শীতের শেষ এখন মৌসুমী ফলের আগমন ঘটছে তার মধ্যে সুস্বাদু হলো আম।

in Steem Bangladeshlast year (edited)

1000024277.jpg



শীতকাল শেষ এখন বিভিন্ন মৌসুমের ফল আসবে। তার মধ্যে থাকবে আম কাঁঠাল লিচু বড়ই আরো অনেক কিছু ফলে সমহার থাকবে। সবকিছু ফলের মধ্যে আম আমার সবচেয়ে প্রিয় এই ফল খাইতে খুব ভালো লাগে। এই আম কার প্রিয় সবাই একটু কমেন্ট করে জানাবেন। এখন রমজান সময় রমজান মাসে অনেকেই ফলমূল দিয়ে ইফতারি করবেন। প্রিয় রমজান মাসের ইফতারের মধ্যে থাকবে আম কাঁঠাল লিচু। এখন আম গাছে মুকুল হয়েছে আরো কিছুদিন আমাদের ধৈর্য ধরতে হবে এই সুস্বাদু ফল খাওয়ার জন্য ইতিমধ্যে বাজারে বড়ই যেটা অনেকেই পছন্দ করেন অনেকেই আচার দিয়ে রাখেন।