ঈদের দিনে কাটানো আনন্দ মুহূর্তের সময় যা কখনো ভোলার মতো না 🥰🥰🥰
সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহতালার অশেষ রহমতে আমিও ভালো আছি। সবার প্রিয় কমিউনিটির পক্ষ থেকে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কমিউনিটি কর্তৃক আয়োজিত প্রতিযোগিতার বিষয় হলো ঈদের দিনে কাটানো আনন্দ মুহূর্তের সময়। আজকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলুন দেরি না করে আজকের বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক:------
ঈদ মানে খুশি আর এই খুশি সবার মাঝে ছড়িয়ে যাক। এই ঈদের দিনে আমরা বিভিন্ন ধরনের আনন্দ মজা করে থাকি। তবে আমাদের থেকে বাচ্চারাই বেশি আনন্দ করে থাকে। বাচ্চারা ঈদের সময় মসজিদের কাছে গিয়ে ভিড় করে সেখান থেকে নামাজ পড়া যাবতীয় জিনিসপত্র নিয়ে ঈদগাহ মাঠে যায়। তারা এগুলো আনন্দে করে থাকে যা তাদের খুব ভালো লাগে। তারপর বাচ্চারা নামাজ শেষে আবার নামাজের উপকরণ সামগ্রী গুলো আরো সুন্দরভাবে মসজিদে নিয়ে যায়। আমরা ছোটবেলায় এইরকম করে থাকতাম সকালবেলা গিয়ে মাঠ পরিষ্কার করতাম ঝাড়ু দিতাম। আমরা এগুলো করতাম শুধু একটাই কারণ আমাদের ইমাম সাহেব মাদ্রাসায় আমাদের পরান তাই আমাদের আগে থেকে উপদেশ দিয়ে রাখেন যে ঈদের একদিন আগে মাঠ পরিষ্কার করতে হবে। ইমাম সাহেব বলতো মাঠের ঝার গাছগুলো কাগজের টুকরো সবগুলো পরিষ্কার না করলে পিটুনি আছে। নামাজ শেষে বাড়িতে খাওয়া দাওয়া করে ছোট বাচ্চারা বাড়ি থেকে কিছু সালামি নিয়ে বেরিয়ে পড়ে।
ছোট বাচ্চারা খাওয়া দাওয়ার পর বিভিন্ন ধরনের পানীয় গ্রহণ করে থাকে যেটা আমরা ছোটবেলায় করে থাকতাম। তাদেরে আনন্দের সময় গুলো আমরা এখন বড় হয়ে মিস করি।ঈদের দিনে ছোট ছোট মেয়ে মানুষেরা এলাকায় ঘুরাঘুরি করে। আর কিছু মেয়েরা ক্যানেলে ঘুরতে যায়। মেয়ে মানুষেরা অল্প ঘুরাঘুরিতে আনন্দ উপভোগ করে।
|
---|
ঈদ প্রতিটি মুসলিমের জীবনে একটি আনন্দময় দিন।আপনার পোস্টটি পড়ে মনে হচ্ছে ঈদের দিন অনেক আনন্দে কাটিয়েছেন।আপনার ফটোগ্রাফি গুলো ও দারুণ হয়েছে। ধন্যবাদ ভাইয়া
ধন্যবাদ আপু
This is a manual curation from the @tipU Curation Project. Your post was promoted on Twitter by the account josluds
@tipu curate
Upvoted 👌 (Mana: 5/7) Get profit votes with @tipU :)
ঈদ মানে আনন্দ। আমরা ইদের মাধ্যমে আমাদের জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত উপভোগ করি। আমরা সকলেই কুরবানি করার মধ্য দিয়ে সকল প্রকার হিংসা বিদ্ধেস ভুলে যাই। আশা করি আপনার দিনটি অনেক সুন্দর কেটেছে।
জী ভাই
বাহ! আপনার ঈদের দিন অনেক সুন্দর কাটিয়েছেন সেটা আপনার পোস্ট দেখলে বোঝা যাচ্ছে। সারা দিন কি করেছেন সেটাও বিস্তারিত আলোচনা করেছেন। ধন্যবাদ
ধন্যবাদ ভাই
দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আপনি, ঈদের দিন খুব আনন্দের মাধ্যমে কাটিয়েছেন দেখে বোঝা যাচ্ছে আপনার ফটোগ্রাফি গুলোতে। খুব সুন্দর লিখেছেন ভাই ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।
ধন্যবাদ ভাই
ইদ মোবারক। আপনার শেয়ার করা ছবি গুলো দেখেই যেকেউ বুঝতে পারবে আপনি দিনটি খুবই আনন্দের সাথে উৎযাপন করেছেন। এতগুলো ছবির পাশাপাশি আপনার শেয়ার করা ভিডিওটিও দেখেছি আমি। আপনার বন্ধু ছাগলের ডাক ডাকতে পারে। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু
https://twitter.com/ParvejAkter1/status/1674478232870191105?t=Arpo2LicC7VYY2rzEjZIUQ&s=19
প্রথমে জানাই ঈদ মোবারক ভাই, বৃষ্টি থাকার কারণে আমরা ঈদের দিন ঘরের বাহিরে যেতে পারি নাই। মসজিদে নামাজ পড়তে হয়েছিল। ভিজে ভিজে গরু কাটছি। ছবি তোলার মত অবস্থা ছিল না। আপনি সুন্দর মুহূর্ত পার করছেন। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য
ধন্যবাদ ভাই
প্রথমেই আপনাকে ঈদের শুভেচ্ছা জানায় ঈদ মোবারক। আপনি ঈদের দিনের সুন্দর কিছু কিছু মুহুর্ত আমাদের মাঝে উপস্থাপন করেছেন।আসলে আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো।আপনি দারুণ ফটোগ্রাফি করছেন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই