কনটেস্ট -গ্রামীণ হাটবাজারের দৃশ্য এবং সংক্ষিপ্ত বিবরণ

in Steem For Traditionlast year

আজ মঙ্গলবার
৮ আগষ্ট ২০২৩

প্রিয় স্টিমবাসি সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। স্টিম ফর ট্রেডিশনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে গ্রামীণ হাট বাজারের দৃশ্য দেখাবো এবং সংক্ষিপ্ত আলোচনা করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেরি কেনো চলেন শুরু করা যাক।

Picsart_23-08-07_22-23-48-080.jpg
কভার ফটো
গ্রামীণ হাটবাজারের দৃশ্য

আমার বাসা টাঙ্গাইল, তবে আমি পাঁচ বছর যাবৎ সৈয়দপুরে আছি, সৈয়দপুরের মনোরম পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। এখানকার হাট বাজার দেখলে মন জুড়িয়ে যায়। তাইতো আমি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার সবথেকে বড় গ্রামীণহাট, ঢেলাপীর হাট সম্পর্কে আপনাদেরকে বলতে যাচ্ছি।


IMG_20230804_161244_135.jpg

প্রথমেই জেনে নেই হাটবাজার কাকে বলে।


গ্রামীণ হাটবাজার কাকে বলেঃ

গ্রামীণ হাটবাজার বলতে একটা নির্দিষ্ট স্থানে মানুষ তাদের চাহিদা মতো পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করে তাকে হাট বাজার বলে। হাট বলতে সপ্তাহের নির্দিষ্ট একটি বার থাকে। যে বারে মানুষ সেই নিদিষ্ট স্থানে বেচাকেনা করে। অন্য অন্য দিনে সেই স্থান ফাঁকা থাকে।

IMG_20230804_161616_804.jpg

আর বাজার বলতে, যেখানে প্রতিদিনই দৈনন্দিন চাহিদা পূরণের জন্য বেচাকেনা করা হয়। এসব বাজারে হাটের তুলনায় ক্রেতা অনেক কম থাকে। হাটে অনেক ক্রেতা থাকার কারণ হাটে অনেক কিছু পাইকারি দামে পাওয়া যায়। যেটা বাজারে তুলনায় অনেক কম। তাই সাপ্তাহিক হাটের দিনে ক্রেতা বিক্রেতার অসংখ্য ভিড় জমে।

IMG_20230804_164547_404.jpg
IMG_20230804_164027_551.jpg

গ্রামীণ হাটবাজারের গুরুত্বঃ

গ্রামীণ হাটবাজারের গুরুত্ব অপরিসীম। গ্রামের মানুষের প্রয়োজনীয় পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য নির্ভরযোগ্য স্থান হলো হাট বাজার। হাট বাজার না থাকলে গ্রামের মানুষের দুর্ভাগ্যের শেষ থাকতো না।

IMG_20230804_165244_361.jpg

যেকোনো ধরনের চাহিদা পূরণের জন্য একমাত্র মাধ্যম হলো হাট-বাজার। এই হাটবাজারে খাট পালঙ্ক শাকসবজি, মাটির তৈরি জিনিস, পান সুপারি, মাংস থেকে শুধু করে ফলমূল, মাছ ইত্যাদি পণ্য সামগ্রী পাওয়া যায়। তাই মানুষের দৈনন্দিন জীবনে হাট বাজারের গুরুত্ব অপরিসীম ভূমিকা পালন করে।


হাটবাজারের স্থান সমূহঃ

হাট বাজার সাধারণত গ্রাম অঞ্চলের কেন্দ্রীয় স্থানে অবস্থিত হয়। পণ্য নেওয়া আনা যাতায়াতের সুবিধার্থে কেন্দ্রীয় স্থান নির্বাচন করা হয়। কেন্দ্রীয় স্থান হওয়ার কারণে চারপাশের মানুষের জন্য সুবিধার জায়গা হয়ে ওঠে হাটবাজার।

IMG_20230804_165434_759.jpg

হাট বাজার কেন্দ্রীয় স্থানে হওয়ার কারণে সকল ধরনের ব্যবসায়ীদের যাতায়াতের সুবিধা হয়। ভ্রাম্যমাণ ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে সকল ধরনের ব্যবসায়ীরা এতে লাভবান হয়।


হাটবাজারে কিছু স্থিরচিত্রঃ

এখন আমি নীলফামারী জেলায় সৈয়দপুরউপজেলার ঢেলাপীর হাটের কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরবো। যে হাটের দৃশ্য দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। একদম মনোরম পরিবেশে এই হাট বাজারটি গঠিত ।

IMG_20230804_165254_867.jpg
IMG_20230804_165839_821.jpg
IMG_20230804_164833_401.jpg
IMG_20230804_164821_398.jpg
IMG_20230804_163658_790.jpg
IMG_20230804_163523_742.jpg
IMG_20230804_161627_014.jpg
IMG_20230804_163522_214.jpg
IMG_20230804_161627_014.jpg
IMG_20230804_161415_796.jpg
IMG_20230804_161527_635.jpg
IMG_20230804_161046_496.jpg
IMG_20230804_161402_116.jpg
IMG_20230804_165203_832.jpg
IMG_20230804_161200_045.jpg
IMG_20230804_160450_265.jpg

মাঝেমধ্যে হাটবাজারে যাওয়া হয় আমার, হাট বাজারের দৃশ্য দেখে আমার খুবই ভালো লাগে। টাটকা সবকিছু পাওয়া যায়। ঢেলাপীর হাট সপ্তাহে দুই দিন বসে। শুক্রবার এবং মঙ্গলবার। অসংখ্য লোক এই হাটে আসে। অনেক দূরদূরান্ত থেকেও লোক আসে এই হাটে। কৃষকের উৎপাদিত অনেক তরতাজা সবজি পাওয়া যায় এই হাটে।

IMG_20230804_161236_757.jpg

যারা দূরদূরান্ত থেকে হাটে আসে। কেনাকাটা শেষ করে বসে যায় গরম গরম জিলাপি খেতে। এই হাটের জিলাপি অনেক সুস্বাদু। আমি মাঝেমধ্যে গেলে এই হাটের জিলাপি কিনে খাই। এবং বাসার জন্য নিয়ে আসি।

IMG_20230804_161257_058.jpg

হাটবাজার থেকে বাড়ি ফেরাঃ

সকাল থেকে এই হাট বাজার জমে ওঠে। দুপুর বেলা পুরা জমজমাট থাকে। চারটার মধ্যে হাট বাজার শেষ হয়ে যায়। তখন সবাই হাট বাজার থেকে কেনাকাটা করে বাড়ি ফিরে। তার পরিবারদের জন্য বাজার করে, দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে যখন হাট বাজার থেকে ন্যায্য মূল্যে কেনাকাটা করতে পারে। তখন মুখে থাকে স্বস্তির নিঃশ্বাস।

IMG_20230804_165958_832.jpg

আগে কখনো আমি হাটবাজারে যায়নি। গ্রামে থাকাকালীন সময়ে আমার বাবা হাট বাজার থেকে বাজার করতো। কিন্তুু সৈয়দপুর আমাকে হাটে যেতে হয় মাঝে মধ্যে। আপনারা যদি কখনো হাট বাজারে গিয়ে বাজার করে থাকেন। সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। হাট বাজার নিয়ে আমার এই সামান্য লেখাটা কেমন লাগলো সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই। আবারো লিখবো অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে।

এই প্রতিয়োগিতায় আমি আমার ৩ জন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি @sanaula, @iyanpol12, @zpzn

সবাইকে অসংখ্য ধন্যবাদ
মোবাইল সংক্রান্ত তথ্যঃ
মোবাইলTECNO CAMON 16 PRO
ধরণগ্রামীন হাট বাজার
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল
ফটোগ্রাফার@aslamarfin
অবস্থানসৈয়দপুর, নীলফামারী।
আল্লাহ হাফেজ
Sort:  
 last year 

