||ঐতিহ্য নিয়ে পোস্ট করার টপিক||steemCreated with Sketch.

in Steem For Traditionlast year (edited)

Hello friends

আসালামুআলাইকুম,
আশা করি সবাই অনেক ভাল আছেন



Polish_20230910_152931801~2.jpg

স্টিম ফর ট্রাডিশন একটি ভিন্নধর্মী কমিউনিটি।অন্যান্য কমিউনিটির সাথে এই কমিউনিটির মিল নেই। গ্রামবাংলায় এখনো অনেক ঐতিহ্যবাহী জিনিস রয়েছে। মেম্বারদের সুবিধার জন্য ঐতিহ্য রিলেটেড কিছু টপিক নিচে দিয়ে দেওয়া হলো। সকল মেম্বাররা নিচের টপিকগুলো নিয়ে ঐতিহ্যমূলক পোস্ট করতে পারবেন। এর বাহিরে ও আরো অনেক ঐতিহ্য রয়েছে যেগুলো আপনাকে আপনার এলাকায় খুঁজে বের করতে হবে। বাংলাদেশের সব এলাকায় পুরাতন অনেক স্থাপনা এখনো রয়েছে এগুলো সব ঐতিহ্যের মধ্যে পড়ে।একই জিনিসের নাম বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম হয়ে থাকে।




মাটির তৈরি

মাটির ব্যাংক, হাড়ি, পাতিল, বাচ্চাদের খেলনা, ফুলদানি, ফুলের টব, জল কান্দা, ঢাকনা, মুড়ি ভাজার পাত্র, বাটি, চাড়ি, জালা, দুধের ভাড়,কলস, ইত্যাদি।


বাঁশের তৈরি :

ডালি, চালোনী, ডোল, কুলা, বাঁশের মাচা, মাথাল, ঝুড়ি, ঝাড়ু, ইত্যাদি


কাসার তৈরি :

হাড়ি, চামচ,পাতিল, গ্লাস, প্লেট, ইত্যাদি।


ঐতিহ্যবাহী খেলা:

নৌকা বাইচ, হাডুডু, কানামাছি, গোল্লাছুট, মার্বেল, বউছি, লাঠি খেলা, পাতা খেলা, দড়ি টান, বস্তা দৌড়, এক পায়ে দৌড়, হাড়িভাঙ্গা, ফুল টোকা, সুই সুতা দৌড়, মোরগ লড়াই,ঘোড়াদৌড় ইত‍্যাদি


পিঠা:

ভাপা পিঠা, দুধ পুলি পিঠা, পুলি পিঠা,চিতই পিঠা,দুধের পিঠা, নকশী পিঠা,তেল পিঠা, পাটিসাপটা, ডিম পিঠা, এছাড়া আপনার এলাকার যে কোন পিঠাই ঐতিহ্য।


খাবার :

চ্যাপা শুটকি ভর্তা, সিদল, বেগুন খাষি, আলু ঘাটি, নাটোরের কাঁচাগোল্লা, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই, বগুড়ার দই,হাজী বিরিয়ানী, মুড়িঘন্ট,নারিকেলের নাড়ু, মুড়ির মোয়া,চিড়ার মোয়া, তিলের মোয়া, গজা,বাদাম টানা, কটকটি,চাপড়ী, ঝুরিভাজা, সন্দেশ, হাওয়াই মিঠাই, তিলের খাজা,খাজা, কদমা,খোরমা, শন পাপড়ি, পায়েস, ক্ষীর, সব এলাকায় বিভিন্ন রকম ঐতিহ্যবাহী খাবার রয়েছে।


অন‍্যান‍্য

বাঁশের সাঁকো,কাঁচা রাস্তা, পুরাতন মন্দির, মসজিদ, স্কুল, পুরাতন যেকোনো স্থাপনা, জমিদার বাড়ি, নবাব বাড়ি, রেডিও, টেপ রেকর্ডার, সাদাকালো টিভি, তাল পাখা, কাপড়ের তৈরি পাখা, বাঁশের তৈরি পাখা, নকশি কাঁথা, নারিকেলের পাতার ঝাড়ু, জমিতে পানি দেওয়ার ডোঙ্গা, হামানদিস্তা, ঢেঁকি, পাটের তৈরি ব্যাগ, ছিকা, পালকি, গরুর গাড়ি, লাঙ্গল,মই, গোয়ালঘর,মুরগির ঘর, কবুতরের ঘর,ঘোড়ার গাড়ি, গরুর গাড়ির কাঠের চাকা, হুক্কা, কোদাল, কুড়াল, ইঁদুর ধরার ফাঁদ, ইঁদুর ধরার কেচিকল, দা, বটি, নিড়ানি, ডাল ঘুটনি, খুন্তি, পিড়ি বেলুন,দোলনা, কাজলদানি, সুরমাদানী, পুরাতন টর্চ লাইট, ছনের ঘর, মাটির ঘর,ধানের খড়ের ঘর, ধান রাখার গোলা, উগার, অনেক পুরাতন ঘর, মাটির চুলা, গরুর শুকনো গোবর, পুরাতন যেকোনো শোপিস, ওয়ালমেট, গরুর মুখে বাধার মুখোশ, হারিকেন, কুপি, হ্যাজাক বাতি, ঢোল,একতারা, দোতারা,বাঁশের বাশি, বাঁশের তৈরি বাইগ, বাঁশের বেড়া, পুরাতন কাঠের দরজা, বাঁশের দুয়ার বা দরজা, টিনের তৈরি প্লেট, খরম জুতা, বেতের তৈরি ডালি, বেতের তৈরি কাঠা,কুয়ো, নারিকেলের পাতার ঝাড়ু, ধানের খড়ের ঝাড়ু, সরিষার তেল বের করার ঘানি, পুরাতন সুটকেস, যাতি, বায়োস্কোপ, নাগরদোলা, গ্রামীণ মেলা, পানের বাটা, শিল পাটা, পিতলের জগ, শিপ জাল, ঝাকি জাল, টানাজাল, দার্কি, দিয়ার, কোছ, পলো, মাছ ধরার নৌকা, বৈঠা, নৌকার পাল, ইত‍্যাদি



