সেমিফাইনালে অবিশ্বাস্যকর জয়লাভ!

in আমার বাংলা ব্লগ3 days ago
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

क्रिकेट में दक्षिण अफ्रीकी जीत.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। বর্তমানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স দের একটা লীগ চলছে। আর এই লীগের গত পরশুদিন দ্বিতীয় সেমিফাইনাল খেলা হয়ে গেছে। তবে প্রথম সেমিফাইনালে একটা ঘটনা ঘটেছে। যেহেতু পাকিস্তানের সাথে ইন্ডিয়ার সেমিফাইনাল পড়েছে, তাই ভারতীয় টিম তাদের সাথে খেলতে চায়নি। এটা আসলে ঠিক করেছে, কারণ আগে দেশ তারপর খেলা। কোনো শত্রুপক্ষের সাথে আপোষ না। ইন্ডিয়া টিম ঐদিনেই অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছিলো যে, তারা এই সেমিফাইনাল ম্যাচ তাদের সাথে খেলবে না। ইন্ডিয়া যখন যেটা বলবে, আইসিসি সেটা মানতে বাধ্য। ফলে সেদিক থেকে পাকিস্তান বিনা পরিশ্রমে একপ্রকার দোয়ার দানে ফাইনালে পৌঁছে গিয়েছে।

আর এদিকে সাউথ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ ছিল, যেটা একপ্রকার হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে শেষ পর্যন্ত। সাউথ আফ্রিকা প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। সাউথ আফ্রিকার বেশ অনেক প্লেয়ার আছে, যারা অনেক আগে খেলতো। তবে এদের অনেকের খেলা আমি তেমন দেখিনি আগে। তবে কিছু প্লেয়ার আছে, যেমন-ডি ভিলার্স, ডুমিনি, হেনরি এরা বেশ বিপদজনক প্লেয়ার এক কথায়। আগে যখন এরা ইন্টারন্যাশনাল টিমে খেলা করতো, তখন টি২০ ফরম্যাট তো অনেকেই দেখেছেন। এক ডি ভিলার্স যথেষ্ট ছিল। এখনো এই বয়েসে এসে ভালোই টান আছে। ব্যাট হাতে যখন খেলা করে, তখন মনে হয় কোনো ইয়ং প্লেয়ার এর মতো খেলছে।

তবে এই ম্যাচে স্মুটস নামের একজন ব্যাটসম্যান ওপেনে বেশ ভালোই খেলে গিয়েছিলো। ডি ভিলার্স ছিল ঠিকই, কিন্তু তার সাথে পার্টনারশীপ গড়তে পারেনি। ডি ভিলার্স আসলে ওপেনের থেকে অন ডাউনে এসে ভালো খেলা করে। তো যাইহোক, এতে রানের তেমন কোনো খারাপ ইফেক্ট তৈরি হয়নি, তাদের যে উইকেট কিপার ছিল, সে খুবই ভালো খেলছে, বলতে গেলে মেশিনের মতো রান উঠেছে প্রথমের দিকে এই দুইজনের হাত ধরে। মূলত গড় রান এখানেই উঠেছে আর এদের আউট হওয়ার সাথে সাথে এখানেই সমাপ্ত হয়েছে। ডুমিনি এসেও কিছু করতে পারলো না, এও একজন পাকা অলরাউন্ডার।

তো যাইহোক, মোটামুটি এদের দুইজনের বড়ো পার্টনারশীপ মিলিয়ে ১৮৬ রানের একটা সুন্দর রান তোলে। তবে এই রান অস্ট্রেলিয়ার কাছে তেমন একটা কঠিনও না। কারণ তাদের যেসব সেরা টি২০ ব্যাটার আছে, তাতে এই রান ঝড়ের বেগে উঠে যাবে। ক্রিস লিন এরা তো এক কোথায় দুর্দান্ত লেভেলের ব্যাটার, ওপেনে এরা কারো কোনো বোলিং লেন্থ বোঝে না, বোঝে শুধু রান করতে হবে আর মারতে হবে হা হা। তো যাইহোক, ওপেনে তাদের মিলিত শুরুটা ছিল দারুন। মোটামুটি বলা যায়, অস্ট্রেলিয়ার প্রথমের থেকে টানা ৫ জন ব্যাটসম্যান লাগাতার ভালো ব্যাটিং করে দিয়ে গেছে।

ফলে এই রান প্রথমের দিকে দ্রুত উঠে যায়। তবে লাস্টের দিকে এসে আসল টুইস্ট তৈরি হয়। শেষে দুই টিমেই ৫০/৫০ চান্স এ চলে আসে। এই মনে হয় অস্ট্রেলিয়া জিতে গেলো আর যেই উইকেট যায়, সেই মনে হয় সাউথ আফ্রিকা জিতে গেলো। বেশ রোমাঞ্চকর মুহূর্ত তৈরি হয় একটা। তবে শেষমেষ যাইহোক, সাউথ আফ্রিকা অনেক কষ্টে ১ রানে জিতে যায়। তো এইবার হবে আসল ফাইনাল খেলা, দেখা যাক কার হাতে যায়। আমি প্রেডিকশন করেছি সাউথ আফ্রিকাকে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Wow @winkles, what an exciting recap of that South Africa vs. Australia semi-final match! Your passion for cricket really shines through. It's awesome how you highlighted the key players and the nail-biting moments, especially that incredible one-run victory. I also appreciate your honest take on India's decision regarding the match with Pakistan - sparking interesting discussion.

The image you created is a nice touch. This post is a great conversation starter for cricket fans, and I'm curious to know who others are rooting for in the finals! Thanks for sharing your insights, and keep up the great work! What do you think South Africa needs to do to secure the final victory?