আমার তোলা জাম্বুরা ফলের আলোকচিত্র 📸
আমার তোলা জাম্বুরা ফলের আলোকচিত্র 📸
বিসমিল্লাহি রহমানির রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু জাম্বুরা ফলের সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।
জাম্বুরা ফলের আলোকচিত্র |
---|
লোকেশন
Device :- realme C55
জাম্বুরা ফল আমাদের সকলের খুবই পরিচিত ফল। আমাদের দেশে সর্বত্র জাম্বুরা ফল পাওয়া যায়। আমাদের সকলের বাসা বাড়িতে কম বেশি জাম্বুরা ফল রয়েছে। জাম্বুরা ফল বেশ পুষ্টিকর। পুষ্টিগুণের বিবেচনায় অত্যন্ত মূল্যবান এই ফল। জাম্বুরায় প্রচুর পরিমাণ ভিটামিন সি, ভিটামিন বি-১, ভিটামিন বি-২, প্রোটিন, ফলিক অ্যাসিড, পটাশিয়াম, জিংক, রয়েছে। তাছাড়া জাম্বুরাতে পর্যাপ্ত পরিমাণে ফাইবার পাওয়া যায়। জাম্বুরা টক-মিষ্টি ফল। জাম্বুরা লেবু জাতীয় ফলের অন্তর্গত। জাম্বুরা ফল মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে। জাম্বুরা ঠান্ডা সর্দি-জ্বর জনিত সমস্যার জন্য খেলে ভালো ফলাফল পাওয়া যায়। জাম্বুরা ফল ডায়াবেটিস এর জন্য বেশ উপকারী। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। ভিটামিন সি বেশি থাকায় রক্তনালির সংকোচন-প্রসারণ ক্ষমতা বৃদ্ধি করে। জাম্বুরা ফল দেখতে খুবই সুন্দর।
পোস্ট বিবরণ :-
শ্রেণী | আলোকচিত্র |
---|---|
ক্যামেরা | realme C55 |
পোস্ট তৈরি | @ah-agim |
লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/MdAgim17/status/1878461686530588880?t=-JkTykwyT5SH_28V9NAAjw&s=19
জাম্বুরা ফলের চেয়ে শুধু মাত্র ফটোগ্রাফি পোস্ট করেছেন তাই নয় সম্পূর্ণ বিবরণটিও ভালো করে পোস্ট করে দিয়েছেন যাতে মানুষ জানতে পারেন যে জাম্বুরা ফলের মধ্যে আসলে কি কি ধরনের ভিটামিন বা অন্যান্য উপকারী জিনিসপত্র রয়েছে। এমন সুন্দর ছবির মাধ্যমে কোন ফুল বা ফলের উপকারিতা ব্যাখ্যা করে রাখলে পরবর্তী সময়ে মানুষের অনেক উপকার হয়।