অসাধারণ একটি বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি | 10% beautycreativity

in Beauty of Creativity12 days ago

সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকের সম্পূর্ণ খুবই সুন্দর একটি বিষয় নিয়ে এসেছি। আজকে আমি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন যেকোনো নতুন কিছু দেখলে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। এজন্য আজকে ফটোগ্রাফি গুলো আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি আজকের ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।
আজ আমি আপনাদের মাঝে অনেক সুন্দর একটি বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে চলেছি। বাগান বিলাস ফুল দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। বিশেষ করে বাগান বিলাস ফুলগুলো বেশ কয়েকটি কালারের দেখা যায়। তবে সচারচর গোলাপী কালারের বাগান বিলাস ফুল বেশি ভালো লাগে। তবে আজকে আমি আপনাদের মাঝে বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি করলাম। এই বাগান বিলাস ফুলগুলো বাড়ির চারপাশে এবং বাড়ির সামনে গেটের পাশে রোপন করলে দেখতে ভীষণ ভালো লাগে। আরব বাগান বিলাস ফুলগুলো কোন বাগানে লাগালেও তা দেখতে ভীষণ ভালো লাগে। তবে বাড়ির আশেপাশে লাগালে সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে যায়। আমি এই বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি করেছিলাম একটি বাড়ির গেটের সামনে থেকে। আসলে এই ফুল গাছটা আমার বাবার বাড়ির পাশে একেবারে সামনে দেখেছিলাম। একদিন বিকেলে হাঁটতে যাওয়ার সময় ফুল গাছটি দেখে অনেক ভালো লাগলো। আর তাই কিছু ফটোগ্রাফি করলাম আর তা আজকে আপনাদের মাঝে শেয়ার করছি ।আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

1000026061.jpg

1000026063.jpg

1000026062.jpg

1000026060.jpg

1000026061.jpg

লোকেশন

device : Redme note 9

IMG-20220603-WA0000.jpg

ধন্যবাদ সবাইকে

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png