খুব সুন্দর কিছু কাঁচা টমেটোর ফটোগ্রাফি | 10% beautycreativity

in Beauty of Creativity17 hours ago

সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকের সম্পূর্ণ খুবই সুন্দর একটি বিষয় নিয়ে এসেছি। আজকে আমি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন যেকোনো নতুন কিছু দেখলে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। এজন্য আজকে ফটোগ্রাফি গুলো আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি আজকের ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।

আজ আমি আপনাদের মাঝে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি শেয়ার করছি। আজকে শেয়ার করব কাঁচা টমেটোর ফটোগ্রাফি‌। টমেটো আমার খুবই পছন্দের একটি সবজি । এই টমেটো হল একটি শীতকালীন সবজি তবে এটি প্রায় সারা বছরই পাওয়া যায়। তবে সারা বছরের থেকে এই টমেটো সৃজনে টমেটোর দাম অনেকটাই কম থাকে। আর সৃজন ছাড়া টমেটোর দাম অনেক বেশি হয়ে থাকে। আমার কাছে তো টমেটো দিয়ে যেকোনো সবজি রান্না করলে ভীষণ ভালো লাগে। আর টমেটো দিয়ে অনেক কিছু মাখা খেতেও ভালো লাগে। আরে টমেটো দিয়ে শীতকালে যদি তরকারি রান্না করা হয় তাহলে তো আর কোন জবাবই হয় না। তোমার যদি এতদিন বিশেষ কোন কিছু ঝাল করে রান্না করা হয় তাহলে তা খেতে ভীষণ ভালো লাগে। আর টমেটো কাঁচা থাকতে দেখতে সবুজ লাগে এবং যখন টমেটোগুলো পেকে যায় তখন এই টমেটো গুলোর কালার হয় লাল কালারের। আর এই লাল কালারের টমেটোর মধ্যে অনেক টমেটো রসালো হয়ে থাকে। আর এই টমেটো সৃজনে আমাদের বাগানে আমরা কিছু টমেটো গাছ লাগিয়েছি ।তার মধ্যে কিছু টমেটো গাছের মধ্যে টমেটো ধরেছে তা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আর কিছুদিন আগে যখন আমি বাগানে গিয়েছিলাম গাছগুলোর মধ্যে পানি দিতে তখন আমি এই টমেটো গুলো দেখে তার কিছু ফটোগ্রাফি করি। আর ভাবলাম যে তা আপনাদের মাঝে শেয়ার করব তাই আজকের টমেটোর ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা ।আমি আশা করব যে আপনাদের কাছে আজকের এই টমেটোর ফটোগ্রাফি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

1000020542.jpg

1000020541.jpg

1000020544.jpg

1000020536.jpg

1000020538.jpg

1000020543.jpg

লোকেশন

device : Redme note 9

IMG-20220603-WA0000.jpg

ধন্যবাদ সবাইকে

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

Sort:  
 12 hours ago 

যত দিন যাচ্ছে আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগে। এভাবে ফটোগ্রাফি করলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে।

 11 hours ago 

1000020756.jpg

1000020757.jpg