Takeshi Goda কার্টুন চরিত্র ।। অরিজিনাল আর্টওয়ার্ক
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। আজকের আর্টটি একটি কার্টুন এর চরিত্র নিয়ে তৈরী করেছি। এই কার্টুন হলো ডোরেমন এর। ডোরেমন এর এই কার্টুন এর বিষয়ে আগে একবার আর্ট পোস্ট শেয়ার করেছিলাম, তবে অন্য চরিত্রের। এটা এই কার্টুন এর আরেকটা চরিত্র অর্থাৎ Takeshi Goda। এটা এই চরিত্রের আসল নাম হলেও এটি বর্তমানে জায়ান অর্থাৎ ডাক নামে বেশি পরিচিত। এই কার্টুন চরিত্রগুলো এখনও জনপ্রিয়তা অর্জন করে চলেছে টিভি এর পর্দায়। তবে এইগুলো এখন শুধু আর টিভি এর পর্দায় সীমাবদ্ধ নয়।
বিভিন্ন কমিকস এবং গেমের মতো বিষয়ও বেরিয়েছে। আসলে বর্তমানে সবাই গেম পাগল, বিশেষ করে ছোটো বাচ্চা থেকে শুরু করে বাদ নেই। আর এই জায়গায় বেশি জনপ্রিয়তা অর্জন করে নিচ্ছে। যাইহোক, এই কার্টুন এর চরিত্রটা ভাবলাম একটু আর্ট হিসেবে তুলে ধরা যাক। তাই এই চরিত্রকে সামনে রেখে এই আর্টটি তৈরী করে ফেললাম। আর্টটি সিম্পল ভাবে তৈরী করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আর্ট এর মূল বিষয়ের দিকে চলে যাব।
🍁উপকরণ:🍁
| আর্ট পেপার |
|---|
| বোর্ড |
| স্কেচ পেন্সিল |
| কালার পেন |
| মোম রং |
| রাবার |
✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

⏩️প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে পুরোপুরি ভাবে Takeshi Goda চরিত্রের অঙ্কন করে নিয়েছিলাম।( এখানে তার চরিত্রে মুখমণ্ডল যেভাবে দেওয়া আছে, সেইভাবে দেওয়ার চেষ্টা করেছিলাম। )

⏩️দ্বিতীয় ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে আঁকার পরে কালো কালার পেন দিয়ে অঙ্কন এর সমস্ত বিষয় গাঢ় করে দিয়েছিলাম।

⏩️তৃতীয় ধাপে- মোম রং দিয়ে তার মুখ এবং শরীরে কালার করে দিয়েছিলাম আর শরীরের কালার এর মাধ্যমে পোশাকের দৃশ্যটা ফুটিয়ে তুলেছিলাম।

⏩️চতুর্থ ধাপে- একইভাবে মোম রং দিয়ে প্যান্ট এবং জুতোর দিকে কালার করে অঙ্কনটি এখানেই সমাপ্ত করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





