এয়ার বেলুনকে কেন্দ্র করে একটি সম্পূর্ণ কালারফুল ম্যান্ডেলা ডিজাইন ৷৷ অরিজিনাল আর্টওয়ার্ক
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্ট পোস্টটি একটি ম্যান্ডেলা আর্ট এর সমন্বয়ে তৈরী করেছিলাম। ম্যান্ডেলা আর্ট যেকোনো ধরণের হলে দেখতে খুবই সুন্দর লাগে।আর যদি সেই আর্ট গুলো কোনো বিশেষ বস্তুর উপর তৈরী করা যায়, তাহলে অনেক আকর্ষণীয় লাগে। তবে সেগুলো করতে গেলে অনেক সময় লাগে আসলে। এই ম্যান্ডেলা আর্টটি করেছিলাম এয়ার বেলুন-কে কেন্দ্র করে। এয়ার বেলুনগুলো কিন্তু বাস্তবে দেখতে অনেক সুন্দর লাগে, কারণ বিভিন্ন কালার এর সমন্বয়ে থাকে।
আর এই এয়ার বেলুন গুলো যখন হাওয়ায় উড়তে লাগে, তখন দেখতে আরো আকর্ষনীয় লাগে। এই এয়ার বেলুন গুলো কিন্তু আমরা বিভিন্ন মুভিতে দেখে থাকি, যেগুলোতে করে লোকজন এক স্থান থেকে অন্যত্র চলে যাচ্ছে। আমাদের এদিকেও দেখা যায়, তবে খুব কম। সে যাইহোক, এই এয়ার বেলুন বিভিন্ন ম্যান্ডেলা ডিজাইন এর মাধ্যমে আরো আকর্ষনীয় করার চেষ্টা করেছিলাম কালারফুল ম্যান্ডেলা এর মাধ্যমে। আশা করি এই ম্যান্ডেলা আর্টটি আপনাদের কাছেও ভালো লাগবে। এখন অঙ্কন এর ধাপ গুলোর দিকে চলে যাবো।
![]() |
---|
☬উপকরণ:☬
আর্ট পেপার |
---|
বোর্ড |
স্কেচ পেন্সিল |
কালার পেন |
মার্কার পেন |
রাবার |
✔এখন অঙ্কন এর ধাপ গুলো নিচের দিকে তুলে ধরা হলো----
![]() |
---|
➤প্রথম ধাপে, একটি সম্পূর্ণ এয়ার বেলুন দেখতে যেমনটা হয়, সেইরকম ভাবে পুরোপুরি তৈরী করে নিয়েছিলাম।
![]() |
---|
➤দ্বিতীয় ধাপে, এয়ার বেলুনটির বিভিন্ন পর্যায়ে ম্যান্ডেলা ডিজাইন তৈরী করে নিয়েছিলাম।
![]() |
---|
➤তৃতীয় ধাপে, ম্যান্ডেলা ডিজাইন পুরোপুরি আঁকা হয়ে গেলে মার্কার পেন এর কালী দিয়ে ডিজাইন গুলোতে গাঢ় করে দিয়েছিলাম।
![]() |
---|
➤চতুর্থ ধাপে, কালার পেন এর মাধ্যমে সম্পূর্ণ ডিজাইন-এ কালার করে একটি পূর্ণাঙ্গ এয়ার বেলুন এর ম্যান্ডেলা অঙ্কন সম্পন্ন করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
![Heroism_3rd.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRejDSNMUFmRz2tgu4LdFxkyoZYmsyGkCsepm3DPAocEx/Heroism_3rd.png)
![](https://steemitimages.com/0x0/https://cdn.discordapp.com/emojis/813259193313394728.gif)
![](https://steemitimages.com/0x0/https://cdn.discordapp.com/emojis/813259193313394728.gif)
![](https://steemitimages.com/0x0/https://cdn.discordapp.com/emojis/779167798706438164.gif)
এয়ার বেলুন দেখতে কিন্তু আসলেই খুব সুন্দর লাগে। আপনি এয়ার বেলুনকে কেন্দ্র করে দারুণভাবে ম্যান্ডেলা ডিজাইন করেছেন দাদা। হঠাৎ করে তাকালে মনে হয় যে সত্যিকারের এয়ার বেলুন গুলো উড়ছে। সত্যিই আপনার আর্ট করার দক্ষতা বেশ ভালো। যাইহোক আর্টটি দেখে ভীষণ ভালো লাগলো দাদা। এতো চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ্,দাদা অনেক দিন পর আপনার আর্ট দেখতে পেলাম।আপনি চমৎকার আর্ট করেন এটা নিঃসন্দেহে সত্যি। ম্যান্ডেলা আর্ট সব সময় ভালো লাগে আমার।আজকের এই আর্টটি আপনি সময় ও ধৈর্য ধরে করেছেন।এ ধরনের আর্ট গুলো করতে সময়ের দরকার হয়।খুবই সুন্দর লাগলো কালারফুল এয়ার বেলুনের ম্যান্ডেলা আর্টটি দেখে।অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা সুন্দর এই আর্টটি ধাপে ধাপে তুলে ধরার জন্য।
