ইম্প্রেসিভ কামব্যাক মুম্বাইয়ের!
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা নিয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল কলকাতা আর মুম্বাই এর মধ্যে তৃতীয় ম্যাচ ছিল আইপিএল এর। আর এই ম্যাচটা এক দিক থেকে কলকাতার থেকেও মুম্বাই এর কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছিল, কারণ আগের দুটি টানা হেরেছে, ফলে একদম তলানিতে গিয়ে ঠেকেছিল তাদের পয়েন্ট। এক্ষেত্রে কলকাতা আগে একটা ম্যাচ জিতলেও নেট রান রেটে অতটা ইফেক্ট পড়েনি। ফলে সেদিক থেকেও তাদের কাছে এই ম্যাচ জেতাটা গুরুত্বপূর্ণ ছিল। সব মিলিয়ে একটা ভালো টানটান উত্তেজনার ম্যাচ ছিল। তবে সেটা একেবারেই হয়নি। এক্ষেত্রে কলকাতা আগে ব্যাটিং করতে নেমে তো একেবারেই যেন ছেলেখেলার মতো পরিস্থিতি তৈরি করে ফেলেছিলো।
কারণ প্রথম ২ ওভারেই ২ টি উইকেট, রান আবার একদম কম। পরের দুই ওভারে আবার ২ টি উইকেট। বলতে গেলে পাওয়ার প্লে ওভারেই তাদের যেন ধরাশায়ী অবস্থা। অর্ধেক উইকেটের পতন হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করে ফেলেছিলো পাওয়ার প্লে ওভারে। মুম্বাই এই ম্যাচে একদম মারাত্মক সিরিয়াস নিয়ে খেলতে নেমেছিল। যেন মনে হচ্ছিলো, ফাইনাল ম্যাচ খেলছে। বোলিং আর ফিল্ডিং যেন একদম সুপার ফাস্ট। সব থেকে ফিল্ডিং করেছে মারাত্মক তারা, ক্যাচ গুলো যেভাবে ধরেছিলো, তা দেখলে বোঝা যায় যে, তারা একদম এই ম্যাচে কলকাতাকে জিরো লাইনে ফেলে নেট রান রেটে এক লাফে উপরে উঠে আসতে।
কারণ প্রথম ৬ ওভার অর্থাৎ পাওয়ার প্লে ওভারে যদি অর্ধেক উইকেট চলে যায়, তাহলে এটাই বুঝে নেওয়া যায় যে, ১০-১৫ ওভারের মধ্যেই এদের অলআউট করার পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছে। আর তার উপর অশ্বিনী নামের একটা বোলারকে নামিয়েছে, যে আগে কোনো ম্যাচই খেলেনি। একাই এই ম্যাচে ৪ উইকেট নিয়ে ম্যাচটাকে একদম তলানিতে দিয়ে দিয়েছে কলকাতাকে। কলকাতা আসলে এক্সসেপ্ট করতে পারেনি, তাদের এইরকম পরিকল্পনা থাকবে। আমিতো ১০ ওভার ধরেই রেখেছিলাম একপ্রকার যে, এর মধ্যেই অলআউট হবে আর ১০০ রান টেনেটুনে কোনোমতে হবে। লাস্টে রমন দীপ একটু কিছুক্ষন খেললো, যার বাদলোতে ১১৭ পর্যন্ত গিয়েছিলো।
কিন্তু এই রান কি আর যথেষ্ট! সব থেকে লো স্কোর এই পর্যন্ত ম্যাচে। মুম্বাই এর বোলিং আর ফিল্ডিং দেখে তো একটা বিষয় সবাই মোটামুটি বুঝে নিয়েছিল যে, এই রান যে করেই হোক ১০ ওভারের মধ্যেই চেজ করবে। আর আমি ধরে নিয়েছিলাম রোহিত টিকে গেলে ১০ ওভার লাগবে না, ৬ ওভারেই ম্যাচ ফিনিশ। মেইন কথা কলকাতা এই ম্যাচে যেগুলো ক্যাচ আউট হয়েছে, তা মেরেছিলো খারাপ না, কিন্তু যেটাই একটু মাঝপথে ক্যাচ উঠছে বা যার কাছেই যাচ্ছে না কেন,যেন একদম ঈগল পাখির অটো ছোঁ মেরে নিয়ে যাচ্ছে। কলকাতার একটা বিষয়ে খারাপ ছিল যে, দেখছে যখন যে, মারতে গেলেই আউট হয়ে যেতে হচ্ছে বা এই বোলারকে সাবধানে খেলা উচিত, সেখানে বোকামির মতো সবাই উঠিয়ে মারতে গিয়ে এই অবস্থা।
একটু ধরে খেলে পার্টনারশীপ বিল্ড করলেই কিন্তু রানটা মোটামুটি একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারতো। কিন্তু সে আর হলো না। তবে মুম্বাই এর এই ম্যাচ সম্পর্কে প্রশংসা করতেই হয়। কারণ পরপর দুটি ম্যাচ হারার পরে এই একটা ম্যাচেই যে এইভাবে বাজিমাত করবে, কেউ ভাবতে পারেনি। কোথায় নেট রান রেটের হিসেবে একদম লাস্টে পড়ে ছিল। সেখান থেকে এই ম্যাচে নেট রান রেট হুড়হুড় করে উপরে উঠে চলে আসলো। সোজা প্লাস পয়েন্ট তুলে নিয়েছে। দারু না কামব্যাক বলতেই হয়।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |




Upvoted! Thank you for supporting witness @jswit.