রঙের খেলায় মেতে উঠার এক চমকপ্রদ উৎসব!
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
Image Created by OpenAI
সবাইকে হোলি উৎসবের শুভেচ্ছা |
---|
আজকে আপনাদের সাথে হোলি বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। এটি আমাদের বাঙালিদের কাছে একটা বিশেষ উৎসব হিসেবে পরিচিত। যা অনেক প্রাচীন সময় থেকে হয়ে আসছে। হোলি উৎসব আমাদের ভারতে অনেক জনপ্রিয়তার সাথে পালিত হয়ে থাকে। তবে এটি আমাদের ভারত ব্যাতিত এশিয়ার অনেক জায়গায়, যেমন-বাংলাদেশ, নেপাল সহ বিভিন্ন জায়গায় অনেক ধুমধাম করে পালিত করে থাকে। রং খেলাটা প্রত্যেকের কাছে একটা সাধারণ বিষয়, এই হোলির সময়টাতে সবাই রং খেলায় মেতে থাকে। এটার বিশেষ দিন থাকলেও তার আগে থেকে শুরু হয়ে যায় খেলাটা ।
আর এই উৎসবে যদি আপনাকে পরিচিত বা অপরিচিত যেই হোক না কেন, রং লাগালে কিছু বলতে পারবেন না। হোলি মানেই রং খেলতে হবে বা গায়ে-মুখে লাগাতেই হবে। এই হোলির অনেক প্রাচীন ইতিহাস এবং এর সাথে কিছু পৌরাণিক কাহিনীর সংযোগ আছে। যদি পুরানের কিছু বিষয়ে এই হোলির সাথে ঘেটে দেখা যায় তাহলে, প্রহ্লাদের সাথে এই হোলির একটা সংযোগ আছে। যেমন- এখানে অসুরদের রাজা হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন, আর তার পুজো করতো বলে, তাকে মারার জন্য হোলিকা নামের এক অসুর মহিলাকে নিয়ে আসে। এদিকে এই হোলিকা নামের অসুর মহিলা বরপ্রাপ্ত যে, সে আগুনে পুড়বে না।
কিন্তু প্রহ্লাদ বিষ্ণুর পরম ভক্ত হওয়ায় তাকে সবসময় রক্ষা করতো আর এই ক্ষেত্রেও হোলিকা নামের অসুরটিকে আগুনে পুড়ে যায়। আর এই হোলিকা নামের থেকেই এই হোলির সময় অশুভ শক্তিকে বিনাশ করতে হোলির আগেরদিন আগুন জ্বালানো হয় , যেটাকে ন্যাড়া পোড়ানো বলে আমাদের এখানে। এছাড়াও এই হোলির সাথে রাধা-কৃষ্ণেরও অনেক প্রাচীন ইতিহাস রয়েছে, আর এটাকে অনেক ঐতিহ্যবাহী একটা দিক হিসেবে ধরা হয়ে থাকে। হোলি মূলত দুইদিন ধরে পালিত হয়ে থাকে পূর্ণিমা লাগার থেকে। গতকাল হোলিকা দহনের মাধ্যমে একটা শেষ হয়েছে আর আজকে রং খেলার মাধ্যমে শেষ হবে।
তবে এটা নিয়ম আর তিথি অনুযায়ী দুইদিন হলেও চলবে পুরো মাস ধরে। রং খেলাটা মূলত শুধু একজন আরেকজনের গায়ে রং ছুড়ে দেওয়া বা মাখানো না, এটার মাধ্যমে শুভেচ্ছা জানানো এবং নাচ গানের মাধ্যমে আনন্দ করে উৎসবটিকে পালন করা হয়। গতকাল মাঠে, স্কুল-কলেজে, রাস্তায় সব জায়গায় বসন্ত উৎসব অনেক ধুমধাম অর্থাৎ নাচ-গানের মাধ্যমে পালিত করেছে। এই এক-দুই দিনের উৎসব যেমন সংস্কৃতিকে সমৃদ্ধ করে, তেমনি সমগ্র দেশবাসীর কাছে একটা আনন্দময় পরিবেশ সৃষ্টি করে।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |




Upvoted! Thank you for supporting witness @jswit.
হোলি উৎসব শুধু রঙের খেলা নয়, এটি একটি সাংস্কৃতিক উৎসব যা আনন্দ, ঐক্য এবং প্রেমের বার্তা দেয়। প্রাচীন ইতিহাস ও পৌরাণিক কাহিনীর সাথে জড়িয়ে থাকা এই উৎসব আমাদের সমাজের সম্পর্ক ও বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। রঙে মেতে ওঠার মাধ্যমে জীবনের সৌন্দর্য উদযাপন করা হয়।আপনার এই পোস্ট পড়ে অনেক কিছু জানতে পারলাম দাদা। শুভ হোলি আপনাকেও।
হোলি উৎসবটা সত্যিই দারুণ। আপনারা সবাই বেশ মজা করে একে অপরকে রং লাগিয়ে দেন। হোলি উৎসব সামনা-সামনি দেখার সুযোগ না পেলেও, টিভিতে অনেক বার দেখা হয়েছে আমার। যাইহোক হোলি সম্পর্কে দারুণ আলোচনা করেছেন দাদা। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।