আমার তোলা কাঁচা কলার আলোকচিত্র 📸 🌹
বিসমিল্লাহি রহমানির রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু কাঁচা কলার সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।
কাঁচা কলার আলোকচিত্র |
---|
কাঁচা কলা আমাদের সকলের খুব পরিচিত । আমাদের দেশে সর্বত্র কাঁচা কলা পাওয়া যায়। আমাদের দেশের সব অঞ্চলে কাঁচকলা গাছ রয়েছে। কলা অনেক জাতের হয়ে থাকে। কলা সাধারন কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে হলুদ বর্ণ ধারণ করে। কলা ফল হিসেবে ব্যাপক জনপ্রিয় আমাদের সকলের নিকট। তবে কিছু জাতের কলা রান্না করে খাওয়া যায়। কলা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আজ আমি আপনাদের মাঝে কিছু কলা ফল ফটোগ্রাফি উপস্থাপন করেছি। গাছে থাকা অবস্থায় কলা দেখতে খুব সুন্দর লাগে। গাছে ঝুলন্ত অবস্থায় কলা দেখে খুব ভালো লাগলো আমার।
লোকেশন
Device :- realme C55
পোস্ট বিবরণ :-
শ্রেণী | আলোকচিত্র |
---|---|
ক্যামেরা | realme C55 |
পোস্ট তৈরি | @ah-agim |
লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

Upvoted! Thank you for supporting witness @jswit.
He took photographs of beautiful banana trees surrounded by natural beauty. I really enjoyed looking at the photographs.Thank you so much for sharing such wonderful photography with us.