দাদা আপনার করা আর্ট গুলো আমার কাছে সব সময় অনেক ভালো লাগে দেখতে। আপনি আজকেও খুবই সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। কালারফুল ভাবে এই ম্যান্ডেলা আর্ট করলেন দেখে বেশি ভালো লাগলো। অনেক সুন্দর করে এয়ার বেলুনকে কেন্দ্র করে ম্যান্ডেলা আর্টটি করলেন আপনি। আমি তো মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম আপনার করা এই আর্টের দিকে। দেখেই বুঝতে পারছি আপনি অনেক সময় নিয়ে এই ম্যান্ডেলা আর্ট করেছেন। অনেক ধন্যবাদ দাদা। আমাদের মাঝে এত সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য।
এয়ার বেলুনকে কেন্দ্র করে আপনি খুব সুন্দর ম্যান্ডেলা আর্ট করেছেন দাদা। ম্যান্ডেলা আর্টগুলো আমার খুবই পছন্দ। এগুলো দেখতেও দারুন লাগে। আর কালার ফুল হলে তো আরো চমৎকার লাগে দেখতে। আপনি খুব সুন্দর ভাবে এটা করেছেন। নিশ্চয়ই অনেক সময় নিয়ে করেছেন। আপনার আর্ট এর দক্ষতা বরাবরই অসাধারণ। ধন্যবাদ দাদা এত চমৎকার একটা আর্ট শেয়ার করার জন্য
ওয়াও কি কালারফুল ম্যান্ডেলা আর্ট।প্রতিবার আমি দেখি আপনি অসাধারণ ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে তুলে ধরেন। আজকেও তেমনি অভাবনীয় প্রতিভার পরিচয় দিয়ে বেলুনের ভিতরে এরকম ম্যান্ডেলা আর্ট করে ফেলেছেন।অনেক নিখুঁত হাতে আপনি পরিস্কার ভাবে আর্ট করেছেন সেটা সত্যি প্রশংসা করার মতো।
এয়ার বেলুন দেখতে খুবই সুন্দর হয়েছে দাদা। আর এই বেলুনকে কেন্দ্র করে এত সুন্দর করে নকশা করেছেন দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। কালারফুল ম্যান্ডেলা দেখতে অনেক ভালো লাগে। দারুণ হয়েছে দাদা।
কখনো কাছ থেকে এয়ার বেলুন দেখা হয়নি তবে মুভিতে দেখা হয়েছে এটা ঠিক বলেছেন দাদা। আসলে দাদা আপনি এত সুন্দর ভাবে আর্টগুলো করেন যা মুগ্ধ না হয়ে পারি না।আর্টের ব্যাপারে আপনার অনেক দক্ষতা রয়েছে তা আপনার আর্ট দেখেই বোঝা যায়।কালারফুল ম্যান্ডেলাটি দেখেই বোঝা যাচ্ছে অনেক সময় ও ধৈর্য নিয়ে করেছেন । ধন্যবাদ দাদা দারুন একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেকদিন পর আপনার ম্যান্ডালা আর্ট দেখতে পালাম। বরাবরের মতো বেশ সুন্দর এঁকেছেন এয়ার বেলুনে ম্যান্ডালা আর্টটি। প্রথমে সাদা কালো আর্টটি দেখতে যেমন সুন্দর লাগছিলো তেমনই সুন্দর লাগছিলো কালার এয়ার বেলুন ম্যান্ডালা আর্টটি।য়ার ডিজাইনগুলো ছোট ছোট হওয়ার জন্য দেখতে বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ দাদা আর্টটি শেয়ার করার জনয।
এয়ার বেলুনকে কেন্দ্র করে অংকন করা এই সুন্দর ম্যান্ডেলা আর্ট দেখে আমি তো এক নজরে তাকিয়ে ছিলাম। কারণ আপনি পুরো আর্ট অনেক নিখুঁতভাবে করেছেন। প্রতিটা ডিজাইন অনেক বেশি সুন্দর হয়েছে। আর পুরোটা আপনি কালারফুল ভাবে অঙ্কন করার কারণে দেখতে বেশি সুন্দর লাগছে।