You are viewing a single comment's thread from:

RE: Is the Qur'an written by humans? Episode ( 2 )

in Steem Nations7 months ago

প্রিয় ভাই,,
প্যারাডক্সিকাল সাজিদ বইয়ের দুইটি খন্ডই বমি ইতিপূর্বে বেশ কয়েকবার পড়েছি। বইটি যতোবারই পড়ি ততবারই নতুন করে তার প্রতিটি লাইনের মায়ায় নিজেকে জড়িয়ে ফেলি। আপনিও হয়তো অনুরূপ মায়ায় আবদ্ধ হয়ে গেছেন।

তবে, আপনি আপনার পোস্টে বইটিতে উল্লেখ থাকা কথাগুলো একেবারে হুবহু তুলে ধরেছেন। যেটি স্টিমিটে অনেক বড় একটি অপরাধ। এতে আপনার একাউন্টের অনেক বড় আর অপূরনীয় ক্ষতি হয়ে যেতে পারে।

তাই, কোনো বইকে হুবহু তুলে না ধরে সেটি রিভিউ করার চেষ্টা করুন। মানে আপনি বইটি থেকে একটি গুরুত্বপূর্ণলাইন নিয়ে তারপর বইয়ের আঙ্গিকে এবং নিজের মতামতের মাধ্যমে বইয়ের কথাগুলোকে ভিন্নভাবে উপস্থাপন করতে পারেন। এতে আপনার প্লাগিয়ারিজম হবে নাহ।

আর, বই, নাটক, সিনেমা রিভিউ করাটা বেশ ঝুকির কাজ বলে আমি মনে করি। কারন এগুলোতে প্লাগিয়ারিজম হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে।যার ফলে একাউন্টে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে।

আশা করি আপনি আমার কথাগুলো আমলে নিবেন। যাইহোক প্যারাডক্সিকাল বইটি আমাদের মাঝে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ।