খুব সুন্দর একটি জবা ফুলের ফটোগ্রাফি | 10% beautycreativity

in Beauty of Creativity3 days ago

সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকের সম্পূর্ণ খুবই সুন্দর একটি বিষয় নিয়ে এসেছি। আজকে আমি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন যেকোনো নতুন কিছু দেখলে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। এজন্য আজকে ফটোগ্রাফি গুলো আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি আজকের ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।

আজ আমি আপনাদের মাঝে অনেক সুন্দর একটি জবা ফুলের কলের ফটোগ্রাফি শেয়ার করতে চলেছেন। আপনাদের মাঝে এর আগেও আমি অনেক ধরনের জবা ফুলে ফটোগ্রাফি শেয়ার করেছি। তবে এর আগে কখনোই আপনাদের মাঝে জবা ফুলের কলি শেয়ার করিনি । তাই আজকে ভাবলাম আপনাদের মাঝে জবা ফুলের কলি শেয়ার করা যাক। আমার কাছে ফুল অনেক বেশি ভালো লাগে। আমি ফুল অনেক বেশি পছন্দ করি। ফুল পছন্দ করো না এমন মানুষও খুব কম আছে । আমার মতে সবাই ফুল খুবই পছন্দ করে। আর এই ফুল এখন তো সবার উপরেই পছন্দের। আমি যখনই নার্সারিগুলোতে যাই কিছু কেনার জন্য । তখন যদি চোখের সামনে কোন ফুল গাছ দেখি তাহলে তো আমি ওই ফুল কাজটার দিকেই তাকিয়ে থাকি। আর চিন্তা করি যে এই নার্সারি গুলো থেকে একটানা একটা গাছ আমাকে বাড়িতে নিয়ে যেতে হবে। আর আমি খুব বেশি গাছ লাগাতে পছন্দ করি। গাছ লাগাতে আমার ভীষণ ভালো লাগে আমি আমার বাড়ির আঙিনায় কিছু ফুল গাছ ও ফল গাছ লাগিয়েছি তার মধ্যে আমার সবচাইতে বেশি ভালো লাগে গন্ধরাজ ফুল গাছটি। আর কিছুদিন আগে আমি কিছু সবজি চাষও করেছি ।আর তাও আপনাদের মাঝে শেয়ার করেছি। আর কিছুদিন আগে আমি আমার বাবার বাড়িতে সকাল বেলায় যখন হাঁটতে গিয়েছিলাম। তখন এই জবা ফুল গাছটি দেখতে পেলাম ।তবে তখনও জবা ফুলটি ফোটে নেই । আর এই জবা ফুলের কলিগুলো ভীষণ সুন্দর দেখাচ্ছিল। তাই কিছু ফটোগ্রাফি করেছি। আর তা আজকে শেয়ার করছি । আশা করব আপনাদের কাছে আজকে ফটোগ্রাফিটি ভালো লাগবে ।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

1000005463.jpg

1000005465.jpg

1000005466.jpg

1000005467.jpg

1000005464.jpg

লোকেশন

device : Redme note 9

IMG-20220603-WA0000.jpg

ধন্যবাদ সবাইকে

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

1000022802.jpg

1000022803.jpg