হাট বাজারের এই উপস্থাপনাটা আমার কাছে পরিপূর্ণ মনে হল।আমি পোস্ট করলেও এভাবে কারণ লিখে লিখে করতাম। কোনটা কি কারনে হয়েছে বা বৈশিষ্ট্য গুলো তুলে ধরতাম। এই হাটটি সম্পর্কে আপনি খুব সুন্দর ভাবে সবগুলো বিষয়ে তুলে ধরেছেন। আপনার মত আমারও হাটবাজারে কখনো বাজার করতে যাওয়া হয়নি। কারণ বাসায় আমার আব্বু বাজার করেন। আর যে মেসে থাকতাম সেখানে কোন বাজার করতে হয় না। প্রতিযোগিতার জন্য শুভকামনা রইল।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

ঢেলাপীর হাটে আমি বেশ কয়েকবার গিয়েছি ভাই।আমি এখন পর্যন্ত যত হাট দেখেছি তার মধ্যে এই ঢেলাপীরহাট হচ্ছে সব থেকে বড়। এরকম হাট থেকে কেনাকাটা করতে অনেক ভালো লাগে।আপনার ফটোগ্রাফি গুলো ভাই আমাকে মুগ্ধ করেছে। লিখেছেনও অনেক ভালো। শুভকামনা রইল

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

দাদু আপনি তো অনেক সুন্দর ভাবে গুছিয়ে হাটবাজারের সঙ্গা দিয়েছেন। হাটের গুড়ের জিলাপি অনেক মজার একটি খাবার ভাই। হাটের তরতাজা সবজি আমাদের জন্য বেশি জরুরি। আপনার পোস্ট পড়ে ভালো লাগল।

 last year 

অসংখ্য ধন্যবাদ নাতি সুন্দর মন্তব্য করার জন্য চলে আইসো জিলাপি খাওয়াবো।

 last year 

😃😃 জিলাপি খাইনা দাদু।

 last year 

ঢেলাপীর বাজারে আমি প্রায় যাই, অনেক সুন্দর এবং মনোরম পরিবেশের একটি বাজার, গ্রামীণ পরিবেশের অনেক বড় একটি হাট, ঢেলাপীর বাজারে প্রায় সব ধরনেরই জিনিস পাওয়া যায়, ঢেলাপীর বাজার নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছেন, ফটোগ্রাফি গুলো মারাত্মক ছিলো, পোস্টি পরে খুবই ভালো লাগলো, শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

ঢেলাপীর বাজারটি সম্পর্কে অনেক সুন্দর একটি উপস্থাপনা আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। আপনি অসংখ্য ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার বর্ণনা এবং ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে বাজারটি বেশ বড়। ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

ঢেলাপীড় নামটা অনেকবার শুনেছিলাম কিন্তু কখনো সেখানে যাওয়া হয়নি। আমি মূলত কমই হাট বাজারে যাই। সত্যি আপনার ফটোগ্রাফি ছিল অনেক সুন্দর হয়েছে। সম্পূর্ণ পোস্ট অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

সৈয়দপুরের মনোরম পরিবেশ সত্যি মানুষকে পাগল করে ফেলে, আর ঢেলাপীর হাট সত্যি অনেক বড় হাট, আমি কয়েকবার ঢেলাপীর হাট গিয়েছিলাম, অনেক সুন্দর পরিবেশের একটি বাজার, ঢেলাপীর বাজার সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন, শুভকামনা রইলো আপনার জন্য।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

খুবই সুন্দর একটি উপস্থাপনা। আপনার কভার ফটোটি দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক যত্নের সাথে এই পোস্টটি তৈরি করেছেন পাশাপাশি আপনার প্রতিটি ছবি ছিল চমৎকার। আপনার জন্য অনেক বেশি শুভ কামনা রইল।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

খুব সুন্দর লেখছেন ভাই। ঢেলাপীর বাজারের অনেক নাম শুনছি কিন্তু কখনো যাওয়া হয়নি।ঢেলাপীর বাজার নাকি অনেক বড়।আসলে গ্রামীন হাটবাজার হলো সৌন্দর্য।প্রতিটা অঞ্চলে গ্রামীন বাজার রয়েছে।এবং কয়েকটি গ্রাম মিলে হাট একত্রিত হয়।হাটের মধ্যে আমরা সব ধরনের টাটকা খরচ পাই।আপনি গ্রামীন হাট ও বাজার খুব সুন্দর ভাবে সাজিয়ে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।