Steem Bangladesh Contest || Sports|| Badminton|| 8% to @steem-bangladesh and 2% @bd-charity || by @shakib735
ব্যাটমিন্টন
source
পৃথিবীর সর্বাধিক জনপ্রিয় খেলা গুলোর মধ্যে বাটমিন্টন অন্যতম। ব্যাটমিন্টন হলো ইনডোর গেম। শীত কালীন সময়ে বাংলাদেশর প্রায় সব জায়গায় ব্যাটমিন্টন খেলা হয়ে থাকে। ছেলে এবং মেয়ে উভয়ই এ খেলায় অংশগ্রহণ করতে সক্ষম। ব্যাটমিন্টন শরীর গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। ব্যাটমিন্টন একক ভাবে ও যুগ্নভাবেও খেলা যায়।
ইতিহাস
ব্যাটমিন্টন খেলার জম্ম হয়েছিলো ইংলেন্ডে। ব্যাটমিন্টন ব্যাপক ভাবে প্রচার হয় উনবিংশ শতাব্দীতে। ১৯৯২ সালে ব্যাটমিন্টন অলেম্পিকে অন্তর্ভুক্ত হয়। ১৯৩০ সালে আন্তর্জাতিক ব্যাটমিন্টন ফেডারেশন প্রতিষ্ঠা হয়। সারা বিশ্বে ব্যাটমিন্টন খেলা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
প্রয়োজনীয় সরঞ্জাম
♻সাটল
source
ব্যাটমিন্টন খেলায় গুরুত্বপূর্ণ সরঞ্জামের একটি হলো সাটল। সাটল সাধারণত যেকোনো বস্তু দিয়ে সাটল তৈরি করা যেতে পারে কিন্তু আকার আয়তন নির্দিষ্ট থাকতে হবে। ফিদারে নির্দিষ্ট ১৬ টি পালক যুক্ত হতে হবে। পালকগুলো সুতা অথবা এ জাতীয় কিছু দিয়ে বেধে দিতে হয়। যাতে খেলার সময় খুলে না যায়। সাটলের আকার, ডিজাইন, ওজন পরিবর্তনশীল নয়। কিন্তু জাতীয় ক্রীড়া সংস্থার অনুমোদন সাপেক্ষে পরিবর্তন করা যেতে পারে।
♻র্যাকেট
source
ব্যাটমিন্টন খেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সরঞ্জাম হলো র্যাকেট। আঘাত হানার জন্য র্যাকেটে ব্যাবহার করা হয় সমতল জায়গা। দড়ি জাতীয় বিশেষ তার দিয়ে পেঁচানো থাকবে উক্ত জায়গা। যা হোক তার কেন্দ্রের চারিদিকে কাছাকাছি করে পেঁচানো থাকবে। র্যাকেটের ফ্রেম হাতলসহ সর্বোচ্চ ৬৮০ মিলিমিটার হতে পারে। সামনের গভীরতা ২৩০ মি. মিটার পর্যন্ত হতে পারে।
♻নেট
source
সাধারণত দেখার সুবিধার্থে রঙীন দড়ি দিয়ে নেট তৈরি করা হয়। নেট তৈরি করার সময় বুনন ফাকগুলো সাধারণত ১৫ থেকে ২০ মিলিমিটার পর্যন্ত রাখা হয় এবং জালের গভীরতা হবে ৭৬০ মি.মি।নেটের উপরিভাগ ভূ-তল থেকে ১.৫২৪ মিটার পর্যন্ত উচ্চতায় থাকবে এবং পোস্টটি ১.৫৫ মিটার উচ্চতায় থাকবে।
♻কোর্ট
source
ব্যাডমিন্টন খেলার কোর্টটি আয়তাকার হয়ে থাকে। সিঙ্গেল এবং ডাবলস দুই ভাবেই ব্যাটমিন্টন খেলা হয়ে থাকে। সিঙ্গেল কোর্ট দৈর্ঘ্য ১৩.৪১ মিটার। ডাবলস কোর্ট-দৈর্ঘ্য ১৩.৪১ মিটার। কোর্টের দুই পাশে মধ্য বিন্দু বরাবর ব্যাডমিন্টন নেট টাঙ্গানোর জন্য দু’টি খুঁটি বসবে। মধ্য বিন্দু থেকে উভয় দিকে সমান্তরালে ১.৯৮ মিটার জায়গা চিহ্নিত করতে হয়। যাকে শর্ট সার্ভিস লাইন বলে।
খেলার নিয়ম
টচ করার মাধ্যমে খেলা শুরু হয়। যে পক্ষ টচে জয়ী হয় তার পছন্দ মতো সাইড নিতে পারে এবং আগে সার্ভিস করতে পারে।ব্যটমিন্টন সাধারনত ২১ পয়েন্ট পর্যন্ত খেলা হয়ে থাকে। যে দল আগে ২১ পয়েন্ট নিতে পারবে তাকে জয়ী বলে ঘোষনা করা হয়।আবার সার্ভিস ফল্টের জন্য সর্বোচ্চ ৩০ পয়েন্ট পর্যন্ত খেলা হয়।
ব্যাক্তিগত মতামত
আমার প্রিয় খেলা ব্যাটমিন্টন। যদিও ব্যাটমিন্টন ব্যয় বহুল খেলা কিন্তু ব্যাটমিন্টন খেলায় আহত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আবার ব্যাটমিন্টন খেলায় সময়ও যথারীতি কম লাগে। শীত কালে শরীরকে গরম রাখতে সাহায্য করে ব্যাটমিন্টন।