বন্ধুরা সবাই কেমন আছেন ?আজ আমি নিয়ে আসলাম আমার ডায়েরি । আমার এটি দ্বিতীয় পোস্ট। সারাদিনের ব্যস্ততার কারণে অনেক সময় সময়মত পোস্ট গুলো দেওয়া টা একটু কষ্টকর হয়ে যায় । যই হোক শুরু করি আমার আজকের ডাইরী।
ব্যস্ত সকাল
দিনটি খুব একটা ভালো নয়। কারণ সকালে ঘুম থেকে উঠে শুরু করে দেই steemit.com এ কাজ । কিন্তু দেখা যায় যে steemit.com এ কাজ করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হয়ে পড়ি। এসব সমস্যার মধ্যে সর্বপ্রথম রয়েছে সেটি সার্ভার । এ বিষয়টি খুব ভালোভাবে জানা যাচ্ছে না আসলে আমার কম্পিউটারে steemit.com খুবই ধীর গতিতে চলছে নাকি আসলে আমার কম্পিউটারের কারণে । যদিও বা আমার ইন্টারনেটের গতি স্বাভাবিক হয়েছে । যাই হোক একটি কাজ করতে ছিলাম অনেকক্ষণ ধরেই এই কাজের মধ্যে রয়েছে নতুন ব্যবহারকারীদের সাথে কথা বলা, পুরাতনদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলা এবং বিভিন্ন বিষয়ে এসব কাজ করতে গিয়ে দেখা যায় আমাদের বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়। এসব সমস্যার সমাধান করা বেশ কঠিন হয়ে পড়ে ।যাই হোক এসব সমস্যা সমাধান করার জন্য আমি আমার টিম মেম্বারদের সাথে কথা বলি।
বাজারের উদ্দেশ্যে
তপ্ত দুপুর
এগারোটা বেজে উঠল। হঠাৎ করে ডাক পড়ল এক বড় ভাইয়ের কারণ তার সাথে যেতে লাগবে একটু বাহিরে । বাহিরে যেতে গিয়ে দেখি অনেক ধরনের সমস্যা ।কারণ প্রচন্ড রোদ উঠেছে । তাই আমি আমার মোটর সাইকেলটি নিয়ে তার জন্য অপেক্ষা করতে থাকলাম। বড় ভাই আসলো এবং বেরিয়ে পড়লাম একটা নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে করে ফেললাম কিছু কাজ । কাজগুলো সেরে আসতে লাগল বেশ অনেক সময় । ইতিমধ্যে দুপুর হয়ে এসেছে তাই খুব দ্রুত বাসায় পৌছে গেলাম।
সেলন টাইম
—-----------------------
বাসায় এসে দেখলাম চেনা অতিরিক্ত গরম পড়ে গেছে। এই গরমে চুল নিয়ে থাকাটা খুবই কষ্টকর হয়ে গেছে । তাই চুলগুলো কেটে ফেলা খুব দরকারী হয়ে পড়েছে । তাই দৌড়ে গেলাম সেলুনের উদ্দেশ্যে । নিজে দেখি সেখানেও প্রচণ্ড ভিড়ের মধ্যে অপেক্ষা করতে লাগবে অনেকক্ষণ। কিচ্ছু করার নেই অপেক্ষা করলাম অনেকক্ষণ। তার পরে অবশেষে আসলো আমার সিরিয়াল। কেটে ফেললাম আমার চুল এবং দাড়ি। বর্তমানে আমাকে দেখে মনে হচ্ছে কম বয়সী কোন ছেলে। তাই মাঝে মধ্যে ছোট করে চুল দাড়ি কেটে ফেলা টা বেশ মজাদার নিজের চেহারাটা অনেকটাই পাল্টে যায় এবং নিজেকে অনেক ছোট বাচ্চার মত দেখায় । অনেক সময়ে যাইহোক চুল দাড়ি কেটে চলে আসলাম বাসার দিকে। বাসায় এসে প্রথমত গোসল করে নিলাম এবং দুপুরের খাবার খেলাম।
বন্ধুর সাথে চা পান
আবহাওয়া প্রচন্ড গরম । চারদিকে প্রচণ্ড করতাছি উত্তাপে বাহিরে যাওয়াটা খুব একটা ভালো নয় । তাই বিকালটা সময় বাসাতেই কাটিয়ে দিলাম । করে ফেললাম বিভিন্ন ধরনের কাজ একটু জিরিয়ে নিলাম এবং অবশেষে সন্ধ্যা নেমে এলো । সন্ধ্যায় রওনা দিলাম বাজারের উদ্দেশ্যে আমাদের একজন ব্যবহারকারী কিছু সমস্যার সম্মুখীন হয়েছে । তার সাথে দেখা করতে গেলাম এবং তাকে সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বললাম। সন্ধ্যায় তার সাথে কথা বলতে বলতেই অনেকটা সময় পার হয়ে গেল এবং সে সময় প্রায় অনেক রাত হয়ে এলো । সেখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এবং বাসায় রওনা দিয়ে বাসায় এসে সর্বপ্রথম একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলাম। যেহেতু এটি করনা ভাইরাসের সময় বাহির