে শিখানো হলেও আমরা কতটা মানতে পারি এটা ইম্পরট্যান্ট বিষয়। আসলে ছোটবেলা থেকে আমরা কাদের সাথে ঘুরবো ফিরবো মিশবো তার ওপরে অনেকটাই নির্ভর করে আমাদের ভবিষ্যৎ জীবনটা কেমন হবে। আমরা যদি ভালো সঙ্গে থাকি ভালো কিছু শিখি। তাহলে আমাদের জীবনে ভালো কিছুই ঘটবে। আর যদি আমাদের সঙ্গ খারাপ হয়ে যায়। আমরা বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে পড়বো। যা আমাদের জন্যও ভালো না সমাজের জন্যও ভালো না। আমাদের সঙ্গটা আসলে ভালো হওয়া জরুরি। মানুষ সঙ্গের কারণে ছোটবেলা থেকেই নেশাগ্রস্ত হয়ে যায়, অপরাধমূলক কাজকর্মে যেমন চুরি,ডাকাতি,ছিনতাই এসবে যুক্ত হয়ে পড়ে।আর ভালো সঙ্গের মাধ্যমে মানুষ ছোটবেলা থেকেই পড়াশোনায় আগ্রহ দেখায় বড়দের রেসপেক্ট করা ছোটদের স্নেহ করা ভালোবাসা এই সব কিছু শিখতে পারে। যার কারণে সঙ্গটা অনেক ইম্পরট্যান্ট হয়ে পড়ে। আসলে ছোটবেলায় যখন খেলাধুলোর বয়স থাকে। আমরা খারাপ সঙ্গে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। কারণ সবাই তো আর ভালো হয় না একই জায়গায় বসবাসকারী মানুষের মধ্যে। তাই এই ক্ষেত্রে আমাদের সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আমাদের এই ব্যাপারটা খেয়াল রাখা জরুরি। আসলে ছোটবেলায় আমরা বুঝতেও পারি না কোনটা খারাপ কোনটা ভালো। এই ক্ষেত্রে মা-বাবারই দায়িত্ব পড়ে এই ভালো মন্দের যাচাই বাছাই আমাদের জন্য করে দেওয়ার। এতোটুকুই শেয়ার করার ছিল।এই ছোটবেলার এই বিষয়টা আমাদের মাথায় রাখা উচিত এবং আমরা বড় হিসেবে ছোটদের ক্ষেত্রে এই বিষয়টা বোঝানো উচিত।

Sort:  

@rupaie22 If you don't mind, I will publish a link to this article on our WOX channel on Telegram, https://t.me/BeautyofCreativity.

Please join ChatSteemBot on Telegram through this link: https://t.me/SteemBot or scan the QR Code on the flyer below. Thanks.

BoCTGCh-flyer.png
Beauty of Creativity Telegram Channel | Chat SteemBot on Telegram