নাম না জানা একটি ফুলের ফটোগ্রাফি | 10% beautycreativity
সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকের সম্পূর্ণ খুবই সুন্দর একটি বিষয় নিয়ে এসেছি। আজকে আমি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন যেকোনো নতুন কিছু দেখলে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। এজন্য আজকে ফটোগ্রাফি গুলো আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি আজকের ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।
আজ আমি আপনাদের মাঝে অনেক সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে চলেছি। মাঝে মধ্যে আপনাদের মাঝে আমি অনেক সুন্দর সুন্দর ফুলে ফটোগ্রাফি শেয়ার করি । যা আপনাদের অনেক বেশি ভালো লাগে। আমার কাছেও ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। আর তা আপনাদের মাঝে শেয়ার করতে। ফটোগ্রাফিটা আজকে যা শেয়ার করব তা হচ্ছে নাম না জানা একটি ফুলের ফটোগ্রাফি। আসলে আমি এই ফুলটির নাম জানায় তাই আমি এই ফুলটির নাম রেখেছি নাম না জানা একটি ফুল। আর আমার কাছে এই ফুলটির ভীষণ ভালো লাগে ছিল। আমি কয়েকদিন আগে একটি নার্সারিতে গিয়েছিলাম কিছু গাছে চারা আনতে। আমি যখনই নার্সারি গুলোতে যাই আমি সব সময় চেষ্টা করি যেন আমার সাথে করে কিছু ফুল গাছ নিয়ে আসতে পারি। আর আমার কাছে চেনা পরিচিত ফুলগুলো থেকে বেশি ভালো লাগে নাম না জানা এবং আমার অপরিচিত ফুলগুলো। হালকা হলুদ ও লাল গোলাপি কালার হাওয়ায় আমার কাছে এই ফুলগুলো ভীষণ ভালো লাগে। আমার কাছে এই ফুলগুলো দেখতে কিছুটা মাইকের মত লাগে আর তাই আমি এই ফুলগুলো মাঝেমধ্যেই মাইক ফুল নামে ঢেকে থাকি। আরে ফটোগ্রাফি করতেও আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আর আশা করব আজকের এই ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।
https://x.com/Ride8771/status/1910671360684376407?t=u7L40QwoQcSkbzCtDfxXbg&s=19
@tipu curate
Upvoted 👌 (Mana: 5/7) Get profit votes with @tipU :)
You are so good at photography that one cannot take one's eyes off any photograph you take. Best wishes to you, always stay well.