ধন্যবাদ সবাইকে

Sort:  
 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটি লিস্ট তৈরি করে দেওয়ার জন্য। এটি দেখে অনেক ধরনের ঐতিহ্য মূলক পোস্ট করা যাবে।অনেকেই খুজে পায় না এগুলো দেখে পোস্ট করতে সহজ হবে।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

ঐতিহ্য বলতে অনেক কিছু এ বুঝি। কিন্তু আজকে আপনার পোস্টের মাধ্যমে আরে সুন্দর ভাবে বুঝতে পারলাম ভাই। আসলে কোন জিনিসটা ঐতিহ্য আর কোন জিনিসটা না।
ধন্যবাদ ভাই এত সুন্দর একটি বিষয় জানানোর জন্য।

 last year 

ধন্যবাদ

আপনি ঐতিহ্য নিয়ে অনেক কিছু টপিক দিয়েছেন। চেষ্টা করব এগুলো নিয়ে পোস্ট করার জন্য। ধন্যবাদ

 last year 

ধন্যবাদ

 last year (edited)

আমাদের চারপাশে যা কিছু আছে এবং আমরা যা কিছু ব্যবহার করে থাকি সবকিছুই আমাদের ওই ঐতিহ্যের মধ্যে পড়ে যায়। ঐতিহ্য বিষয়ে কিছু কনফিউশন ছিল আপনার পোস্ট পড়ে অনেক কিছু জানতে পারলাম আর অনেক সহজে ই সবকিছু বুঝতে পারলাম। অনেক সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই, লিষ্ট আঁকারে ঐতিহ্য তুলে ধরার জন্য, আপনার পোস্ট এর মাধ্যমে সহজেই সবাই ঐতিহ্য খুজে পাবে। আপনার পোস্ট এর মাধ্যমে ঐতিহ্য সম্পর্কে সবাই ক্লিয়ার হবে। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

অসাধারণ একটা বিষয় নিয়ে আজকের এই পোস্টটি শেয়ার করেছেন। আপনার এই পোষ্টের মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারবো আসলেই কোন বিষয়গুলো ঐতিহ্যের মধ্যে পড়ে এবং কোন বিষয়গুলো পড়ে না। আশা করি এবার থেকে আমাদের ঐতিহ্যমূলক পোস্ট গুলো বাছাই করতে আর কোন সমস্যা হবে না। এখানে অসংখ্য টপিক তুলে ধরা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে ঐতিহ্য মূলক টপিক গুলো আমাদের মাঝে উল্লেখ করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপনাকে

 last year 

বাহ ভাইয়া!! আপনি বেশ গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করেছেন। আসলে আমাদের কমিউনিটি তে যারা নতুন মেম্বার আসেন টপিক খুঁজতে তাদের সমস্যা হয়।তাছাড়া আমরা মাঝেমধ্যে টপিক খুঁজে পাই না। আরেকটি বিষয় হলো আমরা অনেক সময় সাধারণ বিষয়কেও ঐতিহ্য বলে ফেলি। এই পোষ্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোনটি ঐতিহ্য আর কোনটি ঐতিহ্য নয়। আপনার এই পোস্টটি পেয়ে অনেক উপকৃত হলাম। আশা করি আমার মত সবাই উপকৃত হবেন। ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপু

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এরকম সুন্দর একটি বিষয় আমাদের সকলের মাঝে তুলে ধরার জন্য। কারণ আমরা হয়তো মাঝে মাঝে এই বিষয়গুলো খুঁজে পাই না এবং আপনি এটি শেয়ার করার কারণে আমরা সহজেই এখন বিষয়গুলো বুঝতে পারব। এবং এখানে যারা নতুন মেম্বার রয়েছে তারাও সহজে বুঝতে পারবে আসলে ঐতিহ্য বলতে কী বোঝায় এবং ঐতিহ্য রিলেটিভ পোস্ট কোনগুলো। আমার পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো এরকম সুন্দর একটি টপিক আমাদের মাঝে শেয়ার করার জন্য