মেঘলা বিকেলে অচেনা ডাক ( পর্ব ৫ )
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে "মেঘলা বিকেলে অচেনা ডাক" গল্পটির পঞ্চম পর্ব শেয়ার করে নেবো। তো অরিত্র সেই "Memory Corridor " এর দরোজা ঠেলে ভেতরে ঢোকে। এরপর অরিত্রর চোখের সামনে অদ্ভুত অদ্ভুত ঘটনা ভেসে উঠতে থাকে। অর্থাৎ তার দুই পাশে যেন তার শৈশবকে ঘিরে সমস্ত কিছু স্মৃতি হিসাবে ভেসে উঠছে। তার ভাইয়ের সাথে কোথায় কি করেছিল, কি ঘটনা ঘটেছিলো, সবকিছুই নতুন করে তার সামনে ভেসে ওঠে। এইসব দৃশ্যের প্রতিচ্ছবি তার চোখের সামনে দেখে আবেগে তার বুকটা যেন চেপে আসতে থাকে। এই সবকিছু করিডোরের ভেতরে দেখতে দেখতে চারিদিকে যেন হঠাৎ অন্ধকার মতো হয়ে আসে।
এর মাঝে একটা যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে আসে-"তুমি এখানে আসতে পারো না, এই নতুন পৃথিবী এখন শুধুই আমার"। অরিত্র জোর গলায় বললো-আমি এখানে আমার ভাইকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। সেই মুহূর্তে হঠাৎ করিডোরের মধ্যে একটা বিকট শব্দের সাথে কেঁপে ওঠে। অরিত্রর সামনে হঠাৎ ভেসে ওঠে এক মানুষের মতো চেহারা। চেহারাটা একদম তার ভাইয়ের মতো, কিন্তু তার মধ্যে মানুষের মতো স্বভাব নেই, কারণ এখানে সে একটা প্রোগ্রামে রূপান্তরিত হয়েছে। জীবন্ত মানুষের মধ্যে যেসব আচরণ থাকে, বর্তমানে তার মধ্যে সেটা আর নেই। কিন্তু তার ভাই অরিত্রকে বলে-তুই আমাকে ভুলে গেছিস ভাই! আসলে আমি নিজেও নিজেকে ভুলে গেছি, যে কে আমি।
অরিত্র সামনে এগিয়ে গিয়ে তার ভাইয়ের হাত ধরে বলে- তুই এইভাবে মেশিনের জগতে হারিয়ে যেতে পারিসনা। কারণ তুই নিজেই আমাকে বারবার বলতিস, অসম্ভব বলে কিছুই নেই। এরপর ওখানে এক ঝলক আলোর মতো কিছু মেমোরি হঠাৎ রিস্টোর হতে থাকে। আবার তৎক্ষণাৎ চারিপাশে অন্ধকার হয়ে যায়। সেখানে আবার একটা বিশাল আকৃতির যান্ত্রিক মুখ ভেসে ওঠে "ENOUGH" . তোমার সময় শেষ হয়ে এসেছে। ওই সময় ORCA নিজেই সামনে এসে দাঁড়ায় এবং তার সমস্ত শরীর জুড়ে কোডের ঝলক আর মুখভরা কৃত্তিম দম্ভ। আবার একটা কন্ঠস্বরে ভেসে আসে- "তুমি যদি তোমার ভাইকে বাঁচাতে চাও, তাহলে শেষ একটা চ্যালেঞ্জে তোমাকে নামতে হবে"। আরেকটা ঘর খুলে যায় এবং ওখানে অরিত্র তার শেষ লড়াইটা লড়বে।
আর এখানেই নির্ধারিত হয়ে যাবে যে, সে তার ভাইকে ফিরিয়ে আনতে পারবে কিনা। অরিত্রর সামনে যেন এক সুবিশাল সিমুলেশন এরেনা। চারিদিকে এমনিতেই অন্ধকার অবস্থা, তার উপর বাতাস যেন ভারী হয়ে আসছে। আকাশ জুড়ে যেন কোড ভাসছে। অরিত্র যেখানে দাঁড়িয়ে ছিল, ওখানে একটা গন্ডি মতো কাটা আছে, ওখানেই তাকে দাঁড়িয়ে থাকতে হবে। আর তার বিপরীতে দাঁড়িয়ে আছে সেই ORCA, যাকে যান্ত্রিক আত্মা বলাও হয়। এই যান্ত্রিক অথাৎ ORCA অরিত্রর ভাইয়ের মস্তিষ্কের সমস্ত তথ্য ধারণ করে রেখেছে।....
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


Upvoted! Thank you for supporting witness @jswit.