নিজ বাড়িতে আসলো ইয়াফি।

আমি @rex-sumon লিখছি। এটি আমার পুত্র Mohammad Yafi এর একাউন্ট। বাবুর ছোটবেলার স্মৃতিগুলো ওর আইডিতেই রেখে দিতে চাই।



আজ বুধবার। আগস্ট মাসের ১৪ তারিখ, ২০২৪। জুলাই মাসের ৪ তারিখে বাবুর জন্ম হয়। ৯ তারিখে হাসপাতাল থেকে ওর নানুর বাসায় ওকে নিয়ে যাওয়া হয়। অত ছোট বাবুকে এত দূরের পথে আনা সম্ভব ছিল না। এজন্য ৪২ দিন পর মোহাম্মাদ ইয়াফিকে ওর নিজ বাড়িতে আনা হলো।

1723647934588-01.jpeg

সকাল সাতটার দিকে রওনা দিয়েছিলাম। পৌঁছাতে পৌঁছাতে বেজে গিয়েছিল এগারোটা। সবাই রেডি ছিলো এজন্য আর বেশিক্ষণ দাঁড়াতে হয়নি । খাওয়া দাওয়া করে সবাইকে নিয়ে আবার বাড়ির পথে রউনা দিয়েছিলাম। আমার শাশুড়ি আম্মা, আমার ছোট শালিকা, ইয়াফি এবং ইয়াফির মা কে নিয়ে বাড়ি ফিরেছি। আসার সময় ওদের বাড়িতে খুবই মনমরা পরিবেশ সৃষ্টি হয়ে যায়। বাবুকে বিদায় দেয়ার সময় সবার প্রচন্ড মন খারাপ হয়ে গেছিল। বাবুকে এবার নিয়ে আসলাম আবার যেতে যেতে ওর যখন পাঁচ-সাত মাস বয়স হবে তখন।

Polish_20240814_210352784.jpg

সবাইকে বিদায় জানিয়ে ওদের নিয়ে রওনা দিয়েছিলাম দুপুর বারোটা বেজে দশ মিনিটের দিকে। মাঝপথ থেকে বাবুকে আমি কোলে নিয়ে বসেছিলাম গাড়ির মধ্যে। ও খুব আরামে আমার কোলে ঘুমাচ্ছিল। অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম ওর দিকে। কি নিষ্পাপ চেহারা!! ওকে নিয়ে বসেছিলাম গাড়ির সামনে। হালকা হালকা ঝাঁকুনিতে ওর বেশ আরাম লাগছিল যেটা মনে হলো ওর ঘুমের গভীরতা দেখে।

সাড়ে তিনটার দিকে আমারা বাড়িতে এসে পৌঁছাই। এই প্রথম বাবু ওর নিজ বাড়িতে প্রবেশ করলো। আলহামদুলিল্লাহ্। বাবুকে সবাই দেখতে আসলো। নতুন অতিথির আগমনে বাড়িটা আনন্দে ভোরে উঠেছে।

Sort:  
 5 months ago 

মাশআল্লাহ আপনার ছেলেটা তো বেশ সুন্দর হয়েছে ভাই। খুবই সুন্দর লাগছে। এই উদ‍্যোগ টা আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার ছেলে যখন বড় হবে এই পোস্ট গুলো লেখাগুলো পড়লে সবকিছু জানবে তখন অন‍্যরকম একটা অনূভুতি এবং অভিজ্ঞতার সাক্ষী হবে ইয়াফি। ওর জন্য শুভকামনা।।

 5 months ago 

বাহ ভাইয়া তাহলে ইয়াফি তার নিজ বাড়িতে গেলো। ইয়াফি তো দেখছি খুব সুন্দর ভাবে তাকিয়ে দেখছে তার বাড়ি ঘর । তবে ইয়াফির স্মৃতিগুলো এই আইডিতে শেয়ার করবেন জেনে আমার খুব ভালো লাগলো। আইডিয়াটি বেশ চমৎকার ভাইয়া ধন্যবাদ আপনাকে এবং আপনার বাবুর জন্য শুভকামনা রইলো।

 5 months ago (edited)

বেশ দারুণ আইডিয়া ভাই। এমন সুখের স্মৃতি গুলো অমর করে রাখা! সাথে সাথে আমরাও সকলে এর ভাগীদার হতে পারবো! ইয়াফি এত দিন পর নিজের বাড়িতে প্রথমবারের মতোন এলো, জেনে ভালো লাগলো। ইয়াফির জন্য ভালোবাসা, দোয়া ❤️।

 5 months ago 

Yafi কিন্তু বেশ কিউট হয়েছে দাদা।আসলেই বাড়িতে নতুন অতিথি আসলে খুশির জোয়ার বয়ে যায়।এইবার ওর কান্না,ওর প্রতি মুহূর্তে বেড়ে ওঠা এক একটি আলাদা অনুভূতির সৃষ্টি করবে বাড়ির প্রত্যেকের মনে।অনেক অনেক আদর রইলো আপনার বাবুর জন্য।