থেকে বাসায় আসার পর নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করাটা সবচেয়ে জরুরি। আপনারাও নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন । বিভিন্ন ধরনের জীবাণুনাশক ব্যবহার করবেন ,যেন যেকোনোভাবে করোনাভাইরাস আপনাদের শরীরে, আপনাদের পরিবার কে আক্রমণ করতে না পারে । যাই হোক বাসায় এসে পরিস্কার পরিচ্ছন্ন হয়ে রাতের খাবার সেরে নিলাম এবং তারপরে বললাম আমার ল্যাপটপ। ল্যাপটপ এর বিভিন্ন ধরনের কাজ করতে অনেক সময় লেগে গেছে এবং অবশেষে ঘুম।
আশা করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত #thediarygame এ পোস্ট করবেন। আর এই পোস্টগুলো অবশ্যই মানসম্মত করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।
You wrote a beautiful diary. As you said, shortening our hair and beard reduces our age. In fact, it is true that if you suddenly shorten your hair and beard, it will make a difference in your age. Feel yourself a little young.
Thank you for sharing such a beautiful diary.
#onepercent
#bangladesh
বন্ধুদের সাথে চা পান করার মজাই আলাদা এবং আমি প্রতিদিন সন্ধ্যার পরে বন্ধুদের সাথে চা খাবার জন্য বাইরে বের হয়।আমরা সকল বন্ধুরা এক জায়গায় গোল হয়ে বসে এবং তারপর আমাদের একটি পরিচিত চায়ের দোকান আছে সেখানে চায়ের অর্ডার দেই। আসলে সকলের সাথে চা পান করলে খুব ভালো লাগে। আপনি কি প্রতিদিন বন্ধুদের সাথে চা পান করেন?
#onepercent #bangladesh
You really did have a great day if you were busy. You did a very good job going there and got a good fresh. I know it is very hot. If the hair is big then it takes more heat.
Hello @ridoykhan22,
Very nice post. last fews days it was really Hot!.
Nice post bro..
You had passed a good day.
সেলুনে গিয়ে বসে থাকা খুব বিরক্তিকর লাগে আমার কাছে।তাই আমি আগের দিন সিরিয়াল দিয়ে আসি এবং প্রয়োজনে কিছু অগ্রিম ও দিয়ে আসি।
You wrote a beautiful diary. As you said, shortening our hair and beard reduces our age. In fact, it is true that if you suddenly shorten your hair and beard, it will make a difference in your age. Feel yourself a little young.
Thank you for sharing such a beautiful diary.
#onepercent
#bangladesh
haha thanks bro for your kind word
বন্ধুদের সাথে চা পান করার মজাই আলাদা এবং আমি প্রতিদিন সন্ধ্যার পরে বন্ধুদের সাথে চা খাবার জন্য বাইরে বের হয়।আমরা সকল বন্ধুরা এক জায়গায় গোল হয়ে বসে এবং তারপর আমাদের একটি পরিচিত চায়ের দোকান আছে সেখানে চায়ের অর্ডার দেই। আসলে সকলের সাথে চা পান করলে খুব ভালো লাগে। আপনি কি প্রতিদিন বন্ধুদের সাথে চা পান করেন?
#onepercent #bangladesh
yeah
You really did have a great day if you were busy. You did a very good job going there and got a good fresh. I know it is very hot. If the hair is big then it takes more heat.
#onepercent
#bangladesh
You have been upvoted by @tarpan A Country Representative from BANGLADESH we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.
Follow @steemitblog for the latest update on Steem Community and other writing challenges and contest such as The diary game
We Love Contests
One Percent For Everyone
Also join LUCKY 10S
Thank you