দূর্গা পুজো ২০২৪ ( পর্ব ৩০ )
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
আজকে আপনাদের সাথে দূর্গা পুজোর কিছু আলোকচিত্র শেয়ার করে নেবো। গত পর্বে আপনাদের সাথে পল্লীর ভিতরের একটি পুজোর কিছু আলোকচিত্র শেয়ার করে নিয়েছিলাম। এই পর্বে আপনাদের সাথে একটা আকর্ষণীয় বড়ো প্যান্ডেলের আলোকচিত্র শেয়ার করে নেবো। তো ওই পল্লীর পুজোটা দেখার পরে টার্গেট ছিল আইরন গেটের দিকে। এই একটি স্থানে প্রতি বছর অনেক বড়ো আকারে পুজো করে থাকে এবং সব থেকে বিশেষ ব্যাপার হলো যে, এখানে তাদের যত প্ল্যান থাকে সবকিছুই বাইরের থেকে করার চেষ্টা করে। অর্থাৎ থিমের বিষয়টা সবসময় তাদের বড়োসড়ো আকর্ষনীয়তার মাধ্যমে হয়ে থাকে। কিন্তু তার আগে সেখানকার লাইটিং এর চমক সম্পর্কে না বললেই নয়।
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
আগেরদিনের চেয়েও এখানে লাইটিং এর আকর্ষণীয়তা আরো বেশি ছিল। এখানে একদম প্রথম যে বড়ো গেটের আলোকচিত্রটা দেখতে পাবেন, ওটাতে একটা বিষ্ণুর অবতারের দৃশ্য ফুটিয়ে তুলেছিল। সবগুলো এমনভাবে উপস্থাপন করা যেন, জলজ্যান্ত মনে হবে। এছাড়া তার পরে যতগুলো আলোকসজ্জার মাধ্যমে গেট তৈরি করা, তাতে সবগুলোতেই আরো বিভিন্ন প্রকারের ডিজাইনের মাধ্যমে বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছিল। সারা রাট ধরে রাস্তা জুড়ে এইসব দারুন দারুন আলোকসজ্জার যে আকর্ষণীয়তা লক্ষ্য করা যায়, তা আরো বেশি আনন্দ দিয়ে থাকে। পুজোর সময়ে এইসব লাইটিং না দেখলে সেই পুজো দেখাটাই একটা অসম্পূর্ণতার সমান মনে হবে।
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
এরপরে যেতে যেতে আরো একটা বিশাল বড়ো লাইটিং এর সম্মুখীন হয়েছিলাম, এটা ছিল একটা বিশাল বড়ো টাওয়ার এর সমান। এখানে লাইটিংগুলো কিভাবে সাজানো শুধু এইগুলো দেখলেই যেন একটা বাস্তবের মতো দৃশ্য প্রতিফলিত হয়। এইসব ডিজাইন সবই বাইরের কোনো না কোনো দৃশ্যকে কেন্দ্র করেই ফুটিয়ে তোলা। টাওয়ার একদম মাথায় একটা লোক গোলাকার একটা বস্তু নিয়ে আছে, সেই দৃশ্যটাও এমনভাবে দিয়েছে, যেন আমরা চলতে ফিরতে অনেক সময় বিভিন্ন জায়গায় এইরকম নিদর্শন দেখতে পাই, এখানেও সেইভাবে যেন বিষয়টা তুলে ধরা ছিল। এরপরে এইসব লাইটিং এর চমক দেখতে দেখতে চলে গিয়েছিলাম মূল প্যান্ডেলের কাছে।
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
এটাও কম দূর ছিল না, প্রায় ৭-৮ কিলোমিটার দূরে। এই আইরন গেটের এইবারের থিম ছিল "কর্ণাটকের বিধানসভা"। এই প্যান্ডেলটি এইভাবে চোখের সামনে দেখে, একদমই যেন বাস্তবের বিধানসভার মতোই লাগছিলো। হুবহু উপস্থাপন করেছিল। আর সব থেকে আরো বেশি ভালো লাগছিলো লাইটিং ইফেক্ট এর কারণে। এই প্যান্ডেলে ৩ কালারের লাইটিং ইফেক্ট ফেলেছিলো। একদম পুরো বিধানসভার মতো ডিজাইন করা। বাইরের ডিজাইন তো বলতে গেলে এক কথায় অসাধারণ ছিল।
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
এছাড়া ভিতরের ডিজাইনেও দৃষ্টিপাত করলে এর যে লাইটিং ইফেক্ট দিয়ে রেখেছিলো সব জায়গায়, তাতে চোখ ফেরাতে আর ইচ্ছা হচ্ছিলো না। প্রত্যেকটা ডিজাইন ছিল ভীষণ সুন্দর। আর মাতৃ প্রতিমা এর কথা কি বলবো, প্রত্যেক পর্বেই বলি ভালো। আসলে এই মাতৃ প্রতিমার ক্ষেত্রে তাদের ডিজাইন বা তৈরির প্রভূতি কখনো খারাপ হয় না। মেক এমনভাবে সাজিয়ে তোলে তাতেই দেখে মন ভরে যায়। এই আইরন গেট এইবার কিছু একটা পুরস্কার পেয়েছিলো, তবে সঠিক মনে নেই। সবমিলিয়ে অসাধারণ ছিল এটি ।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |




Upvoted! Thank you for supporting witness @jswit.
কর্ণাটকের বিধানসভার আদলে তৈরি এই প্যান্ডেলটি আমার দারুন সুন্দর লাগলো। এই অসময়ে দূর্গা পূজার ছবি এবং প্যান্ডেল দেখতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে এই প্যান্ডেলে এত সুন্দর আলোকসজ্জা করেছে যাবে অবাক করল। একদম প্রথমে বিষ্ণুর অবতারের আলোকসজ্জাটি অসাধারন ছিল। সব মিলিয়ে একটি দারুণ পুজোর ছবি আমাদের সঙ্গে শেয়ার করেছেন দাদা।
দেখতে দেখতে দূর্গা পূজার ৩০ টা পর্ব শেষ হয়ে গেল। আর আমার কাছে অনেক ভালো লেগেছে এই পর্বটা। এই পর্বের মাধ্যমে দুর্গাপুজোর অনেক সুন্দর প্যান্ডেলের আলোকচিত্র দেখলাম। সবকিছু এত সুন্দর করে সাজানো হয়েছে দেখেই তো মুগ্ধ হলাম। লাইটিং এর কাজটাও অনেক বেশি সুন্দর ছিল। এক কথায় পুরোটাই ছিল অনেক বেশী সুন্দর। অনেক ধন্যবাদ দাদা প্রতিটা পর্বের মতো এই পর্বটাও সুন্দর করে শেয়ার করার জন্য। এখন অপেক্ষায় থাকলাম আমি পরবর্তী পর্বটা দেখার জন্য।
আসলে এমন আলোকসজ্জা দেখলে সারারাত ঘুরাঘুরি করতে ইচ্ছে করে। গেইট গুলো সত্যিই দারুণ হয়েছে। সত্যি বলতে লাইটিং এর ডিজাইন গুলো একেবারে চোখ ধাঁধানো। তাছাড়া ফটোগ্রাফি গুলো দারুণভাবে ক্যাপচার করেছেন দাদা। সবমিলিয়ে পোস্টটি বেশ উপভোগ করলাম। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।