Photography: গেট ফুলের ফটোগ্রাফি
হ্যালো বন্ধুরা"আসসালামু আলাইকুম" আশা করি সবাই ভাল আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও অনেক সুস্থ এবং ভাল আছি। আজ আমি সবার সাথে আমার তোলা গেট ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি খুব বেশি ভালোবাসি। আমার যখন মন খারাপ থাকে তখন আমি ফটোগ্রাফি করতে বের হই। আর যখন ভালো কিছু ফটোগ্রাফি করতে পারি তখন মন ভালো হয়ে যায়। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে ফটোগ্রাফি করি। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি করতে আমি খুব ভালোবাসি। আমি আশা করি আপনাদের সবার আমার গেট ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।
আজ আমি খুবই চমৎকার একটি ফুলের ফটোগ্রাফি করেছি। সত্যি বলতে এই ফুলের নাম আমার জানা নেই। কিন্তু আমাদের গ্রামের সবাই এ ফুলকে গেট ফুল নামে চেনে। এজন্য আমি সাদা ফুলটের নাম দিয়েছি গেট ফুল। যখন বিভিন্ন বাড়ির দরজায় ফুল গাছটি লাগায় তখন পুরো গেটে ফুল দেখা যায়। আমার কাছে ভীষণ ভালো লাগে যখন দেখি। কিছুদিন আগে একটি বাড়ি দরজার সামনে থেকে আমি এই ফুলের ফটোগ্রাফি করেছি। সাদা কালার হওয়ার কারণে দেখতে অসম্ভব সুন্দর দেখায়।
সাদা ফুল গুলোর মধ্যে খুব সুন্দর একটি সুঘ্রান রয়েছে। যারা এই ফুলের সাথে পরিচিত তারা অবশ্যই সংগ্রামের কথা জানেন। এছাড়াও পাঁচটি থাকার কারণে বেশি সুন্দর দেখায়। আমার মনে হয় আপনাদের সবার আজকের এই ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লাগবে। আমার নিজেরও অনেক ভালো লেগেছে।
আমি আশা করি আমার গেট ফুলের ফটোগ্রাফি টি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করে থাকি। দূর-দূরান্তে গিয়ে আমি ফটোগ্রাফি করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট শেষ করলাম।
Original photo by @narocky71
https://w3w.co/edgier.henna.washed
পোস্ট বিবরণ
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ক্যামেরা | স্মার্টফোন |
পোস্ট তৈরি | @𝑛𝑎𝑟𝑜𝑐𝑘𝑦71 |
লোকেশন | ফেনী, বাংলাদেশ |
বাহ ভাইয়া। যাইহোক কোন কিছু বলার নাই কারণ আপনি সিনিয়র মানুষ। আগে থেকেই আপনার পোস্টগুলোকে লক্ষ্য করি আপনি অনেক সুন্দর ভাবে পোস্টগুলোকে আমাদের সামনে উপস্থাপন করেন। আপনার দক্ষতার আলোকে সুন্দর উপস্থাপনা ও দৃষ্টিনন্দন গেট ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। ধন্যবাদ ভাইয়া।
প্রিয় ভাইজান আপনার মন্তব্য দেখে মুগ্ধ হলাম। লেগে থাকুন সামনের দিকে এগিয়ে যান। আশা করি ভালো কিছু হবে
Very nice flower photography. But photography makes you feel good when you're upset, it's really happy The photographs turned out very well and I think the fragrance of this flower is quite sweet
কমিউনিটিতে কিছু ভালোবাসার মানুষ রয়েছে তার মধ্যে আপনি একজন। অনেকক্ষণ ভালোবাসা মন্তব্যের জন্য
গেট ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে অনেক। অসাধারণ ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
মাঝে মাঝে চমৎকার মন্তব্য গুলো দেখলে অনেক উৎসাহিত হই। অনেক দোয়া ভালোবাসা রইলো তোমার জন্য। এগিয়ে যাও বহুদূর
You captured a beautiful flowering plant. Good work
মাঝে মাঝে সুন্দর উৎসাহ পেলে ভালো লাগে
গেট ফুল গুলির ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে । ফটোগ্রাফি গুলি অনেক নিখুঁতভাবে তোলা হয়েছে । এত সুন্দর ফটোগ্রাফি সম্পূর্ণ ফ্রিতে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ।
কলিজার ভাইটার মন্তব্য দেখে মুগ্ধ হলাম। অসাধারণ ধন্যবাদ।
গেট ফুলের খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাইয়া। আপনি যখন বলেছেন 'সত্যি বলতে এই ফুলের নাম আমার জানা নেই'। তখন আমার আগ্রহ জাগলো এই ফুলের নাম জানতে। গুগলে সার্চ দিয়ে এই ফুলের নাম জানতে পারলাম। যাকে ইংরেজিতে sweet autumn clematis এবং বাংলাতে তারাঝারা বলে।
ইংলিশ নাম এবং বৈজ্ঞানিক নাম আমি খুবই কম ব্যবহার করি। কিন্তু আমি যে নামে চিনি এবং আমাদের দেশে যে নামে পরিচিত তা ব্যবহার করার চেষ্টা করি।
ভাইয়া আপনি খুব সুন্দর একটা গেট ফুলের ফটোগ্রাফি করেছেন। ফুল গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।
ভালোবাসা তোমার জন্য এত সুন্দর উৎসাহ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ তোমাকে।