মরিচ ফুলের ফটোগ্রাফি || 10% beneficiary @beautycreativity
হ্যালো বন্ধুরা
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। প্রতিনিয়ত চেষ্টা করেই নতুন কি করা যায়। এখনকার মধ্যে আমার কাছে ফটোগ্রাফি করতে বেশি ভালো লাগে। এইজন্য ফটোগ্রাফি করতে বেশি পছন্দ করি। তেমনি আজকেও নতুন কিছু ফটোগ্রাফি নিয়ে আসলাম। এখন তো কোথাও বের হলেই ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। কারণ ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমার কাছে। আশা করি আমার আজকের এই ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করব মরিচ ফুলের ফটোগ্রাফি। তবে মরিচ ফুল গুলো আমার কাছে খুব ভালো লাগে। যদিও মরিচ ফুল গুলো আকারে অনেক ছোট। তবে দেখতে অসাধারণ লাগে মরিচ ফুল। আর প্রত্যেক বাড়িতে কমবেশি হাইব্রিড জাতের মরিচ গাছ দেখা যায়। এখন অনেকে ঘরের পাশে বা ছাদের উপরে মরিচ গাছ রোপন করে। আগে এক সময় দেখা যেত শীতকাল এবং গ্রীষ্মকালে মরিচ চাষ করা হতো। আর এখন দেখা যায় মরিচ সব সময় চাষ করা হয়। তবে হাইব্রিড জাতের মরিচ গাছগুলোর মধ্যে অনেক মরিচ ধরে। এবং মরিচ ফুল ও অনেক ফুটে গাছের মধ্যে। সত্যি বলতে ছোট হলেও মরিচ ফুলের সৌন্দর্য আছে। আমার হাজব্যান্ড আমাদের বাড়িতে কয়েকটি মরিচ গাছ রোপন করেছে। আর এই মরিচ গাছগুলোর যত্ন করে আমি। আজকে সকালবেলা আমি যখন মরিচ গাছগুলো দেখতে গেলাম। ছোট ছোট ফুল গুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগলো মরিচ ফুলগুলো। তখন আমি ঘর থেকে এসে মোবাইল নিয়ে এই মরিচ ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই মরিচ ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে আমার মরিচ ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের মোটামুটি অনেক ভালো লাগবে।
পোস্ট বিবরণ
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Samsung galaxy a7 |
ফটোগ্রাফার | @bdwomen |
লোকেশন | ফেনী |
https://x.com/bdwomen2/status/1902012782729728125?t=R_UIBvTHokCkkC0F_7886w&s=19
0.00 SBD,
2.52 STEEM,
2.52 SP
Upvoted! Thank you for supporting witness @jswit.
এটা সত্যিই অনেক সুন্দর একটি বিষয়। খুবই ছোট মরিচ ফুলের ফটোগ্রাফি করেছেন। যদিও ফটোগ্রাফি টা বেশ ভালো হয়েছে তবে এটা খুবই কষ্টসাধ্য বিষয়।