Announcment

in Steem Bangladesh4 years ago (edited)

announcment.jpg


আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে কিছূ কথা বলার জন্য আজকের এ পোস্ট। আপনারা হয়ত লক্ষ্য করে থাকবেন কিছুদিন আগে আমাদেরকে স্টীমিট ব্লগ ভালোই সাপোর্ট দিচ্ছিল কিন্তু বর্তমানে কোন কারণে সাপোর্ট সেভাবে দিচ্ছে না। কিন্তু তারপরেও যারা টপ পোস্ট এ সিলেক্ট হয় তাদেরকে বোমিং সাপোর্ট দেয়া হয়। কিন্তু আপনারা যদি শুধু টপ পোস্ট এর জন্যই পোস্ট করেন তাহলে কমিউনিটিতে পোস্টের সংখ্যা বাড়বে না।

কমিউটিনিতে ফটোকনটেস্ট ৫-৭ টা চলে এগুলোতে পোস্ট করলেও তো সপ্তাহে অনেক পোস্ট হয়। এখন থেকে টপ পোস্ট সিলেকশন হতে হলে আপনাদেরকে যা করতে হবে সপ্তাহে অন্তত ৭-১০ টা পোস্ট থাকতে হবে এবং দৈনিক অন্তত ৫-১০ টি কমেন্ট করতে হবে।

ধন্যবাদ।


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 SP50 SP100 SP250 SP500 SP


Sort:  
 4 years ago 

হুম এটা ঠিক

 4 years ago 

Thanks for the much needed announcement.

We need to increase our activity & engage more with others. Specially, we shouldn’t just post one or two times in a week & become inactive for the rest of the week. We can at least support & encourage others by commenting. I hope this will help.

জী অবশ্যই আপনি ঠিক বলেছেন ...

 4 years ago 

যথাযথ দিক নির্দেশনা।ধন্যবাদ

 4 years ago 

Thanks for the announcement ......

 4 years ago 

দিকনির্দেশনা সবসময় কাম্য। সময় মাফিক প্রয়োজন আছে। দেখা যায় যে, কিছু কিছু কমিউনিটিতে, বেশি পোস্ট করলে, লেখকের মান নিচের দিকে নিয়ে আসতে আসতে, পরে শুধু ধরে রাখার মান দেয়। মাসখানেকর মধ্যে আবার লেখককে হারিয়ে ফেলে।

সুন্দর নির্দেশনা আনার জন্য, স্বাগতম।

 4 years ago 

ঠিক কথা.👍

 4 years ago 

Thanks for the info.
I'm active in this community. ✌✌

 4 years ago 

💞

Thanks for the info.
I'm active in this community. ✌✌