সময় নষ্ট, আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু

আজকে আমি এসেছি একটি ভিন্ন বিষয় নিয়ে লিখতে। আমরা সবাই জীবনে সফল হতে চাই, কিছু অর্জন করতে চাই। কিন্তু অনেক সময় আমরা নিজেরাই বুঝতে পারি না, আমাদের সবচেয়ে বড় শত্রু কে। সেই শত্রুটি আসলে বাইরের কেউ নয়, সেটা হলো সময় নষ্ট করা।

1000029130.png

আমরা প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা অকারণে মোবাইল ব্যবহার করি, টিকটক দেখি, বা গেম খেলি। কিন্তু খেয়াল করলে দেখবেন, এই সময়টা যদি আমরা নতুন কিছু শেখায় ব্যবহার করতাম, তাহলে আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসত।

অনেকেই বলে, “সময় তো অনেক আছে।” কিন্তু আসলে সময় কারও জন্য অপেক্ষা করে না। একবার যে সময় চলে যায়, তা আর ফিরে আসে না। এজন্যই বলা হয়, সময়ের সঠিক ব্যবহার করতে পারা মানেই জীবনে অর্ধেক সফলতা পাওয়া।

তাই আমাদের এখন থেকেই সচেতন হতে হবে। আজকে যে এক ঘণ্টা আমরা ফেসবুকে স্ক্রল করে নষ্ট করছি, সেটাই হয়তো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষার সময় হতে পারত।

সময়কে নষ্ট না করে, সময়কে কাজে লাগানোই আমাদের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব।