You are viewing a single comment's thread from:
RE: কাশফুলের মেলা থেকে একটুখানি ঘুরে আসি।
ভাইয়া আপনার নৌকা ভ্রমণের গল্পটি পড়ে বেশ ভালো লাগলো । একদিন আগে আমিও এরকম নৌকা ভ্রমণ করেছিলাম । তবে কাশবন দেখতে পারিনি সন্ধ্যে হয়ে গিয়েছিল । নদীর মাঝখানে এরকম কাশবন ছিল অন্ধকারে দেখেছিলাম ।আপনি আপনার পরিবারের সবাই মিলে বেশ ভালো সময় কাটিয়েছেন পড়ে বুঝতে পারলাম ।আসলে পরিবারের সঙ্গে ঘুরে বেড়াতে সবারই বেশ ভালো লাগে । আর নৌকায় করে ঘুরতে পারলে তো খুবই মজা হয় । আন্টি নৌকায় ঘুরতে যেহেতু পছন্দ করেন সেহেতু সবাই মিলে ঘুরেছেন বেশ ভালোই লেগেছে মনে হয় ।কাশবনের ছবিগুলো সুন্দর ছিল । লাল আকাশটাও চমৎকার লাগছিল । এক কথায় অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছে ।ধন্যবাদ ।
অনেক ধন্যবাদ আপু।