Steem bangladesh contest || Book review || রূপ-রূপালী বই review

in Steem Bangladesh3 years ago

রূপ-রূপালী

IMG_20210523_122319.jpg

লেখক পরিচিতি

মুহম্মদ জাফর ইকবাল জন্মগ্রহণ করেন ২৩ ডিসেম্বর ১৯৫২ সালে। তিনি একজন বাংলাদেশী কথাসাহিত্য ও বিজ্ঞান কল্পকাহিনী লেখক, কলাম লেখক, পদার্থবিদ, শিক্ষাবিদ ও আন্দোলনকর্মী।
Source

আজ কথা বলবো জাফর ইকবাল স্যারের লেখা একটি বই রূপ-রূপালী। বইটির ছোট সংক্ষিপ্ত ভাবে কিছু মূল টপিক তুলে ধরার চেষ্টা করলাম।

তবে শুরু করা যাক,

গল্পের প্রধান চরিত্র ছিলো রূপ-রূপালী। তার ভাই বোনদের মধ্যে সে একটু কালো আর পড়ালেখায় তেমন ভালো না হওয়ায় তাকে তেমন আদর করে নি বলেই চলে সবসময় বকা আর শাসনের উপরে রাখতেন। আর তার তার দুই ভাই বোন। বড় বোন তিয়াশা আর মিঠুন তারা দুজন খুবই ভালো পড়ালেখা তে। তিয়াশা একি স্কুলে পড়ার পর ও কখন নিজের বোন কে পরিচয় দেইনি কারো রূপ-রূপালী। পরিবারের আরেক সদস্য সুলতানা তাদের বাড়ির কাজের মেয়ে কিছুর থেকে কিছু হলেই রূপ-রূপালীর মা তার উপর অত্যাচার করতো। কিন্তু সুলতানা ছিলো ওই বাড়ির মধ্যে ভালো বন্ধু রূপ-রূপালীর। সুলতানা আর রূপা একি বয়সের ছিলো।

Screenshot_2021-05-23-12-22-57-633_com.google.android.apps.docs.jpg

বন্ধুত্ব -

আর স্কুলের তার কিছু বন্ধু ছিলো সোহেল,রাজু,মিম্মি,সঞ্জয়। সোহেল ছিলো একটু হাসি খুশি টাইপের মানুষ। কিন্তু হঠাৎ সোহেলের বাবা মা আলাদা হয়ে যাওয়ার কারনে মন মরা হয়ে পড়ে। মাঝে কিছু দিন স্কুলে পর্যন্ত আসে না। হঠাৎ ৪ দিন পর সোহেল স্কুলে আসে সেদিন সবাই জানতে পারে তার মা তার ছোট ভাইকে নিয়ে চলে যায়। পরিবারের এই ভাঙন সে কোন ভাবে মেনে নিতে পারে নি সে জরিয়ে যায় নেশার জগতে আর তার খুঁজ নিতে গিয়ে রূপা,রাজু,মিম্মি,সঞ্জয় জানতে পারে। তাকে কিভাবে বের করা যায় সেটা নিয়ে তারা ভাবতে থাকে সে কিভাবে এই নেশার জিনিস পায় সেটা খুজতে থাকে এক পর্যায় ২ টি লোকের সন্ধান পায়।

তারা বুদ্ধি খাটিয়ে তারা ফোনের ব্যবহার করে ওই লোক দুটির কথা শুনতে পায় জানতে পারে তাদের অনেক বড় মাপের ড্রাগ সাপ্লাই দিতে হবে। তারা রীতিমতে ভুলে ওই ড্রাগ গুলো নিয়ে আসে এবং নষ্ট করে দেয়। আর তার পরের দিন তারা স্কুলে যাওয়ার পর জানতে পারে যে সোহেল নিখুঁজ তাকে খুঁজতে তার বাবা আসে। কিন্তু রাজু, রূপা কেউ কিছু বলতে পারে না। তারা স্কুল শেষ করে চলে যায় সোহলের বাসায় আর সেখানে গিয়ে সোহেলের বাবাকে তারা সব জানায়
আর তার বাবা জানায় যে তার কাছে কম্পিউটারে টাইপ করা একটা চিঠি যেখানে লিখা ছিলো,
যেখানে লেখা ছিলো,

যে জিনিস গুলো তারা নিয়েছে সেগুলো জেনো ফিরে দেয়। তা না হলে সোহেলের কাটা মাথা পাঠিয়ে দিবে।

এই চিঠি টা দেখে মিম্মি বলে ওই লোক গুলোই ধরে নিয়ে গেছে সোহেল কে। কি করা যায় এটা ভেবে তারা বের হচ্ছিলো।

অন্য দিকে তাদের স্কুলে বিজ্ঞান মেলার প্রস্তুতি তারা সেখানে স্মোক বোম বানতে চায়। স্মোক বোম হলো শুধু ধোয়া থাকবে পুরো ঘর ধোয়া দিয়ে ভরে যাবে। তারা তৈরি করে অনেক গুলো স্মোক বোম।

তাদেরকে হঠাৎ ধরে নিয়ে যায় কিছু লোক একটা রুমে বন্দী করে রাখে তাদের। কিভাবে কি করবে সেটা তারা বোঝতে পারে না। তাদের কাছে থাকা স্মোকবোম কাজে লাগিয়ে তারা সেখান থেকে বের হয়ে আসে। এবং সে এলাকার মানুষের কাছ থেকে তারা ফোন নিয়ে ফোন দেয় সোহলের বাবা মা কে। সেই ড্রাগ ডিলার দের ধরিয়ে দেয় পুলিশের কাছে।

অন্যদিকে সুলতানা ছিলো তাদের বাসায় কাজের লোক যার উপর অনেক অত্যাচার করা হতো একদিন রূপ-রূপালীর কারনে সে গার্মেন্টসে চাকরি পায় পরে তার জীবন বদলে যায়। সে নিজের মতো করে জীবন চলতে থাকে।

আমার মতামত -

আমি খুব সংক্ষিপ্ত ভাবে এই গল্প টা শেষ করলাম এই গল্প সম্পর্কে জানতে হলে পুরো বইটা পড়তে হবে। সাধারণত প্রেম ভালোবাসার উপন্যাস বা গল্প যদি আপনার ভালো না লাগে তবে এই গল্পের বই টা পড়তে পারেন। গল্পটি ঠিক কয়েকটা অংশ দেখতে পাবেন। গল্পের বই টা কিশোরগল্প। গল্পটা পড়লে আপনার ছোট বেলার কিছু গল্প হইতো মনে পড়তে পারে। গল্পটাতে ছোটদের সাহসিকতার পরিচয় দেয়। অসাধারণ বিজ্ঞানের ব্যবহার উদারতার পরিচয়। সবকিছু মিলিয়ে এই বইটা। আমি গল্পের বইটা প্রথম পড়ি ক্লাশ ৬ এ থাকতে খুব মনোযোগ দিয়ে শেষ করছিলাম এটা আমার জীবনের পড়া প্রথম গল্পের বই। আমি অনেক বার এটা শেষ করছি আমি একবার ও বিরক্ত বোধ করি নাই পড়তে। এই পোষ্টে ব্যবহার করা প্রতিটা ছবি পিডিইফ থেকে স্কিনশট নেওয়া।

বইয়ের লিংক - রূপ-রূপালী

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন

আসসালামু আলাইকুম

Sort:  

ভালো লিখছেন

ধন্যবাদ

 3 years ago 

বেশ ভালো একটি রিভিউ দিয়েছেন বইটি সম্পর্কে

ধন্যবাদ

 3 years ago 

পোস্টটি অসাধারণ হয়েছে৷

ধন্যবাদ😇😇

মুহম্মদ জাফর ইকবাল স্যার এর বই আমার ভালো লাগে। তবে খুব বেশি বই পড়া হয় নি।
আপনার রিভিও টা সুন্দর ছিলো।

thank you😇😇😇🔥

Excellent article.
I appreciate if you follow me too.