হার্ট এর সাদা-কালো ম্যান্ডেলা ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ13 days ago
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্টটি একটি ম্যান্ডেলা আর্ট এর মাধ্যমে সম্পন্ন করেছিলাম। তবে আজকের এই ম্যান্ডেলা আর্টটি করেছিলাম হেলথ এর বিষয়ের উপরে অর্থাৎ আমাদের শরীরের ভেতরের একটি অঙ্গ নিয়ে। আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো হার্ট। আর এই হার্টকে কেন্দ্র করে এই ম্যান্ডেলা আর্ট করা। সাধারণত এইধরণের বিষয়ের উপরে ম্যান্ডেলা ডিজাইনে পরিণত করা একটু কঠিন আছে, বিশেষ করে এই হার্ট এর বিভিন্ন সেকশনে সূক্ষ সূক্ষ ডিজাইন করতে গেলে চাপের হয়ে যায়, কারণ একটা একটা সেকশনে ডিজাইন করতে গেলে অনেকটা সময় চলে যায়।

আর হার্ট এর শেপে কিছু কিছু জায়গায় ঘুরে-প্যাঁচ আছে। তবে একটা বিষয় যে এই ধরণের ডিজাইনে সাজাতে পারলে এক অনবদ্য সৌন্দর্যপূর্ণ লাগে। আর হার্ট এর শেপটা এইরকম যে, এখানে ডিজাইনটা সম্পন্ন করার পরে দারুন লাগছে দেখতে। তো যাইহোক, হার্ট এর এই ম্যান্ডেলা ডিজাইনের মাধ্যমে একটা সৌন্দর্যপূর্ণ লুক দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এখন অঙ্কনের মূল পর্বের দিকে যাওয়া যাক।

✠উপকরণ:✠

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
মার্কার পেন
রাবার

❦এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

❖প্রথম ধাপে- স্কেচ পেন্সিল সাহায্যে একটি হার্ট এর চিত্র সম্পূর্ণ ভাবে তৈরি করে নিয়েছিলাম।

❖দ্বিতীয় ধাপে- হার্ট এর চিত্র এঁকে নেওয়ার পরে ওই একই স্কেচ পেন্সিল এর মাধ্যমে সম্পূর্ণ হার্ট এর উপর বিভিন্ন ক্যাটাগরির ম্যান্ডেলা ডিজাইন তৈরি করে নিয়েছিলাম।

❖তৃতীয় ধাপে- ম্যান্ডেলা ডিজাইন তৈরি করে নেওয়ার পরে ওই ম্যান্ডেলা ডিজাইনের উপরের সেকশনে কিছু অংশের ডিজাইনে মার্কার পেনের কালী দিয়ে গাঢ় করে নিয়েছিলাম।

❖চতুর্থ ধাপে- হার্ট এর বাকি অংশের ডিজাইনগুলোতে একইভাবে মার্কার পেনের কালী দিয়ে গাঢ় করে একটি সম্পূর্ণ সাদা-কালো ম্যান্ডেলা আর্টে পরিণত করেছিলাম। আর এখানেই অঙ্কনটি সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 12 days ago 

এরকম সুন্দর এবং নিখুঁত ডিজাইনগুলো আমি একটু বেশি পছন্দ করি দেখতে। এত সুন্দর করে আপনি এই আর্টটি কমপ্লিট করেছেন দেখে তো জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। একটু সময় ব্যবহার করে আর্ট গুলো অঙ্কন করা হলে বেশি সুন্দর হয়। আর্টটি যেমন সুন্দর করে এঁকেছেন, তেমনি সুন্দর উপস্থাপনা তুলে ধরেছেন। অসম্ভব ভালো লেগেছে আপনার হাতের এই সুন্দর ম্যান্ডেলা আর্ট টা।

 12 days ago 

দাদা আপনার আর্ট করা হার্ট দেখতে অসাধারণ হয়েছে। আর নিখুঁত কারুকার্য গুলো অনেক দক্ষতার সাথে করেছেন। খুবই চমৎকার একটি আর্ট শেয়ার করেছেন দাদা।