POLONIEX একাউন্ট খোলার নিয়ম ( Create Account on Poloniex)

in Steem Bangladesh3 years ago

Screenshot_20220123-215602_Chrome.jpg

প্রথমে Poloniex ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ সাইটে প্রবেশ করুন । উপরে থ্রি বার মেনু থেকে সাইন আপ অপশনে ক্লিক করুন , অথবা https://poloniex.com/signup/ এই লিংক থেকে সরাসরি সাইন আপ পেজে যান ।

Screenshot_20220123-140415_Chrome.jpg

সাইন আপ করার পদ্ধতি - সাইন আপ পেজে আসার পর আপনার ইমেইল এড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, রেফারেল কোড পূরণ করার পর, Click to verify অপশনে ক্লিক করে verify করার পর User Agreement এ টিক মার্ক দিয়ে সাইন আপ করতে হবে। আপনারা চাইলে স্ক্রিনশটে উল্লেখিত রেফারেল কোডটি ইউজ করতে পারেন।

Screenshot_20220123-140739_Chrome.jpg



ইমেইল ভেরিফিকেশন এবং লগইন প্রক্রিয়া -
কিছুক্ষণ পর আপনার ইমেইলটি ভেরিফাই করার জন্য একটি লিংক পাবেন আপনার ইমেইল ইনবক্সে। লিংক এ ক্লিক করলেই আপনার একাউন্ট একটিভ হয়ে যাবে।

Screenshot_20220123-140853_Chrome.jpg

এখন পুনরায় ইমেইল এড্রেস আর পাসওয়ার্ড দিয়ে লগইন করুন আপনার Poloniex একাউন্ট এ।



সিকিউরিটি এবং একাউন্ট ভেরিফিকেশন -
প্রথমবার লগইন করার পর আপনার সামনে দুটি অপশন আসবে। অপশন দুটি হলো- ১. two factor authentication এবং ২. একাউন্ট ভেরিফিকেশন

Screenshot_20220123-140940_Chrome.jpg

  • security-র জন্য two factor authentication
    এবং

  • আপনার একাউন্টের ট্রেডিং সংক্রান্ত কিছু লিমিট এবং এডভান্সড অপশন বাড়ানোর জন্য আপনাকে একাউন্ট ভেরফিকেশন প্রসেস সম্পন্ন করতে হবে।

  • একাউন্ট ভেরিফাই প্রসেসটি আগে সম্পন্ন করা ভালো।


একাউন্ট ভেরিফিকেশন প্রসেস - এজন্য 2Fa : two factor authentication এর নিচের অপশনটি সিলেক্ট করুন।

Screenshot_20220123-140940_Chrome.jpg



Get started এ ক্লিক করে পরবর্তী পেজে আসুন। এখন ফাঁকা ঘরগুলোতে নাম, ঠিকানা সহ সবগুলো ঘর পূরণ করে Submit করুন।

Screenshot_20220123-141352_Chrome.jpg



এরপর নতুন আরেকটি পেজ আসবে। আগে থেকেই আপনার ন্যাশনাল আইডি কার্ড রেডি রাখুন এবং আইডি কার্ড দিয়ে ভেরিফাই প্রক্রিয়া শুরু করার জন্য start এ ক্লিক করুন।

Screenshot_20220123-141537_Chrome.jpg




আপনার কাছে যে কার্ডটি উপলব্ধ আছে সেটি নির্বাচন করুন।

Screenshot_20220123-141553_Chrome.jpg



প্রথমে আপনার আইডি কার্ডের সামনের ভাগ এবং পরে পিছন ভাগের ছবি তুলে সাবমিট করুন।

Screenshot_20220123-141601_Chrome.jpg



শেষ ধাপ হলো Face Verification!

Screenshot_20220123-141825_Chrome.jpg

স্টার্ট এ ক্লিক করলেই আপনার সামনের ক্যামেরা অন হয়ে যাব, এরপর স্ক্রিনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী একটি সেলফি তুলে সাবমিট করলেই আপনার ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে ছবিগুলো পর্যাপ্ত আলোতে স্থিরভাবে তোলার চেষ্টা করবেন তাহলে ভেরিফিকেশন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে।

Screenshot_20220123-144149_Chrome.jpg

ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হলে আপনার প্রোফাইলে Level 2 Verified লেখাটি প্রদর্শিত হবে।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.
default.jpg


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @sohanurrahman

JOIN WITH US ON DISCORD SERVER:

 3 years ago 

এই account টা কিসের। কিছু বুঝতে পারলাম না।

 3 years ago (edited)

এটা poloniex একাউন্ট খোলার নিয়ম। ট্রেডিং করার জন্য। খুলে রাখুন কাজে আসবে।

আমি কিছুদিন ধরে পোলোনিক্স একাউন্ট নিয়ে পড়াশোনা করছি। আপনার এই ব্লগটি আমাকে একাউন্ট খুলতে হেল্প করবে নিঃসন্দেহে।